নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
ডোনাল্ড ট্রাম্প খালি গায়ে লুংগি পরে মশারীর মধ্যে বসে আছেন। হাতে টর্চ। গত তিন ঘন্টা ধরে তিনি মশারির মধ্যেকার মশা মারছেন। এত মশা কোথা থেকে আসলো? মশারির রাজনৈতিক সীমারেখা? লাইন অফ কন্ট্রোল? আফগানিস্তানের বর্ডার?
নাকি মশারা বাচ্চা ফুটাচ্ছে ইনস্ট্যান্ট? ফিবোনাক্কি ক্রমে মশাদের সংখা বাড়ছে? 1 2 3 5 8 13 21 34......
ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ মনে হল তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প নন। তিনি হচ্ছেন বাকেরগঞ্জের গোলাম হোসেন। পান বিড়ির দোকানদার।
গোলাম হোসেনের চোখ ছলছল করে উঠলো। তিনি এই গণিত শিখলেন কীভাবে!! তিনি কি আসলেই গোলাম না ট্রাম্প?
এর পরদিন থেকে গোলাম হোসেনকে একটি ক্যাপশন বিহীন সাইনবোর্ড নিয়ে রাষ্ট্রযন্ত্রের মোড়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। তিনি ক্যাপশন লিখতে ভয় পান।
রাষ্ট্রযন্ত্রের মোড়ে দাড়িয়ে গোলাম হোসেন এক হাত দিয়ে মশা মারেন। আরেক হাতে সাইনবোর্ড। তার মনে হতে থাকে এগুলো আসলে মশা না। এগুলো ক্রোকোডাইল। কুমির। রাষ্ট্রের প্রোডাকশন। এই কুমিরগুলো মশা হবার ভান করে গোলাম হোসেনের মত মানুষকে বিভ্রান্তিতে ফেলছে।
গোলাম হোসেনকে অথবা ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এখন কয়েক হাজার কুমির অথবা মশা। তিনি লাইট বন্ধ করে চুপচাপ বসে আছেন। তার মনে হচ্ছে কথা বললেই এই কুমির তাকে গিলে ফেলবে।
- খুলনা
- পহেলা মার্চ দুই হাজার একুশ
২| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অনেক দিন পর মশার উৎপাতে শেষে ব্লগে লিখেই ফেললেন।
আসলেই মশার উৎপাতে বাঁচি না
চেত বেত নাই মশাগুলোর, থাপা দিলে ধরন যায়, লাত্তিও মারন যায়
৩| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী রসিক জাতি।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২১ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
১ম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য স্বরচিত গল্প?