নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
পকটপকট করে টিনের চালে বৃষ্টি পড়ছে । আমি আমার মেস 'নিউ বোর্ডিং' এর বিছানায় উপ্তা হয়ে হুতে আছি । কাছেই কোথাও প্রচন্ড শব্দ করে বীর্যপাত হলো । হিমুদের বৃষ্টিতে কাকভেজা হওয়ার নিয়ম । তবে আমার ভিজতে ইচ্ছা করছেনা । কারণ এইমুহুর্তে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি
আমার বাপ হালার মহাপুরুষ গড়ার স্কুলের একমাত্র ছাত্র ছিলাম আমি । আমাকে মহাপুরুষ বানাতে গিয়ে আমার পুরুষত্বের বারোটা বাজিয়ে দিয়েছে হালায় । হালার নীতিবাক্যের একটা ডায়েরীতে আমার উদ্দেশ্যে একটা উপদেশ ছিলো এমনঃ "বাবা হিমু , মেয়ে সম্প্রদায় হইতে সর্বদা দূরে থাকিবে । উহারা কেবলই মায়া ।"
মনেমনে নিজের বাবাকে "তাপস পাল" বলে গালি দিলাম । মেয়েদের কাছে যেতে পারলে আজ বিছানায় বসে বসে গীটার বাজানো লাগতোনা ।
দরজায় পুংপুং করে কে যেন কড়া নাড়ছে । হিমুদের নির্লিপ্ত থাকতে হয় । আমিও যথাসম্ভব চেষ্টা করলাম । কিন্তু দরজার ওপাশের লোকটা কড়া নাড়তেই থাকলো । আমাকে দরজা খুলতে হলো ।
ওহ ইয়েস !
দরজায় বেগুনী লুঙ্গী পিন্দে আক্কাস দাঁড়িয়ে । হালায় এতক্ষণ ধরে নির্লিপ্ত ভঙ্গীতে কড়া নেড়েছে ! হালার নির্লিপ্ততার কাছে আমারটা ফ্লপ
খেয়ে গেল । একমাত্র আক্কাসরাই পারে হিমুদের সাথে টেক্কা দিতে ।
পকাত করে ঘরে হান্দিয়েই ভিজা লুঙ্গীটা খুলে চিপড়ায়ে পানি বের করতে লাগলো আক্কাস । আমি ওর মেশিনের দিকে তাকিয়ে আছি । মনেমনে ওকে "নুনুম্যান" উপাধি দিয়ে দিলাম । নিজের মেশিনের কথা ভেবে দুঃখে বাইংমাছ হয়ে গেলাম । মহাপুরুষ না
বলে মহাহিজড়া বলতে ইচ্ছা করছে নিজেকে । বাপ হালাকে এবার মনেমনে How are pola বলে চুইদ্দোবার গালি দিলাম ।
লুঙ্গী চিপড়ানো শেষে ওটা শক্ত করে মাথায় বাঁধলো আক্কাস । তারপর আমার দিকে তাকায়ে বললো ,
-বৃষ্টিবিলাস করবেন হিমুভাই ? আকাশ মুততেছে । সেই ফিলিংস সেইই...
=আকাশ মুততেছে ?
-হ হিমুভাই । যেনতেন মুত না । একেবারে জন্ডিসমূত্র । হাঃহাঃহাঃ
আক্কাসের চিন্তাধারা দেখে সত্যিই অবাক হলাম । বৃষ্টিকে বলছে "আকাশের মুত" । রুপক অর্থে ব্যবহার করছে মুতকে ! মনেমনে আক্কাসের প্রশংসা না করে পারলাম না ।
বৃষ্টিভেজা রাস্তায় আমরা পুচুতপুচুত করে হাঁটছি । আক্কাসের বেগুণী লুঙ্গী ভিজে ওর ব্যাকসাইডে এঁটে গেছে । আমার খুব ইচ্ছা করছে ওখানে হাত রাখতে । কিন্তু আমি অপারগ । হিমুদের অনেককিছুই করতে নেই । বাপ হালায় আমার সাধ-আহ্লাদের পকপক
মেরে দিয়েছে ।
হাঁটতে হাঁটতে আমরা জিয়া উদ্যানের ভিত্রে চলে আসলাম । আক্কাস আমাকে একটা কদমগাছের নিচে বসায়ে দিয়ে বৃষ্টিবিলাস করতে বললো । তারপর
পকটপকট করে গাছপালার ভিত্রে হান্দিয়ে গেল হালায় ।
বসে থাকতে থাকতে মাল মাথায় উঠার জোগাড় । এমনসময় দেখি ঝোঁপের ভিতর হতে এক চ্যাগা দিয়ে আক্কাস বেরিয়ে আসলো । হাতে বিশেষ পলিথিনে
সাদা পদার্থ ।
একটু দূরে একটা বুড়া ব্যাডা ছাউনির তলে বসে হাঁ করে ঝিমুচ্ছিলো । আক্কাসকে লোকটার মুখ সই
করে বিশেষ পলিথিনটা ছুড়তে দেখে আঁতকে উঠলাম আমি । কারণ আক্কাসের নিশানা বরাবরই
অসাধারণ ।
আমার কাছে এসে আক্কাস বললোঃ "কেমন বৃষ্টিবিলাস করলেন হিমু ভাইজান ? আমিতো বৃষ্টির লগে বৃষ্টি বিলাস কইরা আইলাম । Life
পকড without her."
আক্কাসরা আসলেই মহাপুরুষদের উর্ধে । দুঃখে বাইংচোদ হয়ে আমি আপনমনে আক্কাসের মতো করেই বলে উঠলামঃ "বৃষ্টিবিলাসের মায় ঘুমায়..."
©somewhere in net ltd.