নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাডেশ এগিয়ে যাবে ....... সামনের দিকে

শেখ সাদি শুভ

শেখ সাদি শুভ › বিস্তারিত পোস্টঃ

GoDaddy/Namecheap/1and1 তে অনেকেরই Domain নেয়া আছে কিংবা নিতে চাচ্ছেন কিভাবে আপনি কম খরচে ডোমেন কিনতে কিংবা রিনিউ কিংবা ট্রান্সফার করতে পারবেন তা নিয়েই বিস্তারিত এই পোস্টে ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

GoDaddy/Namecheap/1and1 তে অনেকেরই Domain নেয়া আছে কিংবা নিতে চাচ্ছেন কিভাবে আপনি কম খরচে ডোমেন কিনতে কিংবা রিনিউ কিংবা ট্রান্সফার করতে পারবেন তা নিয়েই বিস্তারিত এই পোস্টে ।

Godaddy তে ডোমেইন কেনার জন্য অবশ্যই আপনার ফিজিকাল কার্ড লাগবে । আমাদের জন্য সহজলভ্য ‪#‎Payoneer‬ ‪#‎Neteller‬ এবং ফিজিকাল কার্ড হতে হবে । ডোমেইন কেনার জন্য ভুল করেও ভার্চুয়াল কার্ড কিংবা পেপাল ব্যাবহার করতে যাবেন না । কেননা আপনি ডোমেইন কেনার ২৪ ঘণ্টার আগেই Godaddy আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে এবং কার্ডের ছবি তুলে দিতে বলবে । যদি না দিতে পারেন আপনার একাউন্ট বন্ধ করে দিবে এবং আপনার প্রিয় ডোমেইন কম করে হলেও ৬ মাস পর্যন্ত অন্য কোথাও থেকে কিনতে পারবেন না ।

যাই হোক ‪#‎godaddy‬ তে সাইনআপ করে আপনি চলে যেতে পারেন Fatwallet.com এ,এখানে আপনি Godaddy এর প্রচুর কোপন পাবেন এবং দুই- তিন ডলার এর কোপন গুলো কাজ করে বেশী তাই নিয়ে নিন । আপনি আবার ৭ % টাকা ফেরত পাবেন যদি Fatwallet এ Registration করে থাকেন ।
এখন Domain নিয়ে চেক আউট করতে যান এবং কোপন অপশনে কোপন রিডিম করুন । আর একটা কথা একবার আপনার একাউন্ট ২৪ ঘণ্টা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেললে আপনি তখন চাইলে ভার্চুয়াল কার্ড এড করে নিতে পারবেন ।

এবং আপনার পেওনিয়ার অথবা নেটেলার কার্ড এর মাধ্যমে ডোমেইন কিনে ফেলুন ।

NB: If you Purchase More Than 10+ You Will Get Facebook 50$ Coupon And Fotolia 10$ Coupon.

এখন ডোমেইন রিনিউ করার পালা -
Godaddy তে ডোমেইন রিনিউ করতে পায় ১৫ ডলার লাগবে । তাই ডোমেইন রিনিঊ না করে টান্সফার করে নেয়াটাই ভাল । এর জন্য আপনি 1and1 কে বেছে নিতে পারেন তারা প্রথম বছর এর জন্য ডোমেইন Registration or transfer ফীস নেয় মাত্র 0.99$ তবে যে কার্ড ব্যাবহার করবেন তাতে ৭+ থাকতে হবে । সাথে সাথেই আপনার ৬.০১ ডলার ফেরত দিয়ে দিবে ।

তারমানে আপনি Godaddy তে এক বছর ২/৩ ডলার + 1and1 য়ে এক বছর = দুই বছর মাত্র ৩/৪ ডলার দিয়ে । একটা দুইটা ডোমেইন হলে খরচটা কিছুই না । আমার Godaddy তে তিনটা একাউন্ট আছে যাতে প্রায় ৪৫ টা ডোমেইন আছে এবং Namecheap এ আছে ৭ টার মত । এখন আমি যদি রিনিউ করি আমার সবগুলো ডোমেইন তাহলে আমার খরচ হবে কমপক্ষে ৫২*১৫= প্রায় ৭৮০ ডলার । অথচ আমি মাত্র ৫০ ডলারেই আমার সব ডোমেইন রিনিউ করতে পারছি । কুপুন এবং Transfer সুবিধা নিয়ে কিন্তু আমি খরচের ৮০ ভাগ এর উপর কমিয়ে নিতে পেরেছি । আপনারা ও এই সুবিধাটা নিতে পারেন ।

এখন 1and1 য়ে রিনিউ করার সময় হল কি করবেন ১৫ ডলার দিবেন নাকি আবারো কিছু করবেন ?
NameCheap এবং Godaddy প্রায় ৩ ডলার অথবা ৫ ডলারে ডোমাইন Transfer করার সুবিধা দেয় ?সুযোগ বুঝে করে নিন তারপর আবার ওপরে যা শিখলেন তা বারবার প্রোয়োগ করতে পারেন

Godaddy তেই থাকবেন আপনি অন্য কোথাও যাবেন না কিংবা বড় কোন প্যাকেজ কিনতে চাইতেছেন Godaddy থেকে যেমন Hosting,VPS,SSL ,Domain Renew ইত্যাদি তাহলে আপনি আপনার একাউন্টে লগ ইন করে পোডাক্টগুলো চেক আউট পযন্ত নিয়ে যাবেন কিন্তু পেমেন্ট করবেন না । দেখবেন Godaddy আপানাকে ইমেইল করবে এক-দুই দিনের মধ্য যে 20%,25% or 35% ডিস্কাউন্ট কুপুন দিবে ।

Namecheap: এখানে আপনি পেপাল থেকে শুরু করে যেভাবে খুশি পেমেন্ট মেথড ব্যাবহার করতে পারেন,তাদের এই ব্যাপারে মাথাবেথা নেই । এখান থেকে আপনি 9.69 ডলারে Registration করতে পারবেন ,কুপুন নেই । রিনিউ করতে পারেন ০.৯৯ ডলারে 1and1 এ ।

1and1 : এখানে ভেরিফিকেশন চাইতেও পারে আবার নাও পারে তবে godaddy এর মত এত জামেলা না । শুধু National ID card/Passport or Utility Bill দিলেও কাজ হয়ে যাবে ।

আপনাদের যদি আরো কিছু জানার থাকে কিংবা কোন ধরনের সাহায্য লাগে তাহলে আমাকে বিনা-সংকোচে জানাতে পারেন আমি আমার সাধ্যমতে চেষ্টা করব ।

শেখ সাদি শুভ
www.shuvo.me

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

নতুন বলেছেন: আমার একটা সাইটের জন্য হোস্টিং দরকার...
ipage.com এ দেখেছি ১.৮৯$/ মাস...

আমার সাধারন একটা সাইট দরকার....যাতে ইমেইল এড্রেস পাবো..আর কম্পানির কিছু তথ্যের ২/৩টা পেজ থাকবে...

কম খরচে ipage.com ভাল হবে না কি অন্য কোনটা রিকম্ডান করেন?

২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

শেখ সাদি শুভ বলেছেন: ipage is good for single site the package you refered ,Go with Dreamhost

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.