নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

জীবনের হিসাব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

ছোট বেলায় না বুঝে শুধু মজা পেয়েই
কবিতাটা মুখস্থ করেছিলাম; আজ
আরেকবার না হয়
বুঝেই পড়লাম!!!

ষোল আনাই মিছে
- সুকুমার রায়
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে,
মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?''
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে।
বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।''
খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে?
বলতো কেন লবণ পোরা সাগর ভরা পানি?''
মাঝি সে কয়, ''আরে মশাই অত কি আর জানি?''
বাবু বলেন, ''এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি!''
আবার ভেবে কহেন বাবু, '' বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?''
বৃদ্ধ বলে, ''আমায় কেন লজ্জা দেছেন হেন?''
বাবু বলেন, ''বলব কি আর বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।''
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি দুলে!
মাঝিরে কন, '' একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি আজি?''
মাঝি শুধায়, ''সাঁতার জানো?''-
মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, ''মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে!''

# উপলব্ধি : আসলেইতো , হাবিজাবি
জ্ঞান অর্জনে আমরা ব্যতিব্যস্ত ;যেটা
শেখা দরকার সেটাই শিখছিনা।
তাই ঝড়ের(মৃত্যু ) সম্মুখীন হওয়ার আগেই
সাতারটা (কুরআন ) শিখে রাখা
বাঞ্চনীয়।
ভাবছি সাতার শিক্ষা কোর্সে (বয়স্ক
কুরআন শিক্ষা ) কোর্সে ভর্তি হয়ে
যাবো।
বলাতো যায়না , ঝড়টা কবে উঠে
যায়!!!!
আল্লাহ পাক আমি সহ সাতার(কুরআন )
না জানা সবাইকে কবুল করুন - আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

শাহরীন মাহাদী বলেছেন: ভালো লাগল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

দ্যা ব্যাকডেটেড বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

অগ্নি কল্লোল বলেছেন: আমিন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.