নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

সুরের কলরব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

আসসালামু আলাইকুম ,
প্রসঙ্গে মাতৃভাষা ও ইসলামী সংস্কৃতি :
# কলরব সম্পর্ককে দুটি কথা না বললেই নয়। আগে শুধু ইন্টারনেট , রেডিও আর বিভিন্ন মাহফিলে বিচ্ছিন্নভাবে কলরবের সঙ্গীত শোনা হত।
আলহামদুলিল্লাহ , গতকাল সামনে থেকে #কলরবের গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। সামনাসামনি না দেখলে হয়তো অজানা থেকে যেত অনেক কিছুই। কোনো গিটার,ঢোল,তবলা কিংবা
আধুনিক কোনো সংগীত সরঞ্জাম ছাড়াই (যেটা ইসলাম সমর্থন করে ) এত সুন্দর , এত মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা যায়
সেটা কলরবের লাইভ অনুষ্ঠান না দেখলে জানতেই পারতামনা।
এদের আছে শুধু আল্লাহর অশেষ রহমত সুমধুর কন্ঠস্বর; আল্লাহর রহমত এদের প্রতি থাকবেই না কেন? ?? এরাতো আল্লাহ আর তার রাসূলের গুনগান আর পাথেয়গুলো গানের মধ্যে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করে। - সুবহানাল্লাহ
কি নেই এদের কন্ঠে? ?? এদের কন্ঠে আছে মধুময়তা , নমনীয়তা , কোমলতা , নির্ভিকতা , সাহসিকতা, সচেতনতা ,
দেশপ্রেম , ভ্রাতৃত্ববোধ আর শব্দ খুজে পাইনা ; সবচেয়ে বড় কথা আল্লাহর রহমতের এক দৃষ্টান্তের নাম #কলরব।
তাই , মোবাইল আর কম্পিউটারের প্লে লিস্টে প্রথম ও সিংহভাগ জায়গা # কলরবকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি।
আল্লাহ পাক আমাকে , আপনাকে ,
আমাদের সবাইকে এরকম দ্বীনি সংগঠনের পৃষ্ঠপোষক হয়ে তাদের পাশে থেকে সমর্থন করে যেতে পারি ,আল্লাহ কবুল করুন-আমিন।
আমি #কলরব কন্ঠ সৈনিকদের উত্তর উত্তর
সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইসলামিক সংগীতের অন্য এক নাম "কলরব"।
কলরব শুধুই ইসলামি সংগীত গায় নাহ, তারা দেশাত্মবোধক গান ও গেয়ে থাকে।

ওদের প্রতিটা গান ই আমার ভালো লাগে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

শাহাদাত হোসেন বলেছেন: আমারও সৌভাগ্য হয়েছিলো ওদের কনসার্ট সরাসরি দেখার।আর ওদের শিশু শিল্পীদের সঙ্গীত তো অসাধারণ ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: যন্ত্রের সাহায্য ছাড়াও কন্ঠ ভাল ব্যবহার করা যায়, এবং তা ভালই লাগে।
++++

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

উল্টা দূরবীন বলেছেন: ইসলামিক সঙ্গীত সবারই ভালো লাগার কথা। তবে অতিমাত্রার বিশেষণে জিনিশ তিতা হয়ে যায়। সুমধুর সঙ্গীতের পিছনে মহৎ বানিজ্যিক কারণটাও খতিয়ে দেখবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

দ্যা ব্যাকডেটেড বলেছেন: নামই যখন উল্টা; তখন উল্টা ছাড়া সোজা জিনিস আপনার চোখে পড়বেনা এটাই স্‍বাভাবিক। আল্লাহ আপনাকে সোজা পথে নিয়ে আসুন। -আমিন

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কলরব কন্ঠ সৈনিকদের উত্তর উত্তর
সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.