![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন একটা সময় পার করেছি,যখন সবার
সাথে যোগাযোগটা সুদৃঢ় ছিল। কেউ
দূরে থাকলেও , দূরে থাকতে
দিতামনা। নিজ উদ্দেগেই তাদের
খোঁজ খবর নিতাম। শুধু যে দূরের বন্ধুদের
খবর নিতাম ,তা নয়। কাছের বন্ধুদেরও খবর
নিতাম। প্রয়োজনে -অপ্রয়োজনে
সবাইকে ফোন দিয়ে ,SMS করে ,
ফেবুতে চ্যাট করে সবাইকে বিরক্ত
করতাম।
ফোন কম্পানির অফারগুলো
খুজেঁ নিতাম , কি করলে ফ্রীতে নেট
চালানো যাবে , কোন প্যাকেজে f&f
বেশি ,কিংবা কলরেট কম, আবার নতুন
নতুন Sms কালেকশনে ছিলাম
মাতোয়ারা , সবাইকে হাসানোর জন্য
বিভিন্ন সাইট থেকে Funny sms, jokes,
friendship , Eid sms কালেক্ট করতাম।
ফোনে কপি করা যেতনা বলে খাতায়
লিখে রাখতাম। ফোনে ১৫ মেগাবাইট
কিনে ফেসবুক চালাতে চালাতে
কতবার যে বিল শক খেয়ে ব্যালেন্স
0.00 tk বানিয়েছি তার হিসেব নেই।
২০ মিনিট কিনে ২১ মিনিট কথা বলেও
ক্রাশ খেয়েছি বহুবার । Sms এর অবাধ
আদানপ্রদানে ফোনের ইনবক্স আর
সেন্টবক্স ক্লিন করতে হত রীতিমতো ।
নতুন সিম কিনে বন্ধুদের থ্রেট করাটা
ছিল সাধারণ ঘটনা।
আর আজ সেই আমি , এখন আমার সিমে
কয়েক জিবি নেট থাকা সত্ত্বেও
ভাইভার ,হোয়াটস অ্যাপ , বিগোতে
কথা বলিনা। প্রয়োজনে ৪ মিনিট
টকটাইম কিনেও শেষ করতে পারিনা।
ইনবক্সে ফোন কম্পানির মেসেজ ছাড়া
অন্য কিছু চোখে পড়েনা। ফেসবুকেও
আজ অপ্রয়োজনে কাউকে Hi বলিনা; আর
কেউ Hi বললে দায় এড়াতে Hello বলে
কনভার্সেশন বন্ধ করে থাকি।
মাঝেমধ্যেই এই ব্যপারগুলো ভেবে
থাকি , আর আজ লিখেও ফেললাম।
আবার নিজেই নিজের সমালোচনা
করে দেখি , তখন কেমন ছিলাম আর এখন
কেমন আছি??? হয়তো আগের মত ভালো
নেই। তবু নিজেকে এই বলে সান্ত্বনা
দেই , এখন আমি কারও বিরক্তির কারণ
নই। আর আমার মত আনাড়ি , ব্যাকডেটেড
মানুষের চাহিদা সবার কাছে সব সময়
থাকবেনা , এটাই স্বাভাবিক।
তাইতো আমি আজ ঘরপোড়া গরুর মত
আকাশে মেঘ ( অবাধে যোগাযোগ)
দেখলে ভয় পাই।
©somewhere in net ltd.