নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
রবিবাবু সেই গত শতাব্দীতে কইছিলেনঃ ঐ যে সুদুর নিহারীকা... যারা করে আছে ভীর... আকাশেরো নীর...
কবিগুরু ম্যালা আগেই জানতেন নিহারীকা কি।
নেবুলা (nebula ) বাংলা কয় নীহারীকা। মহাকাশের ধুলিকণা আর গ্যাস একত্রে জোট বাইন্দা নেবুলা বা নীহারীকা বানায়ে ফ্যালে । গ্যাস বা ধূলিকণা একত্রে ইলাস্ট্রেটেড মেঘের মত নেবুলা বানায় যা রাইতের আকাশে দেখা যায়। গ্যাস গুলোর মধ্যে আছে ইন্টারস্টেলার ক্লাউড বা মেঘ, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস এবং অন্যান্য আয়নিক গ্যাস । বস পাবলিক হিসাবে আছে প্লাজমা (ছোডবেলায় পড়ছেন পদার্থের তিন অবস্থা, পরে ক্লাস এগারোয় উঠে আবার অনেকেই জেনেছেন পদার্থের চার অবস্থা, এই চতুর্থ অবস্থা প্লাজমা। কোন জিনিসরে তাপ দিলে সেইডা তরল থেইকা বাস্প হওয়ার আগেই গোপনে আরেক অবস্থার জন্ম দেয়। সেইডাই প্লাজমা। প্লাজমা নিয়া ম্যালা কথাবার্তা। চিকিতসাবিদ্যা থিকা শুরু কইরা বাসার টিভি, হাতের আনস্মার্টফোনের ডিসপ্লেতেও প্লাজমা আছে !!! মহাশূন্য,সূর্যের সব হাইড্রোজেনে এ প্লাজমা অবস্থায় বইসা বইসা খায় দায় আর ঘুইরা বেড়ায় । বেশির ভাগ গ্যাসই প্লাজমা অবস্থায় আস্তানা বানাইসে নীহারিকার মইধ্যে। প্লাজমা অবস্থায় থাকার কারন হইতেসে উচ্চ তাপ। এই উচ্চ তাপে সকল গ্যাসই প্লাজমা অবস্থায় চইলা যায়। এই প্রসঙ্গেও রবিবাবু বলেছেন - যেতে নাহি দিব হায়
যাউকগা বাদবাকি ইন্টারস্টেলার ক্লাউড হৈতেসে আমাগো গ্যালাক্সি বা ছায়াপথ ও অন্যান্য ছায়াপথের মইধ্যে বিদ্যমান গ্যাস, ধূলিকনা, প্লাজমা গুলানের একত্রিক রুপ।
ম্যালা কথা কইয়া ফেলাইসি। মূল আলোচনায় আসি। আপনার প্রেমিকারে একদিন গোলাপ না কিন্না দিয়া এন, জি, সি ৭১২৯ নেবুলার এই ছবিডা দেখাইয়েন। গোলাপের চাইতেও খুশি হবে। এইডা কোন ফটোশপ না। কোন ইলাস্ট্রেটেড শিল্পকর্ম না। এইডা দেখতে পুরোপুরি গোলাপের কুড়ির মত। তাই ব্যাডারা এইডার নাম দিসে রোসবাড নেবুলা।
২| ১১ ই মে, ২০১৬ রাত ২:১৫
রিপি বলেছেন: বাহ অনেক গিয়ানমুলক পোস্ট। অনেক কিছু জানা হলো। ধন্যবাদ।
৩| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:৩৯
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর লিখেছেন হাস্যরসের মাধ্যমে অনেক গভীর জ্ঞানের কথা বলেছেন । এরপর মহাবিশ্বের তুলনায় পৃথিবীর অস্তিত্ব শূন্যের কাছাকাছি অথবা শূন্য (ছবির মাধ্যমে তুলনা করে) এমন একটা পোষ্ট আশা করছি।
৪| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:৫৯
ব্যাক ট্রেইল বলেছেন: এগারোয় উইঠা অন্য জায়গায় ঝাঁপ দিছিলাম, সেইজন্য আর প্লাজমার কথা জানা হলো না।
রবী বাবু বলেছেন, যেতে নাহি দিব হয় … আপনার কল্যাণে জানা হইলো এইটা ক্যান কইলো। rosebud nebula, শুধু ছবিতে কি আর প্রেমিকার মন গলবে, বলেন! রোজ হাতে নেয়, গন্ধ নেয়, মাথায় লাগায়। এই ছবি দেখে কি আর সন্তুষ্ট হবে!
৫| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! সেকি প্রেম হবে তখন.. রোসবাড নেবুলায় যদি হয় প্রেমিকার মন তরল
+++++++++
৬| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩
তাশমিন নূর বলেছেন: ছবিটা আসলেই দারুণ! আর আপনার ভাষাটাও সহজ আর মজার ছিল।
৭| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩
শামছুল ইসলাম বলেছেন: বিজ্ঞানের কথা এতো মজা করে বলা যায় !!!!
সুন্দর পোস্ট।
+++
ভাল থাকুন। সবসময়।
৮| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
তপোবণ বলেছেন: কয়েকটা বিষয় যে ধোঁয়া ধোঁয়া আছিল সেইগুলান কিলিয়ার হইল। আপনে একটা ফাজিল। ফাইজলামো করেও জটিল জিনিস যে বোঝানো যায় তা আপনার লেখা পড়ে বুঝলাম।
ভাল থাইকেন, লেখায় আরেকটু লোড দেন ভালই লাগে।
৯| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:২১
শায়মা বলেছেন: ভাইয়া রোজবাড নেবুলা দেখে আমি মুগ্ধ!!!!!!!!!!
সত্যিই গোলাপের কুঁড়ি সাথে আবার সবুজ বৃন্তও আছে!!!!!!!!
অনেক অনেক অনেক সুন্দর! আর তোমাকেও অনেক অনেক থ্যাংকস এই লেখা লেখার জন্য!
১০| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:৩৫
গেম চেঞ্জার বলেছেন: এইটারেই তখন বলা হবে বৃহৎ প্রেম।
১১| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শামছুল ইসলাম বলেছেন: বিজ্ঞানের কথা এতো মজা করে বলা যায় !!!!
সুন্দর পোস্ট।
+++
ভাল থাকুন। সবসময়।
১২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:০৪
বিদ্রোহী চাষী বলেছেন: ভাললাগছে।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৩৩
জিয়ানা বলেছেন: ভালা কইসেন। কিসু ব্যাপার জানা ছিল না...জাইনলাম! ধইন্যবাদ!