![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ভাবছেন? ??? আমি আবার গোয়েন্দা হলাম কবে? ?? না , আমি গোয়েন্দা হইনি। গণমাধ্যমের কল্যানেই কিছু জানতে পারলাম। ও হ্যা , যা বলতে চাইছিলাম।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গতকাল ৫ খুন মামলার রহস্য উন্মোচন করেছেন। সেখানে তিনি যা বলেছেন তা আপনারা হয়তো জানেন। ঐ কথাগুলো থেকে একটা কথার তরজমা আমি করতে চাই। কথাটা হল , উনি বলেছেন এরকম অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পরিবার , সমাজ আর ধর্মীয় বিষয়গুলোতে আমাদের বেশি করে নজর দেয়া উচিৎ , স্যালুট স্যার আপনাকে ।আপনি যথার্থই বলেছেন , এই তিনটা জায়গা থেকে আমরা যদি নৈতিক শিক্ষাটাকে আকড়ে ধরতে পারি তবে মামীর সাথে অনৈতিক সম্পর্কতো দূরের কথা কোন অপরাধই সংঘটিত হওয়ার কথা নয়। সেক্ষেত্রে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীরাও একটি স্বস্তিতে থাকতে পারতো।
এবার আসুন , (১) পরিবারের প্রসঙ্গ:- একটা শিশু জন্মের পর পরিবার থেকেই প্রথম শিক্ষা পেয়ে থাকে। এই শিক্ষাটাই শিশুদের আচরণের ভিত্তি গড়ে দেয়। কিন্তুু বর্তমান প্রেক্ষাপটে পরিবার থেকে কি রকম শিক্ষা আমরা পাচ্ছি যে , আমাদের মাঝখান থেকে ঐশী আর মাহফুজদের মত কুলাঙ্গাররা বেরিয়ে আসছে।
২. আর বর্তমান সমাজের কথা কি বলবো? ?? সমাজের প্রচলিত রীতি এখন - চাচা আপন প্রান বাচা। পরে দেখা যায় আপন প্রান বাচে ঠিকই কিন্তু আপন সম্মান আর বাচেনা । আগেকার দিনে গ্রামে মুরুব্বিদের সালাম না দিলে আমাদের জবাবদিহি করতে হত , আর আজকের দিনে মুরুব্বি কাকে বলে তা হয়তো ঐশী আর মাহফুজদের জানা ই নেই। তাই আজকে তাদের এই দুরবস্থা , আর আমাদের দেশের এই অবস্থা ।
৩. এবার আসি মূল পয়েন্টে , যদিও এটার প্রাওরিটিটা সবার উপরে তবুও এটা দেরীতে আসে কারন পরিবার থেকেই আমরা ধর্মটা পেয়ে থাকি। আর ধর্মীয় অনুশাসন আমরা মানিনা বলেই আজকে আমাদের ভোগান্তির শেষ নাই। আমাদের দেশসহ বর্তমান বিশ্বজুড়ে যে সমস্যাটি চরম আকার ধারন করেছে তার নাম যৌন নিপীড়ন (Sexual Harassment ). হবেই বা না কেন? ?? চারিদিকে আজ অশ্লীলতার জয়জয়কার; অশ্লীল ছবি, অশ্লীল সাহিত্য , অশ্লীল সংস্কৃতি এসবের মাঝে এরকম ঘটনা ঘটবেনা তাতো হতে পারেনা। এবার আসুন , ইসলাম এসব ব্যাপারে কি বলে - ইসলামের বিধান ,মানবতার সমাধান ,মহিমান্বিত গ্রন্থ আল কোরআনে আমাদের স্বীয় দৃষ্টিকে অবনত রাখতে বলা হয়েছে ,আর লজ্জা স্থানের হেফাজত করতে বলা হয়েছে। ড . জাকির নায়েকের মত জ্ঞানী নই বলে সূরা আর আয়াত সংখ্যা বলতে পারছিনা বলে দুঃখিত , আমার কাছে এত কিছু আশা করাটা হয়তো ঠিকনা , কারণ আমারমত অজ্ঞ লোকের এত কিছু জানা বা মনে রাখা কি সম্ভব ,বলেন? ??? যাইহোক মূল প্রসঙ্গে ফিরে আসি , আচ্ছা বলেন নিজেদের দৃষ্টি অবনত আর লজ্জাস্থানের হেফাজত নিশ্চিত করতে পারলে কি যৌনতা বিষয়ক কোনো সমস্যার সম্মুখীন হওয়ার চান্স আছে? ??? আসা করি আপনার উত্তরটা না বোধকই আসবে।
শুধু যৌনতা নয় , জীবনের সকল সমাধান একটাই , সেটা হল আল কুরআন। যেটাকে ধর্মীয় অনুশাসন বলে ভদ্রলোক ও বুদ্ধিজীবীরা আখ্যা দিয়ে গা বাচিয়ে থাকেন।
তাই আমাদেরকে কুরআন বুঝে , কোরআনকে একমাত্র জীবন ব্যাবস্থা মেনে জীবন যাপন করা উচিত; তবেই হয়তো খবরের কাগজ কিংবা অন্য কোন সংবাদ মাধ্যমে খারাপ খবরগুলো সার্চ দিয়েও পাওয়া যাবেনা।
আল্লাহ পাক আমাদের সহীয় বুঝ দান করুন - আমিন।
বি:দ্র: আমি মুসলিম ,তাই ধর্মীয় অনুশাসন বলতে ইসলাম দিয়ে ব্যাপরটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর আমি এটাও মনে করি যে, পৃথিবীর কোন ধর্মই অশ্লীলতাকে সমর্থন করেনা। আর ভুল কিছু হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারন , ক্ষমাই তো মহত্তের লক্ষন।
আল্লাহ হাফেজ।
ভালো থাকুন , ভালো রাখুন আপনার চারপাশ।
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
দ্যা ব্যাকডেটেড বলেছেন: বোন, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন পজিটিভ বিষয়গুলো লিখতে পারি।
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটা আমারও ভাল লেগেছে ।
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
দ্যা ব্যাকডেটেড বলেছেন: ধন্যবাদ , ভাইয়া।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
রাজীব বলেছেন: ছেলেদেরকে যদি ২০ বছর বয়সেই বিয়ে করিয়ে দেয়া যায় তাহলে হয়ত এর সমাধান হবে।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
দ্যা ব্যাকডেটেড বলেছেন: ইসলামও তাই বলে। কামাই রুজি থাকলে খুব শীঘ্রই বিয়ের তাগিদ দেওয়া হয়েছে, আর না থাকলে খায়েস নিয়ন্ত্রনে নফল ইবাদাত ও রোযা রাখতে বলা হয়েছে।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
মহা সমন্বয় বলেছেন: ভাল লাগল।
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
দ্যা ব্যাকডেটেড বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরনা। ধন্যবাদ ভাইয়া।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
রাজীব বলেছেন: কামাই রুজি মানে কিন্তু নিজের কামাই রুজি না। ফ্যামিলির কামাই রুজি থাকলেও চলবে।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
দ্যা ব্যাকডেটেড বলেছেন: নিজের অর্থাৎ যে বিয়ে করবে তার । বউয়ের বরণ পোষনের ক্ষমতা আরকি।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৮
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর লেখনী , ভাল লাগলো ।