![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলে যাওয়ার পথে ছোট্ট ছেলেটা একটা লাল বেলুন খুঁজে পায়। ল্যাম্পপোস্টের সাথে গিট্টু মারা।খুব বেশি পরিশ্রম ছাড়াই প্যাসকেল বেলুনটা খুলে নিল।
এবং খুব শীঘ্রই আবিস্কার করল বেলুনটার নিজস্ব চেতনা এবং নিজের ইচ্ছামত চলাফেরা করার ক্ষমতা আছে!
The Red Balloon (1956) — সম্ভবত অ্যালবার্ট ল্যামোরিসের করা সেরা ফিল্ম। সহজ সরল একটা কাহিনী। কন্সেপ্টটা সুন্দর। মাথা খারাপ করা দৃশ্যায়ন, ফ্রেঞ্চ মুভির সহজাত বৈশিষ্ট্য। এবং সাউন্ডট্র্যাক — মুভির জাত চেনাতে যথেষ্ট।
Title : The Red Balloon
Original Title : Le Ballon Rouge
Release Date : 19 October, 1956
Director : Albert Lamorisse
Country /Language : France /French
IMDb : 8.2 (http://m.imdb.com/title/tt0048980/)
Rotten Tomatoes : 95%
Running Time : 34 mins
Genre : Fantasy, Short, Family
অনেকগুলো অ্যাওয়ার্ড এবং নমিনেশন পায় The Red Balloon। এটাই একমাত্র শর্ট ফিল্ম যেটা একই সাথে অস্কারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট রাইটিং (অরিজিনাল স্ক্রিনপ্লে) লরিয়েট এবং বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নমিনেটেড। কান ফিল্ম ফেস্টিভ্যালে এটা জিতে নেয় Short Film Palme d'Or (কান ফিল্ম ফেস্টে শর্ট ফিল্মকে প্রদেয় সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার)। ১৯৫৬ সালে মুভিটা প্রকাশ হওয়ার সাথে সাথে ক্রিটিকদের কাছ থেকে প্রশংসা ও পজিটিভ রিসেপশন পেতে থাকে।অসামান্য ক্লাসিক মুভিটা শিশুদেরতো বটেই একরকম সবারই প্রিয় হয়ে যায়।অস্কার পাওয়ার পর থেকে এর জনপ্রিয়তা ঈর্ষণীয়ভাবে বাড়তে থাকে।তবে পরবর্তীতে এটা দৃশ্যায়নের স্থানের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পায়।প্যারিসের Belleville এলাকায় মুভিটার সবগুলো দৃশ্য ধারণ করা হয়।পুরোনো ফ্রান্সের ছাপ ফেলে যাওয়া বেলভিলে ৬০ এর দশকের শুরুর দিকে ধ্বংসস্তূপে পরিণত হয়।আর মুভিটা বেলভিলে এলাকার কালার রেকর্ড হিসেবে গৃহীত হয়।
মুভিতে অ্যালবার্ট ল্যামোরিসের দুই সন্তান প্যাসকেল ল্যামোরিসে ও স্যাবাইন ল্যামোরিসে অভিনয় করে।কেন্দ্রীয় চরিত্রে প্যাসকেল অভিনয় করে এটা এতক্ষণে আন্দাজ করে ফেলার কথা।
মুভিতে প্যাসকেল অল্প সময়ের মধ্যে বেলুনটার সাথে বন্ধুত্ব করে ফেলে।প্যাসকেল যেখানেই যায় বেলুনটাও সাথে সাথে তাকে অনুসরণ করে।এমনকি কখনো কখনো দুষ্টুমি করতেও দেখা যায় তাদের দুজনকে।
কিন্তু পথচারীরা, বাসের সহযাত্রীরা বা অন্য কেউই ব্যাপারটা ভালোভাবে দেখল না।বেলুনের কারণে স্কুলের প্রিন্সিপালের রোষানলে পড়ে প্যাসকেলকে শাস্তি ভোগ করতে হয়।তবে বেলুনটাই আবার সে যাত্রা থেকে তাকে রক্ষা করে।প্যাসকেলের সহপাঠীরা অবশ্য বেলুনের প্রতি খুব আগ্রহী বলে মনে হলো। সবাই বেলুন ধরার জন্য প্রাণান্ত চেষ্টা করল।
সবচেয়ে বড় সমস্যা হলো বাড়িতে এসে — প্যাসকেলের মা কিছুতেই বেলুন বাড়িতে রাখতে দিলেন না।তবে এই মানিকজোড় খুব তাড়াতাড়িই সমস্যার সমাধান করে নিল।
এবার সবকিছু ঠিকঠাক থাকার কথা।
কিন্তু শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকল না।একদল উপদ্রব উপস্থিত হলো।যাদের উপস্থিতিতে চারপাশ বিষিয়ে গেল।এবং টুইস্ট অ্যান্ড টার্ন প্রকাশ না করার শর্তে আমি সিনপসিস আর এগিয়ে নিয়ে যেতে পারছি না।
দেখে ফেলা যেতে পারে মুভিটা। It deserves watching.
আরেকটু বলে রাখি,মুভির এন্ডিং সিন একেবারে মাথা খারাপ করা অনুভূতি সৃষ্টি করে।জাস্ট এই শেষ দৃশ্যের জন্য আমি মুভিটাকে আরো কয়েকটা অস্কার দিয়ে দিতাম।
কৃতজ্ঞতা : অ্যালেক্স আলীম স্যার, যার কারণে বছর দুয়েক আগে মুভিটা দেখা সম্ভব হয়, এবং আমি ঠিক করে ফেলি মুভি অ্যাডিক্ট হয়ে যাব ।
*এফবিতে মুভি অ্যান্ড সিরিজ অ্যাডিক্টেড গ্রুপে এই রিভিউটা প্রথম লিখেছিলাম।
fb তে রিভিউ লিঙ্ক : Click This Link
**Fetch me on fb : http://fb.com/MuhaiminNafis
©somewhere in net ltd.