![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে রকম ব্যবহার প্রত্যাশা কর, অন্যের সাথে সেই ব্যবহার কর।
"প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।" -নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্র।
একটি ঘোড়ার গাড়ীর কথা ধরা যাক। ঘোড়াটি, গাড়ীটিকে সামনের দিকে টানছে। তাহলে নিউটনের সূত্র অনুসারে, গাড়ীটিও ঘোড়াটিকে একই বলে পেছনের দিকে টানছে। অথ্যাৎ, একটি বল সামনের দিকে এবং সমান আর একটি বল পেছনের দিকে ক্রিয়া করছে। সেক্ষেত্রে গাড়ীটি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা নয়, স্থির থাকার কথা। তবে কি...?
পৃথিবীর টানে গাছ থেকে ফল মাটিতে পড়ে। তার মানে, পৃথিবী সেই ফলের উপর একটি বল প্রয়োগ করে। সূত্র অনুসারে, ফলটিও পৃথিবীর ওপর সমান বল প্রয়োগ করে। তাহলে এমন কেন হতে পারে না যে, ফলটি তার নিজের স্থানেই আছে আর ফলের টানে পৃথিবী ফলটির উপর পতিত হয়েছে।
আসলে নিউটনের সূত্র ভুল নয়। আমাদের বোঝার ভুল। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, সূত্রটিকে সঠিকভাবে বাংলায় অনুবাদ করতে ভুল করা হয়েছে।
প্রথমেই সূত্রটিকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাক:
প্রকৃতপক্ষে সূত্রটি হল, "প্রতিক্রিয়মান বস্তুর বল এবং প্রতিক্রিয়া সৃষ্টিকারী বস্তুর বল সমান"।
মনে রাখতে হবে, সমবল সবসময় সমক্রিয়া দেয় না।
সমবলের প্রতিক্রিয়া সবসময় সমান হয় না।
এখনই সন্দেহগুলোর উত্তর না বলে আপনার নিকট ব্যাখ্যা প্রত্যাশা করছি। ধন্যবাদ।
-তৌসিক আহম্মেদ। ছাত্র।
২| ১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬
অক্ষর বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: তৌসিক আহম্মেদ। ছাত্র।
হঠাৎ কইরা শিক্ষকতা শুরু করলেন ক্যান ?
৩| ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:১৮
আইরিন সুলতানা বলেছেন: F=ma, এটা বোধহয় দ্বিতীয় সূত্র ।
বল প্রয়োগের পরিমাণ সমান হলেও ত্বরণের মাত্রা আলাদা হতে পারে ।
গাড়ি চলার সময়, চাকা যেমন বল প্রয়োগ করে রাস্তার উপর, রাস্তাও ঠিক তেমনি ভাবে বিপরীতমুখী বল প্রয়োগ করে কিন্তু তাদের ত্বরণ থাকে ভিন্ন ।
১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৩০
তৌসিক আহম্মেদ বলেছেন: বোধ হওয়ার কিছু নাই। নি:সন্দেহে এটাই নিউটনের ২য় সূত্র। তবে, F=ma কে ২য় সূত্র না বলে, ২য় সূত্রের গাণিতিক রূপ বলা ভাল।
বল সমান হলে, ত্বরণ আলাদা হবে তখনই যদি ভর ভিন্ন হয়। (একই বস্তুর ক্ষেত্রে)
গাড়ী এবং রাস্তার কথা বলা হয়নি, বলা হয়েছে ঘোড়া এবং গাড়ীর কথা। যাই হোক, আপনার কনসেপ্ট অনেকটাই সঠিক। আপনার মন্তব্যের ৩য় প্যারায় কথাগুলো ব্যাখ্যা করতে হলে ঘর্ষণের কনসেপ্টও প্রয়োজন।
