নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

একটি খেজুর গাছ ও তার কৃতজ্ঞতা; আর আমাদের উদাসীনতা

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮




খেজুরের রস খেয়েছেন নিশ্চয়ই? ??না খেলেও খেজুর গাছতো দেখেছেন????????

ঢাকাস্থ মানুষদের সুযোগ না হলেও গ্রামের কিংবা যারা শীতে গ্রামে বেড়াতে যান তাদের অনেকের ভাগ্যেই আল্লাহর এই নেয়ামতটা মিলে থাকে। খেজুরের রস দিয়ে পিঠাসহ নানান ধরনের উপাদেয় খাদ্য প্রস্তুত করা যায়। যা গ্রামে একটু রোদে কিংবা আগুন পোহাতে পোহাতে এক রোমাঞ্চিত মজাদার শীতে সকালের নাস্তা। আর শুধু রস হিসেবেও এই পানীয়টি আমরা পান করে থাকি।
- আলহামদুলিল্লাহ ।

আর রস কিভাবে সংগ্রহ করা হয় সেটা আমরা সবাই জানি। তারপরও একটু বলি,
খেজুর গাছের অগ্রভাগ যেটাকে আমরা কপাল বললেও ভুল হবেনা। হ্যাঁ , খেজুর গাছের কপাল কেটেই আমরা রস বের করে আনি। একটু ফিকির করে দেখেন ভাই ব্যাপারটা কি মর্মান্তিক ; কল্পনা করতে পারেন!! আমার আর আপনার কপাল আল্লাহ কতইনা সুন্দর আর নিরাপদ রেখেছেন। তারপরও খেজুর গাছ কখনও বলেনা , হে আল্লাহর বান্দা , তুমি আমার মাথাটা ফাটাইওনা,আমারে এত কষ্ট দিয়া আমার ভেতরের রসগুলো বের করে নিওনা।

কারণ কি জানেন? ?? মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষ আর জ্বীনকে কেবল তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর বাকীসব সৃষ্টি আশরাফুল মাখলুকাতের জন্য নেয়ামত স্বরুপ এবং আশরাফুল মাখলুকাতের অধীনস্থ করে দিয়েছেন।

কিন্তুু কি বলুনতো? ??

আশরাফুল মাখলুকাতের অধীনস্তসবই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। আর আমরা আশরাফুল মাখলুকাতরাই যারা কেবল মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের অধীনস্ত তারাই দায়িত্ব পালন করছিনা। তাহলে আমরা কতবড় অকৃতজ্ঞ; একটু ভেবেই দেখি , কূল কিনারা পাই কিনা! !!

আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন। - আমীন ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

মহা সমন্বয় বলেছেন: খেজুর গাছে হাড়ি বাধা এবং রস কাটার দৃশ্য আমার কাছে অনেক দারুন লাগে। যেমন এই ছবিটিই আমি বার বার দেখছি। 8-|

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

দ্যা ব্যাকডেটেড বলেছেন: দৃশ্যটি মনোরম, তাই দেখতেই পারেন। আমার লেখার উদ্দেশ্য তবে আপনাকে স্পর্শ করতে পারে নাই। আমি ব্যর্থ ....

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

মহা সমন্বয় বলেছেন: আমি দুঃখিত. আপনার লেখা পড়েছি কিন্তু লেখা নিয়ে কিছু না বলার জন্য।
আপনি চরম সত্যি কথাটিই লিখেছেন আমি কি আর বলব-আমরা মানুষেরা আসলেই উদাসীন এবং অকৃতজ্ঞ।
স্রষ্টার অপার মহিমায় ডুবে থেকেও আমরা স্রষ্টাকে ভুলে যাই। স্রষ্টা সৃষ্টি জগতের প্রতিটি বিষয় এত সূচারু ভাবে সৃষ্টি করেছেন যে নিঃশ্চই এর মধ্যে চিন্তাশীলদের জন্য রয়েছে অনেক নিদর্শন।
আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন। - আমীন ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

দ্যা ব্যাকডেটেড বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.