নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

ডোনাল্ড ট্রাম্প, কুমির আর গোলাম হোসেন একদা রাষ্ট্রযন্ত্রের ....

০১ লা মার্চ, ২০২১ ভোর ৫:০৫

ডোনাল্ড ট্রাম্প খালি গায়ে লুংগি পরে মশারীর মধ্যে বসে আছেন। হাতে টর্চ। গত তিন ঘন্টা ধরে তিনি মশারির মধ্যেকার মশা মারছেন। এত মশা কোথা থেকে আসলো? মশারির রাজনৈতিক সীমারেখা? লাইন অফ কন্ট্রোল? আফগানিস্তানের বর্ডার?
নাকি মশারা বাচ্চা ফুটাচ্ছে ইনস্ট্যান্ট? ফিবোনাক্কি ক্রমে মশাদের সংখা বাড়ছে? 1 2 3 5 8 13 21 34......
ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ মনে হল তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প নন। তিনি হচ্ছেন বাকেরগঞ্জের গোলাম হোসেন। পান বিড়ির দোকানদার।
গোলাম হোসেনের চোখ ছলছল করে উঠলো। তিনি এই গণিত শিখলেন কীভাবে!! তিনি কি আসলেই গোলাম না ট্রাম্প?

এর পরদিন থেকে গোলাম হোসেনকে একটি ক্যাপশন বিহীন সাইনবোর্ড নিয়ে রাষ্ট্রযন্ত্রের মোড়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। তিনি ক্যাপশন লিখতে ভয় পান।

রাষ্ট্রযন্ত্রের মোড়ে দাড়িয়ে গোলাম হোসেন এক হাত দিয়ে মশা মারেন। আরেক হাতে সাইনবোর্ড। তার মনে হতে থাকে এগুলো আসলে মশা না। এগুলো ক্রোকোডাইল। কুমির। রাষ্ট্রের প্রোডাকশন। এই কুমিরগুলো মশা হবার ভান করে গোলাম হোসেনের মত মানুষকে বিভ্রান্তিতে ফেলছে।

গোলাম হোসেনকে অথবা ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এখন কয়েক হাজার কুমির অথবা মশা। তিনি লাইট বন্ধ করে চুপচাপ বসে আছেন। তার মনে হচ্ছে কথা বললেই এই কুমির তাকে গিলে ফেলবে।

- খুলনা
- পহেলা মার্চ দুই হাজার একুশ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



১ম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য স্বরচিত গল্প?

২| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অনেক দিন পর মশার উৎপাতে শেষে ব্লগে লিখেই ফেললেন।

আসলেই মশার উৎপাতে বাঁচি না

চেত বেত নাই মশাগুলোর, থাপা দিলে ধরন যায়, লাত্তিও মারন যায়

৩| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী রসিক জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.