নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস বিড়ালের মস্তিস্ক

শূন্য সময়

খুবই অলস...প্রচন্ড রকমের ঘুম ও বিশ্রাম প্রিয়......

শূন্য সময় › বিস্তারিত পোস্টঃ

লুতুপুতু লইট্টা

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

মীনার মাছের শেলফের মধ্যে থেকে লইট্টা গুলো রাক্ষুসে চোখে তাকায়ে ছিলো। তাদের রাক্ষুসে চেহারা দেখে আমার জিহ্বে পানি চলে আসে। এ কেমন ফেটিশ!
সাগরের এতো দূরে এতো তাজা লইট্টা কেমনে, কই থেকে আসলো! আর ওইদিকে চট্টগ্রাম গেলে আব্বু আম্মু আমাকে তাজা লইট্টার বড়া খাওয়াতে না পেরে আফসোস করে। নিজেকে কলকাতার দাদাদের মতোন মনে হলো, পদ্মার ইলিশ পাওয়ার আনন্দের কথা বলজি দাদা।

খালাকে মাছের নাম বলার সাথে সাথে নাকমুখ কুচকে ফেললো। বললাম, থাক আমি-ই রাঁধবো।

এই মাছ রান্না খুব রিস্কি। জ্যান্ত থাকলে যেমন রাক্ষুসে, মরে গেলে তেমন আদুরে তুলতুলে, মসলার আঁচ পেলেই গলে যায়। আগে কখনো রাঁধিনি। টমেটো'ও নাই বাসায়। বারান্দার টবে দু'টা আধমরা ধইন্না পাতা গাছ আছে। তা দিয়েই নেমে পরলাম মাঠে।

প্রথম ট্রায়ালেই সফলতা। বড় কোন ডীল ক্লোজ করেও এতো খুশি লাগেনা।
লইট্টা মাছকে রান্নার পরেও গোটা গোটা রাখার একটা হ্যাক পেয়েছি। শেয়ার করবোনা। কখনো 'কারো' সাথে কুক-অফ হলে রান্না করে তাক লাগিয়ে দেবো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: রান্নাটা দেখতে আসলেই মজাদার।

আমি লইট্টা শুধু শুটকি মাছ দেখেছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১

শূন্য সময় বলেছেন: লইট্টা শুটকি থেকেও তাজা বেশি মজা।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লইট্যা তরকারি থেকে শুঁটকি আমার কাছে অনেক বেশি প্রিয় !

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২

শূন্য সময় বলেছেন: তাই? তাজা লইট্ট্যার অন্যরকম একটা ব্যাপার আছে যদিও!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

শেরজা তপন বলেছেন: আমার প্রিয় অল্প পাতাকপি, কিউব আলু আর মটরশুঁটি দিয়ে লইট্যা মাছ ভুনা।
ফর্মুলা না শিখাইলে দাওয়াত দিন না রে ভাই

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩

শূন্য সময় বলেছেন: এইভাবে কখনো খাই নাই তো!
দাওয়াতের জন্য রাধতে গেলেই আমি ওভার থিংকিক করি আর মসলা এদিক সেদিক করে ফেলি। এইজন্য বন্ধুদের গালি খাই সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.