নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

ফিরে আয় , যাসনে তোরা ঐ বাতেলের দলে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

আজিকের দিনে ভালোবাসার আকাল পড়েছে তাই আজ অনেকে ভালোবাসা উদ্ধারে ব্যতিব্যস্ত । আসলেই পৃথিবীতে আজ ভালোবাসার বড়ই অভাব। ভালোবাসার কথা কাকে আর ভাসছি কাকে? ?? আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসার দায়িত্ব বর্তায় কেবলই আলেম ওলামাদের উপর । আর আমাদের
ভালোবাসাকে অপাত্রে করিতেছি ব্যয়। শুধুই কি অপাত্রে দান? ? নাকি এর অন্তরালে কোন গল্প আছে? ?? থাকতেও
পারে। থাকতে পারে কি ,আছেই । আসলে আজকের দিনে
বাতেলের দল যা পালন করছে তা হচ্ছে হীন স্বার্থ চরিতার্থ করার এক মক্ষম হাতিয়ার । হীন স্বার্থ হাসিল করতে লাগে একটাউপলক্ষ; যেটার পথ খৃস্টানরাই বাতলে দিয়েছে। কেন রে ভাই , খৃস্টানদের পথ তোদের ধরতে হবে কেন? ?? ইসলামের সুশীতল ছায়া তলে কি তোর জন্য একটু জায়গা নেই? ?? ইসলামের ছামিয়ানা কি এতই ছোট? ?? ইসলামের ছামিয়ানার নিচে পরিশুদ্ধ চিত্তে একটু বসে দেখ , ভালোবাসার প্রকৃত স্বাদটা তুই পাবি ই পাবি।
যেটাতে নেই কোন কৃত্রিমতা ,নেই কোন অশ্লীলতা । ইসলামতো শান্তির ধর্ম; তোরা কেন অশান্তির পথ বেছে নিবি ভাই? ?? তাই বলবো ওরে অবুঝ মুসলিম ভাই , ফিরে আয় , ফিরে আয় তোরা, যাসনে ঐ বাতেলের দলে। বাতেলরা তোকে জাহান্নামের
টিকেট ধরিয়ে দিচ্ছে , বিশ্ব নবীর উম্মত হয়ে তুই কেন জাহান্নামের
টিকেটটা অগ্রিম বুকিং দিবি? ?? তাই ভাই ফিরে আয় , ইসলামের
ছামিয়ানার নিচে বসে থাকা মানুষগুলো তোরই অপেক্ষায় ....
ফিরে আয় তুই , প্লিজ ফিরে আয়।
আল্লাহ পাক আমাকে , আপনাকে , সবাইকে ইসলামের সুশীতল ছামিয়ানায় কবুল করুক
- আমিন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: আপনার না পাকিস্তানে থাকার কথা? এখানে কী করছেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

দ্যা ব্যাকডেটেড বলেছেন: যেখানে থাকার কথা , সেখানেই আছি। মুখস্থ বুলি ভুলে বিবেক খাটিয়ে কিছু বলার থাকলে বলুন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

বিজন রয় বলেছেন: ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

দ্যা ব্যাকডেটেড বলেছেন: না দাদা , আপনাকে আমি যেতে বারণ করিনি। আপনি যেতে পারেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিন।পোষ্ট +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.