![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ ইয়াসির ইরফান । সাহিত্য আমার ভাললাগা, ভালবাসা । সাহিত্য লিখতে, পড়তে ভাললাগে । তাই লিখি, পড়ি । জানি, আমার লেখার মান ভাল না । স্বীকার করতে কুন্ঠাবোধ করি না, ভাল লেখার সে যোগ্যতাও আমার নাই । বস্তাপচা লেখায় কারো মন খারাপ করা আমার উদ্দেশ্য নয়, সাহিত্যের অপমান করতেও চায় না । আমি তো শুধু আমার ভাললাগার, ভালবাসার কাজটাই করি । আমার অপরাগতা, অক্ষমতায় প্রতিমূহুর্তে ক্ষমা চেয়ে যাই, সাহিত্য ও সাহিত্যিক সমীপে । সসংকোচে, সংশয়ের ঘেরাটোপে, নিন্দিত হওয়ার ভয়ে সাহিত্য রচনার শুরুতেই 'তরুন তুর্কী' ছদ্মনামে সাহিত্যের বিশাল ভান্ডারে পা রেখেছি । সাহিত্যের এই বিরাট-অভিজাত জায়গার অতি ক্ষুদ্র কোনে আমার জায়গা হবে কি না, তা আমার জানা নাই । জানতে চাই না । আমি শুধুমাত্র আমার ভাললাগা প্রকাশে যদি কোন স্পর্ধা, কোন ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চাই । তারুন্য আমার অলংকার । অঙ্গে তারুন্যের উন্মাদনা বয়ে চলেছি, (জন্ম তারিখ - ০৯/০৪/৯২) সয়ে চলেছি আনন্দের সাথে । উচ্ছলতার সাথে সন্ধি করেছি তারুন্যের সূচনা লগন হতে । স্রষ্টায় ভীষন আস্থা আমার । জীবনের প্রতিটি পদক্ষেপে স্রষ্টার সাহচর্য, তার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য-সহযোগিতা কামনা করি । বিশ্বাস করি, প্রতিক্ষনে প্রতি নিঃশ্বাসে তিনি আমার সাথেই আছেন । নিজেকে আমি মূল্যায়ন করি অতি সাধারন পর্যায়ের মানুষ রুপে । নিজের সম্পর্কে আমার উক্তি, Lower Clash Ass (LCA) বা নিম্ম স্তরের গাধা । যে স্তরের মানব সন্তানেরা ধরিত্রীর মানুষ, প্রকৃতি, প্রতিটি ধূলিকণা হতে ক্রমাগত উপকার গ্রহন করে কিন্তু প্রতিদান দিতে অক্ষম থাকে । বরং যতদিন বাঁচে ততদিনই গলার কাঁটা হয়ে থাকে, পরিবারের, সমাজের, দেশের, ধরনীর ।
শতবর্ষ বাঁচতে চাই না,
ষাট-সত্তরও না !
