নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা ব্যাকডেটেড

দ্যা ব্যাকডেটেড

আমি আমার মত। আমার আমি , সবার মাঝে সুন্দর জীবন গড়তে চাই

দ্যা ব্যাকডেটেড › বিস্তারিত পোস্টঃ

তোমার মত তুমি চলতে পারো

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ,
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
নিজের ক্ষতি নিজে করতে পারো
করবেনা কেউ মানা -
নিজের হাতেই নিজে গড়তে পারো
তোমার আপন ঠিকানা।
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো সাগরে ঝাঁপ ,
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো আগুনে ঝাঁপ
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ,
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ।
ইচ্ছে হলেই তুমি দিতে পারো
নিজেই নিজেকে ধোঁকা
নিজের ভালো যে বোঝেনা
তার চেয়ে কে আছে বোকা?
ভবঘুরে সেজে যারা ঘুরে বেড়ায়
পড়াশুনাতে যার নেই মন,
নিজের পায়ে যারা কুড়াল মারে
তুমিও হতেই পারো তাদের একজন।
কালের স্রোতে গা ভাসাতে পারো,
কালের স্রোতে গা ভাসাতে পারো
ছাড়তে পারো দ্বীনধারী।
দ্বীনের পথে যারা করে আহবান
দিতে পারো তাদের হুশিয়ারি।
এত বিষ লাগে যদি দ্বীন ইসলাম
মানতে না পারো যদি কোরআন
খোদার সৃজিত এই আকাশের নিচে
থাকিস কেন ওরে বেঈমান!!!
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
ইচ্ছে হলেই তুমি করতে পারো
পিচাশির অনুসরন
নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে
করতে পারো ওদের অনুকরন।
স্টার প্লাস কিংবা স্টার জলসা
হতে পারে তোমার প্রিয়-
অনেক বাদী নেতা হতে পারো তুমি
সাজতে পার তুমি নব রোমিও
সেকুলারিজম কিবা কমিওনিজম
হতে পারে তোমার নীতি
সেকেলে পোরোনো মনে হতে পারে
দ্বীন ইসলামের নীতি।
ওরেও অধুনা মুক্তমনা
একটু কি ভেবে দেখনা?
ধরার মাঝে তুমি পাবে কি খুঁজে
মুহাম্মদের (সাঃ) এর তুলনা।
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
ইচ্ছে হলেই তুমি করতে পারো
ইচ্ছে হলেই তুমি করতে পারো,
মিথ্যে প্রেমের অভিনয়-
নো টেনশন , ডু ফুর্তি
লাইফ মানেই বুঝি ইনজয়।
মিথ্যে প্রলোভনে কেড়ে নিতে পারো
অবলা নারীর যৌবন।
অবশেষে ব্ল্যাকমেইল করতে তারে
গোপনে করতে পারো ভিডিও ধারন,
লজ্জায় অপমানে সেই মেয়েটি
হয়তোবা দিবে আত্নহুতি।
সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার
হয়তোবা হবেনা তোমার বিচার।
শোনরে পাগল নরপশু,
শোনরে পাগল নরপশু
শোনরে বোকা শোন,
কেমন লাগতো যদি হতো সে তোমার
আদরের ছোট বোন।
তোমার বোনের সাথে এমন হলে
কেমন লাগতো তখন??
সুদ-ঘুষ যত পারো খেতে পারো
সুদ-ঘুষ যত পারো খেতে পারো
করতে পারো দুর্নীতি
দেশ ও জাতির যদি ক্ষতি ও হয়
তাতে তোমার কিছু যায় আসে কি?
হতে পারো তুমি ফের নব্য ফেরাউন
করতে পারো খোদায়ী দাবি
যা ইচ্ছে হুকুম দিতে পারো
হাতে পেয়ে ক্ষমতার চাবি।
থাকবে কদিন এই পৃথিবীর বুকে,
থাকবে কদিন এই পৃথিবীর বুকে
কদিন পাবে অবকাশ?
খুব বেশি ভালো নয় পড়ে দেখ
জালিম শাহীর ইতিহাস।
তোমার মত তুমি চলতে পারো
হতে পারো ভীষন খারাপ
যা ইচ্ছে তাই বলতে পারো
করতে পারো পাপ।
নিজের ক্ষতি নিজে করতে পারো
করবেনা কেউ মানা-
নিজের হাতেই নিজে গড়তে পারো
তোমার আপন ঠিকানা।
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো সাগরে ঝাঁপ
মুক্ত পাখির মত উড়তে পারো
দিতে পারো আগুনে ঝাঁপ,
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ।
পারবেতো দিতে প্রভুর কাছে
তব কর্মের হিসাব ???
- কলরব
বিঃ দ্রঃ লিরিক্সটি #কলরবের , আমি শুধু শুনে শুনে কম্পোজ করলাম।তাই আমার অনিচ্ছাকৃত কোনো প্রকার ত্রুটি হয়ে থাকলে কলরবের ভাইরা সহ, প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ।




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: সবাইকে অত স্বাধীনতা দেয়া ঠিক না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

দ্যা ব্যাকডেটেড বলেছেন: এরকম স্‌বাধীনতা কি সমাজে চলমান নয়?????????

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

দ্যা ব্যাকডেটেড বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

মহা সমন্বয় বলেছেন: ইচ্ছে হলেই তুমি করতে পারো,
মিথ্যে প্রেমের অভিনয়-
নো টেনশন , ডু ফুর্তি

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

দ্যা ব্যাকডেটেড বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.