![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে দেশ প্রমিকের অভাব নাই শুধুই দেশ প্রেমিক কূটনৈতিক ব্যক্তিদের অভাব।জাতির যে কোন গুরুত্বপূর্ণ সময়ে দেশ বিভাজিত হয়ে যায়,একটা শিশু মারা গেলে যখন পত্রিকায় আসে তখনও দেশ বিভক্ত হয় আবার গুম, ধর্ষণ ও চাঁদাবাজি তে ও দেশ বিভক্ত ।শেয়ার বাজার ধস কিংবা বড় কোন উন্নয়নমুখী পরিকল্পনায় ও দেশ বিভাজিত হয়,,।আর দেশ প্রেমিক ব্যক্তিগন হয় পাকিদের দালাল বলে গালি দিবে নয় ভারতের দালাল বলেই গালি দিবে,,ওদের মুখের কথা আর গালির শব্দের মধ্যে তেমন পার্থক্য নেই।ওদের গালিবাজ বলাই শ্রেয়, ,।এ ছাড়া আরেক শ্রেণির সর্বোত্তম দেশ প্রেমিক রয়েছে যারা সরকারি দলকে গালি দিবে নয়তো বিরোধী দল কে দায় ভার দিয়ে গালি দিবে,এরাও রাজনৈতিক চেতনাত্মক দলকানা গালিবাজ।
পত্রিকায় কলাম বাড়ছে ,পাতা বাড়ছে,বেসরকারি টিভি চ্যানেল বাড়ছে,এদের মধ্যে খবরের চ্যানেল ও বাড়ছে।প্রতিদিনই দেশ প্রেমিকদের দেখা যায়,দেখা যায় তাদের লেখা,এ ছাড়াও ড্রামা সিরিজ মেগা সিরিয়াল টক-শো গুলিতো আছেই।ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাধারন জনগনের কথা, এ সব দেশ প্রেমিক কি সত্যিই দেশের কথা ভাবেন?
সামাজিক যোগাযোগের ইনটারনেট সাইট গুলিতে সাধারন জনগনের পদচারণায় মুখর থাকে সব সময় আর যে কোন বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা হলেই দেশ প্রেমিকরা সমালোচিত হন,নিউজফিড জ্যাম হয়ে যায়,কেউ আবার এসব দেশপ্রেমিক গালিবাজ সেলিব্রেটি দের গালি দিয়ে মন কে শান্ত করেন।
দেশের গুরুত্বপূর্ণ সময় গুলি তে এসব দেশ প্রেমিক পাওয়া যাবে না,।দেশে যে পরিমান দেশ প্রেমিক আছে এই পরিমান দেশ প্রেমিক যদি বঙ্গবন্ধুর আমলে থাকতো তবে একশ বছরে ও দেশ স্বাধীন হতো কি না সন্দেহ। আমাদের দেশ প্রেমিকারাা লাল কে লাল নীল কে নীল বলতে পারে না,আলোচনার বিষয় গুলিকে ও সমালোচনার আড়ালে ঢেকে দেয়,,।নির্ভুল জেনেও উল্টাপাল্টা মন্তব্য করে জনগনের মনে প্রশ্ন সৃষ্টি করে,,। সময় পরিবর্তিত হয়েছে,৫০/৬০ বছর আগে যে দেশ গুলি দ্বারা যে সব দেশ আক্রান্ত হয়েছে, যুদ্ধে ক্ষতি হয়েছে তারা এখন বন্ধু রাষ্টে পরিনত হয়ে কূটনৈতিক সম্পর্ক বজার রেখে নিজ নিজ দেশের চুক্তি/বানিজ্য সুবিধা গুলি ঠিকই আদায় করে নিচ্ছে অার আমরা এখনো ১৯৭১ এর মত ভারত পাকিস্তান খুজি,এখনো সেসব দেশের লিয়াজু দেশ খুঁজি। আমাদের দেশের নীতিনির্ধারক দের ধ্যানধারণা শত বছর আগেই পড়ে আছে,দুনিয়াই স্বার্থপর সেখানে এক দেশ আরেক দেশের সাথে যতই সৌজন্যতা দেখাক না কেনো বাস্তবে দাবী আদায়ে চেষ্টা করে,আমরা এখনো এই কূটনীতি আয়ত্ত করতে পারিনি কিংবা এরকম কূটনৈতিক দেশ প্রেমিকদের খুঁজে পাচ্ছি না,,।
©somewhere in net ltd.