থুরথুরে বুড়ো হয়ে
অপরের বোঝা হয়ে মাথা নুয়ে
বাঁচার নেই কোন স্বাধ ।
বাঁচার মত একদিনই বাঁচব, -এই মোর আহলাদ ।।
অন্যায়-অনাচার মুখ বুঝে মেনে,
সত্য-মিথ্যার পার্থক্য করতে জেনে,
তবুও সহ্য করে যাওয়া
অহংকার-অত্যাচারের দুনিয়া ;
ধাতে নেই এসব আমার ।
নত শিরে এক মুহুর্তও ইচ্ছে নেই বাঁচার ।
বাঁচলে বাঁচব নিজের মত,
রেখে শির সমুন্নত ;
সত্য পথে সঠিক মতে
সুন্দরের পথ ধরে অভ্রান্ত নীতিতে,
বাঁচার মত বাঁচতে আমি চাই ।
শতায়ু, দীর্ঘায়ু মোর প্রয়োজন নাই ।।
আনন্দিত চিত্তে আনন্দ বিলিয়ে,
মানবের হৃদয়ে জায়গা করে নিয়ে,
সকলের আশীর্বাদ ধন্য জীবন
পেতে চাই আমি, আমরন ।
না পারি যদি সুখ এনে দিতে,
দুঃখ যেন না দিই কোনমতে,
সকলের সাথে সদ্ভাব রেখে,
বাঁচতে পারি যেন হাসিমুখে,
এই তো চাই ; এ ধরার সংক্ষিপ্ত জীবনে
সকলের একজন হয়ে এই জনারন্যে ।
এভাবেই বাঁচতে চাই এক বছর-
পাঁচ বছর, দশ বিশ চল্লিশ বছর ।
এর চেয়ে বেশী ভীতুর মত
চায় না থাকতে এক মুহুর্ত
কাটাতে নাহি চায়, ধরায় বীরত্ত্বহীন জীবন ।
নত শিরের চেয়ে ভাল শিরচ্ছেদে মরন ।।
কি হবে দীর্ঘায়ু পেয়ে
চুপচাপ সব মুখ বুঝে সয়ে
পৌরুষহীন জীবন কাটিয়ে
কাপুরুষের মত মিনমিনে গলা নিয়ে
অকারনে অন্যের নয়নের নোনা জল ঝরিয়ে
অহেতুক ঝগড়া-বিবাদে জড়িয়ে
বাঁচার কোন ইচ্ছেই আমার নেই ।
দীর্ঘায়ু পেলে জীবন-দর্শন বদলাতে পারে যে কোন সময়েই ।।
বাঁচতে নাহি চায়, এ দুনিয়ায় এক মুহুর্ত-
ভুড়ি বাড়িয়ে অলস ধনীর মত,
কড়া হিসেবী কোন কর্মঠের মত,
মধ্যবিত্তের সচ্ছলতায় তৃপ্ত-
আরেকটু সচ্ছলতার আশাবাদী কর্তার মত,
বুর্জোয়াদের অবহেলায় পীড়িত দিনমজুরের মত,
শোষনের নির্মমতায় পিষ্ট শ্রমিকের মত,
ভ্যাম্পায়ারের মত রক্তশুষা শোষকের মত,
অত্যাচারী-অহংকারী শাসকের মত,
বাঁচতে চাই না আমি
হয়ে নিপাট নির্ঝঞাট শান্তিকামী ।।
বিপ্লবী হয়ে মহামূল্যবান প্রান বিলিয়ে,
সমাজ-সংস্কারে দেশের তরে জীবন দিয়ে,
ঘুনপোকাদের উৎখাতে
নির্দ্বিধায় নিঃশর্তে নিঃশঙ্ক চিত্তে
বাঁচতে আমি চায় ।
সবার জন্য নিজেকে বিলায় ।
বড় স্বাধ মোর সমুন্নত শিরে
সাচ্চা দিলে আপনাকে উজার করে
বিদায় নিতে এ ধরনী হতে ।
চায়- এ জীবনে একবারই মরতে ।
এভাবেই বেঁচে থাকার স্বাধ
এভাবে বাঁচার আহলাদ ।
জীবন তো এইটুকুনই আমার-
বেছে নেয়ার সুযোগ তাই
আসে না বারবার ।।
________######_____________
"Coward die many times before there death .
-কাপুরুষেরা মরে বারবার, বীরেরা মরে একবার ।"
বিঃ দ্রঃ নিজেকে এখনো কাপুরুষ মনে করি, সেই শৃংখল ভাঙ্গার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
তরুন তুর্কী বলেছেন: ধন্যবাদ ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
পাঠক১৯৭১ বলেছেন:
গতকাল তো ভালো দিন ছিল, তাই ভাবছি, আমার কমেন্টা পড়ার সময় পেলেন তো?
কবিতা মোটামুটি ভালো লাগেনি।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: শতবর্ষ বাঁচতে চাই না,
ষাট-সত্তরও না !
থুরথুরে বুড়ো হয়ে
অপরের বোঝা হয়ে মাথা নুয়ে
বাঁচার নেই কোন স্বাধ ।
বাঁচার মত একদিনই বাঁচব, -এই মোর আহলাদ ।।
যথার্থই বলেছেন।