![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার সাথে মিটিং এ বসেছেন তাজউদ্দীন আহমেদ। প্রাথমিক আলোচনার পর বিস্তারিত আলোচনার জন্য ম্যাকনামারা জানতে চাইলেন বাংলাদেশের জন্য কোথায় কী ধরনের সাহায্য দরকার।
তাজউদ্দীন আহমদ বললেন,
'আমাদের যা দরকার তা আপনি দিতে পারবেন কি-না আমার সন্দেহ আছে।'
ম্যাকনামারা বললেন,
'মিস্টার মিনিস্টার, আপনি বলুন, আমরা চেষ্টা করব দিতে।'
তখন তাজউদ্দীন আহমদ বললেন,
'মিস্টার ম্যাকনামারা, আমার গরু এবং দড়ি দরকার। যুদ্ধের সময় গরু সব হারিয়ে গেছে। এখানে-ওখানে চলে গেছে, মরে গেছে। পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চাষিরা এদিক-সেদিক পালিয়ে গেছে, তখন গরু হারিয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, চাষি ফিরেছে কিন্তু গরু নাই, তাই চাষ করবে কীভাবে? কাজেই আমাদের অগ্রাধিকার চাহিদা হলো গরু।'
ম্যাকনামারার চোখ-মুখ লাল হয়ে যাচ্ছে, তাজউদ্দীন আহমদ বলে চলেছেন,
'আর আমাদের সমস্ত দড়ি তো পাকিস্তানিরা নষ্ট করে ফেলেছে, এখন গরু পেলে গরু বাঁধতে দড়ি প্রয়োজন। গরু এবং দড়ি প্রয়োজন খুব তাড়াতাড়ি, না হলে সামনে জমিতে চাষ হবে না।'
অস্বস্তিকর এই মিটিং শেষে যখন তাজউদ্দীন আহমেদ কে জিজ্ঞেস করা হল, আপনি কেন এরকম করলেন। উনি বললেন,
'কেন, গরু ছাড়া কি চাষ হয়?
আর এই লোকটি তো আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে চেয়েছে আমেরিকা। আমাদেরকে স্যাবোটাজ করেছে। শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পাঠিয়েছে আমাদেরকে ধ্বংস করে দিতে। আর তার কাছে সাহায্য চাবো আমি?
বই:ক্রাচের কর্ণেল
২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তাজউদ্দীন আহমদ।
তার মতো নেতা আসলেই বিরল। তিনি সম্মুখে আসেননি, পাননি জনপ্রিয়তা মুজিবের মতো কিন্তু তিনি অনেক দুরহ কাজ করে গেছেন।
মাঝেমাঝে মনে হয়, তাজউদ্দীন আহমদ যদি ৭১- এ সরকারে দায়িত্ব ঠিকমতো পালনে ব্যর্থ হতেন তবে দেশ স্বাধীনে কতো শতাব্দী লাগতো!
৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৪
কাউন্টার নিশাচর বলেছেন: হ রে ভাই
হইলেও হইতে পারে
আবার নাও হইবার পারে
৪| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
গরল বলেছেন: লক্ষ অর্জনে শত্রুর সাথে আপোষ করাটাও কৌশলের অংশ, উনারা যে নীতিতে দেশ চালাচ্ছিলেন বিশেষ করে বৈদেশিক নিতী তা নিসন্দেহে ভূল ছিল আর সে জন্যই বঙ্গবন্ধুকে চড়া মূল্য দিতে হয়েছে সেই সাথে দেশকেও। যতটুকু অর্থনৈতিক সক্ষমতা ধরে রেখেছিলেন তা তাজউদ্দিন সাহেবরই কৃতিত্ব। তোফায়েলরা, রাজ্জাকরা বরাবরই অক্ষম বর্তমানের মত, সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ২:৩০
কোলড বলেছেন: This is nonsense...This Tajuddin was a commi a-hole and in the end he begged for US/World bank loan.