![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিন্সেস ডায়নার মৃত্যু এবং একটা বাক্স আবিস্কার।শৈশবের স্মৃতিতে মোড়া বাক্সটা সঠিক হাতে ফিরিয়ে দিতে চায় অ্যামিলি। সেই সাথে প্রতিজ্ঞা করে যদি বৃদ্ধ বালকটি তাতে খুশি হয়, তবে অ্যামিলি তার আশেপাশের মানুষগুলোর জীবন একটু হলেও পাল্টে দেয়ার চেষ্টা করবে।
হুম, বৃদ্ধ বালকটি খুশি হয়েছিল।
Title: Amélie
Original Title: Le Fabuleux Destin d'Amélie Poulain
Release Date: 25 April,2001
Director: Jean-Pierre Jeunet
Country /Language: France,Germany /French
IMDb: 8.4 (http://www.imdb.com/title/tt0211915/)
Rotten Tomatoes: 89%
Running Time: 123 mins
Genre: Comedy,Romance
অ্যামিলি রোলটা লেখা হয়েছিল মূলত ইংলিশ অ্যাক্ট্রেস Emily Watson এর জন্য।গল্পের মূল সেটিং-ও ছিল লন্ডন। কিন্তু শেষপর্যন্ত সেটা বাতিল হয়ে যায়। Jeunet আবার নতুন করে স্ক্রীনপ্লে লেখেন, ফ্রেঞ্চ সেটিং-এ, ফ্রেঞ্চ অ্যাক্ট্রেসের জন্য।তারপরের ইতিহাসটুকু সবার জানা, পুরো পৃথিবীকে অসামান্য উপহার দিল ফ্রান্স―Amélie(2001)। রাস্তায় হেঁটে যেতে যেতে Venus Beauty Institute(1999) মুভির পোস্টারে Audrey Tautou কে দেখে ডিরেক্টর তার মুভির কাস্ট ঠিক করে ফেলেন।
এটা এখন পর্যন্ত US এ রিলিজ পাওয়া ফরাসি ভাষার হায়েস্ট গ্রসিং ফিল্ম।ক্রিটিক্যালি ইতিবাচক সাড়া পাওয়া,বিশ্বব্যাপী সমাদৃত হওয়া বা বক্স অফিসে অভাবনীয় সাফল্য একরকম প্রত্যাশিতই ছিল। Amélie পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়। ৫৬ টা জিতে নেওয়া অ্যাওয়ার্ডের মধ্যে European Film Awards (বেস্ট ফিল্ম), চারটি César Awards, দুটি BAFTA Awards অন্যতম। এছাড়া আরো ৬২ টি নমিনেশন পায় Amélie । IMDb Top 250 তে মুভিটার পজিশন 74 । সব থেকে মজার ব্যাপার হলো, কান ফিল্ম ফেস্টে সিলেক্টর Gilles Jacob মুভিটাকে "uninteresting" (!) বলে বাতিল করে দেয়। পরবর্তীতে তাকে কিরকম সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তা আন্দাজ করা যায়।
অফ টু দ্যা স্টোরি এগেইন। মেজর কোনো স্পয়লার দিচ্ছি না, তাই কাহিনী বর্ণন কিছুটা খাপছাড়া লাগতে পারে। অ্যামিলি তার প্রতিজ্ঞা রাখতে কাজে নেমে পড়ে। প্রতিবেশী শিল্পী, দ্বাররক্ষী, গ্রোসারির কর্মচারী বা পথের অন্ধ― তাদের জীবনের জটিলতাগুলো কাটিয়ে উঠতে অ্যামিলি যারপরনাই চেষ্টা করে। তার বাবার পৃথিবীব্যাপী ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল। অ্যামিলি খুব চমৎকারভাবে সেই ইচ্ছেটা উস্কে দিল। ক্যাফেতে এক সহকর্মীকে সাহায্য করে তার প্রেমের ব্যাপারে। এদিকে অ্যামিলি প্রেমে পড়ে যায় নিনো নামের একজনের, যার শখ হলো ফটোবুথের বাতিল ছেঁড়া ছবি সংগ্রহ করে জোড়া দেওয়া। নিজেকে ধরা না দিয়ে অ্যামিলি নিনোকে অনুসরণ করতে থাকে। ছেলেমানুষী লুকোচুরি খেলা।
গল্পে বাস্তবতা এড়িয়ে এস্কেপিজম অবলম্বন করা হয়েছে।অনেক দিক থেকেই মুভিটা Wong Kar-wai এর Chungking Express (1994) এর মতো।এটা দেখার সুযোগ আমার অবশ্য হয়নি।
মুভির সাউন্ডট্র্যাক নিয়ে কিছু না বললেই নয়। অ্যাকোর্ডিয়ন আর পিয়ানোর মিশেলে ট্র্যাকগুলো অসাধারণ হয়েছে। La valse d'Amélie ইনস্ট্রুমেন্টালটা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাই। মুভিতে যখন ব্যাকগ্রাউন্ডে এটা প্লে হচ্ছিল তখন অনুভূতিটা কী হয়েছিল সেটা প্রকাশ করার মতো শব্দজ্ঞান আমার কখনো হবে না। Amélie এর মিউজিক কম্পোজ করেন Yann Tiersen ।
মুভির ন্যারেটিভ স্টাইল সত্যিই অভিনব। আলাদা করে যে ভিজুয়াল ইফেক্ট দেওয়া হয়েছে তাতে একেবারে বিহ্বল হয়ে যেতে হয়। সারিয়ালিজম বা ড্রিম রিয়েলিটির সাথে এটা তুলনা করা যেতে পারে।
"প্রিয় মুভি কোনটা?"― মুভি অ্যাডিক্ট হওয়ার কারণে প্রশ্নটার শিকার হয়েছি অনেকবার। কোনোবারই উত্তর দিতে পারতাম না, কোনটা ছেড়ে কোনটা বলি ! Amélie দেখার পরে আর কোনো সমস্যা হচ্ছে না ।
পুনশ্চ : Amélie এর নামে ব্যাঙের একটা প্রজাতির নামকরণ করা হয়েছে Cochranella amelie।
©somewhere in net ltd.