![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা স্বাধীন; তবে একটু বেশিই স্বাধীন নই কি? ?
স্বাধীনতার ৪৫ বছরে -
এখানে আজ স্বাধীনভাবেই তনুদের বলাত্কার ও হত্যা করা হচ্ছে; আর অপরাধী স্বাধীনভাবেই স্বাধীনতাটাকে উপভোগ করছে।
এখানে ৯০ জনের কলিজায় লাথি মেরে ১০ জন স্বাধীনতাটাকে
দারুণভাবে উপভোগ করছে।
এখানে আজ প্রবাসী ভাইদের ঘাম ঝরানো রিজার্ভের টাকা
স্বাধীনভাবেই জুয়ার আড্ডায় (ক্যাসিনো ) চলে যাচ্ছে; আর দায়ী
সংশ্লিষ্ট সম্মানিত মানুষেরা স্বাধীনতাটাকে ভালোই উপভোগ
করছেন।
এখানে আজ স্বাধীনভাবেই ভোটগুলো চুরি/ ডাকাতি হয়ে যাচ্ছে; আর ডাকাতগুলো বুক ফুলিয়ে স্বাধীনতাররস আস্বাদন করছে।
আর বেশি কিছু বলে নিজেকে স্বাধীনতার বিরোধী শক্তিতে রূপান্তরিত করতে চাইনা।
প্রশ্ন থেকে যায় , এরকম স্বাধীনতাই কি
বীর শহীদেরা নিজেদের বিলীন করে
আমাদের জন্য ছিনিয়ে এনেছেন? ??
আর আমরা কি স্বাধীনতার যাচ্ছে তাই
ব্যবহার করছিনা? ??
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
দ্যা ব্যাকডেটেড বলেছেন: আর দুঃখ , কারো কিছু যায় আসেনা: যাবে আসবেওনা।সব কিছুই কেবল আনুষঠানিকতা..............।
২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: রাষ্ট্রীয় নীতিমালায় এবং কর্মপদ্ধতিতে গণমানুষের চিন্তা ভাবনার প্রতিফলন নেই, এজন্য এমন অবস্থা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
বিজন রয় বলেছেন: দুঃখজনক।