![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মুসলিম বাঙালী! যে কিনা স্বপ্ন দেখে একটি সংঘাতহীন সুন্দর পৃথিবীর।
গত কয়েকদিন যাবত একটা খবর খুব বেশী শুনছি, "পাহাড় ধসে এতজনের মৃত্যু ইত্যাদি ইত্যাদি"
এখন কেউ যদি বলে যে, এই ভয়াবহরকমে সমস্যা থেকে উত্তরণের উপায় কি! তাহলে একশ জনের মধ্যে একশ জনই বলবে, অবৈধ ভাবে পাহাড়ে বসবাসকারীদের পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে দিতে হবে, আর আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমিও একই উত্তর দিবো। কিন্তু কেউ যদি জানতে চায় যে, তাদেরকে সরিয়ে কোথায় নেয়া হবে? তখন আমার মত অনেকেই নিশ্চুপ হয়ে যাবে!
গতরাতে খবরে দেখছিলাম কক্সবাজার জেলা জোনের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলছে, "এইমূহুর্তে আমাদের একমাত্র কাজ হচ্ছে পাহাড়ের পাদদেশ থেকে অবৈধ অধিবাসীদের সরিয়ে দেওয়া(!) তার সাথে সাথে অনেক পরিবেশবাদী নেতারাও একই বুলি আওড়াচ্ছে। কিন্তু এই অসহায় মানুষগুলো কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তার কোন স্পষ্ট জবাব বা ধারনা তারা কেউ দেয়নি! অথচ অসহায় মানুষগুলোর একটাই কথা, "আমদের যাওয়ার কোন যায়গা নেই, আমাদের কোন কর্মসংস্থান নেই, সরকার যদি আমাদের একটু সাহায্য করে তাহলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই যায়গায় কেন থাকবো"।
আমার জানামতে বাংলাদেশ সরকারের ত্রাণ, পুনর্বাসন, কর্মসংস্থান নামের মন্ত্রণালয় আছে! তাহলে এই লোকগুলোকে এমন জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে থাকতে হয় কেন?
এটাকে আমি সরকারের ব্যর্থতা বলবো নাকি এই অসহায় লোকগুলোর ভাগ্য বলবো? নাকি জাতি হিসেবে আমাদের অভিশাপ???
©somewhere in net ltd.