নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
ধর্ম বিশ্বাসের ব্যাপার। চিরকাল ধর্ম নিয়ে তর্ক, ফতোয়া উপেক্ষা করে গেছি। ধর্ম টিকে আছে শুধুমাত্র বিশ্বাসের উপর। মানুষ বিশ্বাস করে আসছে কোরআন, বাইবেল, গিতা ইত্যাদি ইত্যাদি। তবে সব ধর্মের এক কথা। শান্তি চাই, সততা চাই, পাপ থেকে বিরত থাকো, মানবতার জয় হোক। আমি ধর্মের পক্ষে। ধর্মের কারনেই মানুষের মধ্যে এখনো পাপবোধ কাজ করে। কয়েকটি প্রশ্ন আমি বারবার নিজেকে করে উত্তর পাইনি। আমি ধর্ম নিয়ে তর্ক পছন্দ করিনা। তাই বরাবর এড়িয়ে গেছি। কাউকে এই প্রশ্নগুলো ব্যক্তিগত জীবনে করিনি। যেমনঃ
ধরুন পৃথিবীতে মোট মানুষের সংখ্যা ১০ জন। তিনজন মুসলমান। বাকী সাত জন হলেন খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য। ইসলাম ধর্মের অনুসারীরা মনে করছেন শুধুমাত্র তারাই জান্নাতে যাবেন। বাকীরা মনে করছেন শুধুমাত্র তাদের অনুসারীরা স্বর্গে প্রবেশ করবেন।
ধরলাম ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি। ভাল কাজ করছি। আমি জান্নাতে যাবার দাবি রাখতে পারি। তাহলে অমুষলিম যারা ভাল কাজ করছে তাদের কি হবে?
তারাতো ভাল কাজ করলেও নামাজ পড়েনি, রোজা রাখেনি, ঈমান আনেনি। আবার তারা ইসলাম অস্বীকার করে।
খৃস্টানগণ খৃস্ট ধর্মকে একেশ্বরবাদী বলে দাবী করলেও মুসলমানগণ খৃস্টানদের ত্রিত্ববাদ (trinity) বা এক ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার মিলন, এই বিশ্বাসকে বহু-ঈশ্বরবাদী ধারণা বলে অস্বীকার করেন। ইসলামি ধারণায় আল্লাহ সম্পূর্ণ অতুলনীয় ও পৌত্তলিকতার অসমতুল্য, যার কোনোপ্রকার আবয়বিক বর্ণনা অসম্ভব। এধরনের অবয়বহীনতার ধারণা ইহুদি ও কিছু খৃস্টান বিশ্বাসেও দেখা যায়।
তাহলে তাদের তো ঈমান নেই। ইসলাম ধর্মকে পুরোপুরি অস্বীকার করে নতুন মতবাদে বিশ্বাসী হয়েছেন। তাদের কি হবে?
©somewhere in net ltd.