নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
অবৈধ সরকারের পতন চাই শীর্ষক জামাতের ৭২ ঘন্টার হরতাল চলছে । বাংলাদেশে হরতাল আর বৃষ্টির দিনের সবচেয়ে সুবিধাভোগী হল ছাত্র আর সদ্য বিবাহিত পুরুষ । ছাত্র ইস্কুল পালানোর অজুহাত পায় । সদ্য বিবাহিত যুবকের কর্মকাণ্ডে স্ত্রী চাপা রিনরিনে গলায় বলে ওঠেন – এইই কি করছো , বাড়ি ভরতি লোকজন । যুবক স্ত্রীকে আশ্বাস দেয় দরজার খিল লাগানো আছে ।
রাস্তায় নেমে পকেটে হাত দিয়ে দেখলাম ত্রিশ টাকা আছে । জয়িতাদের বাড়ি যেতে রিকশা ভাড়া লাগবে ১৫ টাকা । নিউমার্কেটের সামনের মোতালেবের দোকানের এককাপ চা ৫ টাকা । বাকী ১০ টাকা দিয়ে একটা বেনসন । মোতালেবের চা খেলে নেশার মত হয় । ঝিম ঝিম লাগে । গুজব আছে সে চায়ে আফিম দেয় । চা শেষ করে সিগারেট নিলাম । সিগারেট ধরাতে গিয়ে থামলাম । সিগারেট রিকশায় বসে খাব । রিকশায় বসে সিগারেট খেলে নিজেকে জমিদার শ্রেনীর মনে হয় । কথাটা আমার না । সোবাহান শিকদারের । তিনি শুধুমাত্র রিকশায় ঊঠে সিগ্রেট খান । আমিও জমিদার থিওরেম এপ্লাই করছি । যদিও আমার পূর্বপুরুষ ছিল পিচাশ শ্রেনীর ।
দুটো মোড় পেরোতেই কয়েক যুবক এসে রিকশার হাওয়া ছেড়ে দিলো । হরতালে চাকা চলবে না । দেখাদেখি একদল ছয় সাত বছর বয়সী টোকাই রাস্তার সমস্ত রিকশার হাওয়া ছেড়ে দিলো । একে বলে মব সাইকোলজী । একজনের দ্বারা একদল মানুষ প্রভাবিত হওয়া । এরা রিকশার হাওয়া ছেড়ে দিয়ে মজা পাচ্ছে । আমি ঠিক মজা পাচ্ছি কিনা বুঝতে পারছিনা । দ্বৈত অনুভূতিতে আছি । অনেক সময় অনেক ঘটনা দেখে আমরা বুঝতেই পারিনা যে আনন্দ পাওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত ।
টায়ার পোড়ানো হচ্ছে । রিকশায় উঠে সিগ্রেট ধরানো হয়নি । টায়ারের আগুনে সিগ্রেট ধরালাম । হাটা শুরু করেছি । আমার সামনে প্রকান্ড মিছিল । আমিও মিছিলে মিশে যাচ্ছি । একসময় খেয়াল করলাম আমিও মিছিল দিচ্ছি । পাওয়ার হাউজ মোড়ে এসে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল । প্রচন্ড শব্দে জ্ঞান হারাচ্ছি বলে মনে হল । সব কিছু অন্ধকার হয়ে আসছে । মৃত্তুর খুব কাছাকাছি । মানুষের উচিত জীবনে অন্তত কয়েকবার মৃত্তুর কাছাকাছি চলে আসা।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
তেলাপোকা রোমেন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই সুন্দর মন্তব্যের জন্য
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
সকাল হাসান বলেছেন: লেখাটা ভাল লাগল!
একটা প্রশ্ন, শব্দটা পিচাশ নাকি পিশাচ?
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
তেলাপোকা রোমেন বলেছেন: ওটা পিচাশ। গ্রামে মুরব্বীদেরকে পিচাশ বলতে দেখেছি হাড়কিপটে অর্থে ।
ধন্যবাদ
৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬
mdabul4579 বলেছেন: নিজে ভালো হৈ
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭
তেলাপোকা রোমেন বলেছেন: হ্যাঁ! নিজে ভালো হই!
৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৭
তাশমিন নূর বলেছেন: এই লেখাটাও ভালো লাগল। পিচাশ শব্দটা যদি লেখকের ব্যবহৃত না হয়ে অন্য কারো ব্যবহৃত শব্দ অর্থে ব্যবহৃত হয়, তাহলে ওটাকে সিঙ্গেল ইনভারটেড এর ভেতর দেখানো উচিত মনে হয়। তাহলে পাঠকের বুঝতে সুবিধা।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১
তেলাপোকা রোমেন বলেছেন: তাশমিন নুর , আপনাকে ধন্যবাদ না জানা বিষয় তুলে ধরার জন্য । পরেরবার ঠিক করে দেব ভালো থাকবেন।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।
পিচাশ , পিশাচ দুইটাই বহুল ব্যাবহৃত শব্দ । বিতর্ক করার কিছু নাই ।
ভালো থাকবেন
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
তেলাপোকা রোমেন বলেছেন:
অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান! ভালো থাকবেন।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৮
একলা ফড়িং বলেছেন: জয়িতার সাথে দেখা হলো না??
৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯
তেলাপোকা রোমেন বলেছেন: গন্তব্য পরিবর্তন হয়ে গেল যে । দেখা হলনা এবার ও
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
আমিনুর রহমান বলেছেন:
ছোট ও বেশ গোছানো লিখার সারমর্মটা গুরুত্বপুর্ন !