নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
সারারাত না ঘুমানোর পর আর রক পপ ভাল্লাগছিলোনা। ভাবলাম যাই এলিয়েনদের গান শুনি । ইন্ডিয়ান বাংলা গান হল এলিয়েনদের গান। এই গান যারা গায় তারা এলিয়েন। যারা শোনে তারাও ভুল করে পৃথিবীতে চলে এসেছে গানা প্লে করলাম। বেজে উঠলো... যতই ঘুড়ি ওড়াও রাতে
লাটাই তো আমার হাতে
আকৃতি কক্কর নামের এক ছিল্পি(আমার এককালের ক্রাশ ) এই গান গাইছে। আসেন গানের সহীহ তর্জমা শুনি
ডিং ডিং ডিগানা- শুরুতেই কার্টুন নেটোয়ার্কের সাউন্ড যাতে মুরব্বীরা ভাবে কার্টুনের গান চলতেসে ^_^
রসের খাজানা
দেখি না কার কত দম- ইয়ে কার্টুনের মইধ্যে রস কষের ব্যাপার কি? :S
থৈ থৈ রসেতে
তোর ফুলটসেতে
সেজেছি মালাই চমচম- মালাই চমচম খাওনের জিনিস। এইটা সাজে কেম্নে? যাকগা। কবি হয়তো যৌবনের রসের সাথে চমচমের রসের তুলনা করেছেন। কিন্তু এই ফুলটসের ব্যাপারখানা কি ? :O
যতই ঘুড়ি ওড়াও রাতে
লাটাই তো আমার হাতে- বুঝছি। আল্লাহপাক পুরুষরে সব ক্ষেমতা দেয়নাই। বাকিটুকু বুইঝা নেন। -_-
ঢিঙ্কা চিকা চিকা চিকা
হা ঢিঙ্কা চিকা চিকা চিকা
হা হা হা...
ধুম্পা চিকা ধুম্পা চিকা
ধুম্পা চিকা ধুম্পা চিকা- এইটা হোইল সব ক্ষেমতা পাইয়া বিজয়ের সুর
যৌবনের রঙ যেই ধরেছে
মৌমাছিদের মধু চাই- এই প্রসঙ্গে কিছুদিন আগে এক মহিলা অধ্যাপিকা ছাত্রী রেপ হওয়ার পর বলসিলেন।
নেশার ঘোরে রাত বিরাতে
হুল ফোটানোর ধান্দায়- নাউযুবিল্লাহ। পোষ্ট এখানেই শেষ করে দেওয়া উচিত। আমার চেয়ে জ্ঞানী লোকজন এই পোষ্ট পড়তেসে। তারা ঠিকই বুঝে নিবে কবি এই লাইনের ভাবার্থ কি বুঝিয়েছেন -_-
২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৩৯
তেলাপোকা রোমেন বলেছেন:
২| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:১২
শিশির উবুন্তু বলেছেন: অস্থির হয়েছে বস ।
২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৪০
তেলাপোকা রোমেন বলেছেন: এক কেজি ধনিয়াপাতা
৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: হুম, ভালো হইছে।
২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৪১
তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য
৪| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৪
Nazmus Sakib বলেছেন: এই গানের শুভশ্রি আমার এক্কালের ক্রাশ, আর আক্রিতি কক্কর বর্তমানের ক্রাশ।বাট গান্টা সত্যিই এলিয়েন্দের ঠিক বলেছেন।
২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৪২
তেলাপোকা রোমেন বলেছেন: আকৃতি কক্কর রে নিয়া যার। আমি এখন তারে ছাইড়া দিসি :p
৫| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লা
২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৪২
তেলাপোকা রোমেন বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪০
এহসান সাবির বলেছেন: হুম!!