নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসুন একাকীত্বের আগ্রাসন থেকে......................

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

মানুষ একাকী বাচতে পারেনা কথাটি যেমন সত্য; তেমনি মানুষ কখনোই একা নয় এটা তার চেয়েও বড় একটা সত্য ।
দৈনন্দিন পথচলায় আমরা কাউকে না কাউকে ব্যবহার করেছি বা করছি বা নিজে ব্যবহৃত হচ্ছি ; এটাও একটা চরম অপ্রিয় সত্য । তবে মজার ব্যপার হলো , প্রত্যেকের চাহিদা অসীম হলেও তার উপযোগ সীমিত। তাই আমরা কাউকে না হারাতে চাইলেও হারাতে আমাদেরকে হয় বা হবেই। সেটা দুই দিন আগে বা পরে। এই হারিয়ে যাওয়ার পর বা কাউকে হারানোর পর সাময়িকভাবে আমাদেরকে একা মনে হয়। কিন্তু কেন? ?? আমাদেরকে একা মনে হয় কেন? ?? আমাদের আশেপাশে এত লোকজন থাকতেও আমাদের একা মনে হবে কেন? ?? উত্তর বিশ্লেষণ করলে এটাই বের হয়ে আসে যে , আমরা আমাদের আশেপাশের লোকদের মধ্যে এমন কাউকে এত বেশি প্রায়োরিটি দেই যে , ঐ বিশেষ ব্যক্তি ছাড়াও যে আমাদের অনেক প্রিয়জন বা শুভাকাংখী বা আরও অনেকেই আছে তা ভুলেই যাই। এই চৈতন্যটা আমাদের তখনই হয় , যখন ঐ বিশেষ মানুষটাকে আমরা ইচ্ছা বা অনিচ্ছায় হারিয়ে ফেলি কিংবা হারিয়ে যায়। আর এই চৈতন্যটুকু ফিরে আসতে অথবা অন্য কাউকে ঐ বিশেষ মানুষের স্থলে রিপ্লেস করতে যতটুকু সময় লাগে;আমরা কেবল ততটুকু সময়ই একাকিত্বের কবলে পতিত হই। আর যার চৈতন্য ফিরে আসতে যত দেরি সে তত বেশি সময় একা থাকে ,এটাই স্‍বাভাবিক। কিন্তু স্‍বাভাবিক এই ব্যপারটাকে আবার কেউ কেউ চোরাগলিতে নিয়ে গিয়ে নিজেকে বিপন্ন করে দেয়। এক্ষেত্রে আমার উপলব্ধি , আরে ভাই যার জন্য চোরাগলির অন্ধকারে নিজেকে স্‍বপে দিচ্ছেন , তার খবর একটু নিয়ে দেখেন। সে আপনাকে ছাড়া ঠিকই ভালো থাকতে শিখে গেছে। হয়তো শুধু বিশেষণের বিশেষ্যটা বদলে দিবে। আর বড়জোর কয়েকদিন চোখের পানি ঝরাবে , তারপর চোখের পানি মুছে মনটাকে শক্ত করে আপনার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করে ভালো থাকে বা থাকার চেষ্টা করে। তো আপনাকেও চোরাগলিতে না গিয়ে এমন করেই বাচতে হবে। আসলে এমনিভাবেই বাচতে হয়। তাই যারা এখনও চোরাগলিতে বেচে থাকার আলোটাকে ম্লান করে দিচ্ছেন ।তাদেরকে বলছি -ফিরে আসুন ,জীবনের পথে হেটে দেখুন; আপনার অপেক্ষায় আপনার প্রিয়জন ও শুভাকাংখী সর্বপরি আমরা দাড়িয়ে আছি ওয়েলকাম জানাতে।
সো ইটস টাইম টু কামব্যাক অন ইউর ওউন কিংডম।নিশ্চয়ই, লাইফ ইজ বিউটিফুল। তাই আসুন ব্যক্তি বিশেষকে বাদ দিয়ে আশেপাশের সবাইকে নিয়ে নিজ দায়িত্বে ভালো থাকার চেষ্টা করি। আপনার, আমার ভালো থাকা অন্য কারও উপর নির্ভর করবে কেন???????

বিঃ দ্রঃ আমি ব্লগে নতুন এবং এটা আমার প্রথম পোষ্ট। তাই ভুল কিছু হলে আপনারা নিজ দায়িত্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমার বিশ্বাস । আমি ছোট; তাই আপনাদের স্নেহভাজন হতে চাই।


ভালো থাকুন। ভালো রাখুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: নিজের রাজ্যে থাকার মজাই আলাদা। নিজেকে বাংলার স্বাধীন সুলতান ফকরুদ্দিন মুবারক শাহ মনে হয়।


পোষ্ট ভাল লেগেছে। চালিয়ে নিন।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮

দ্যা ব্যাকডেটেড বলেছেন: চিরকুটের সুরেও বলা যায় - আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়।
উৎসাহ দিলেন বলে পুলকিত হইলাম।
ধন্যবাদ আপনাকেও

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

মহা সমন্বয় বলেছেন: আমি একাকীত্বকে খুব উপোভোগ করি তবে সব সময়ের জন্য নয়।
আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়। B-)

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

দ্যা ব্যাকডেটেড বলেছেন: হ্যাঁ , সত্যিই তাই, তবে মাঝে মধ্যে কিছু স্মৃতি আমাদের নিরবে কাদায়।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: একটা ভাল বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং অবশেষে একটা ভাল পোস্ট লিখেছেন, তাও আবার প্রথম পোস্ট হিসেবে, এজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। খুবই ইতিবাচক কিছু কথা দিয়ে লেখাটার সমাপ্তি টেনেছেন, এটাও খুব ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.