৪| ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৯
মুহিব বলেছেন: পরষ্পরবিরোধী বল প্রয়োগ করলেও সমবল না হওয়ার কারনে এমন হয়। আর মধ্যাকর্ষন বলের কথা ত জানেনই।
১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৮
তৌসিক আহম্মেদ বলেছেন: কিন্তু ভাইয়া নিউটনের ৩য় সূত্র মতে বিষয়টি এমন নয়। অবশ্যই বলদ্বয় পরস্পরবিরোধী এবং তারা একই সাথে সমবলও বটে। কারন, "প্রত্যেক ক্রিয়ার একটি [সমান] ও বিপরীত প্রতিক্রিয়া আছে।" আর আমার মনে হয় না যে, এই বিষয়টির সাথে মধ্যাকর্ষণ বলের কোন সম্পর্ক রয়েছে। ধন্যবাদ।
৫| ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৫০
মুহিব বলেছেন: ঘোড়া ও গাড়িতে কোন বল প্রয়োগ না করলে বিপরীতমুখী বল প্রয়োগ করবে।
১২ ই জুন, ২০০৮ দুপুর ২:০০
তৌসিক আহম্মেদ বলেছেন: আপনার মন্তব্যটি ঠিক বুঝলাম না।
৬| ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৭
ইয়র্কার বলেছেন: ভূল সূত্র দেয়ার জন্য নিউটনকে আইপিসহ ব্যান করে পাথর ছুঁড়ে হত্যা করা হোক।
১২ ই জুন, ২০০৮ দুপুর ২:০৯
তৌসিক আহম্মেদ বলেছেন: আপনার জ্ঞাতার্থে বলছি:
১. নিউটনের সূত্রটি ভুল নয় বরং আমাদের বোঝার ভুল। আমারা সূত্রটি ঠিকভাবে বুঝতে পারিনি বলেই সন্দেহের উদ্ভব হয়েছে।
২. নিউটন অলরেডি মারা গেছেন।
৩. "আইপিসহ ব্যান করা" বলতে কি বোঝানো হয়েছে সেটি আমি বুঝতে পারিনি।
৪. প্রোফাইল পিকচারটা কি পরিবর্তন করা যায় না?
৭| ১২ ই জুন, ২০০৮ দুপুর ২:২৫
ফিউজিটিভ বলেছেন: মোঃ নাজমুল হাসান বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: তৌসিক আহম্মেদ। ছাত্র।
হঠাৎ কইরা শিক্ষকতা শুরু করলেন ক্যান ?
৮| ১২ ই জুন, ২০০৮ দুপুর ২:২৮
মুহিব বলেছেন: যে জ্ঞানের কথা বলল। উৎসাহ দিচ্ছি।
৯| ১২ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৪
ইয়র্কার বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ। যাক সূত্র ভুল না হওয়ায় এ যাত্রায় নিউটন মরেও বেঁচে গেলো।
প্রোফাইল পিকচারে সমস্যা কি? কুত্তার গায়ে রাজাকার লিখে কুত্তাকে অপমান করার জন্য আপত্তি?
১০| ১২ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৪
সক্রেটিস বলেছেন: দেওয়ালে একটা জুড়ে ঘুষি মাইরা দেখেন, নিউটনের সূত্র কাজ করে কিনা।
আর গাড়ি টানাটানি তে পিছনে কে বল প্রয়োগ করলো আবার?
ওয়ার্ক ডান, বস্তুর ইনার্শিয়া ইত্যাদি নিয়ে ভালো করে পড়েন উত্তর পাবেন আশা করি।
আপনের প্রব্লেম সূত্রের ভাষা নিয়া হলে শিরোনামের সাথে মিল খায় না। যাই হোক এসব নিয়া বিজ্ঞানে ভাল এমন কেউ জবাব দিতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৪
লেখাজোকা শামীম বলেছেন: তৌসিক আহম্মেদ। ছাত্র।
হঠাৎ কইরা শিক্ষকতা শুরু করলেন ক্যান ?