![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অঝোর ধারার বৃষ্টির মত ধুয়ে মুছে যাক বাংলাদেশের সকল সমস্যা, সকল অপশক্তি। এ দেশ হয়ে উঠুক শান্তির আধার।আমাদের দেশটাকে আসলে আমরাই অশান্তিতে ভরে রেখেছি। হিংসা ও দমন নীতি পরিহার করতে পারিনি আজো। লাভ কিছু কি হয়েছে? কিছুই হয়নি। বরং এখানে প্রদাহ নীতিটি কার্যকর হয়েছে। প্রদাহের ফলে ঝিনুকে মুক্তার সৃষ্টি হয়। প্রদাহ না হলে মুক্তার সৃজন হতো না। কথাটা বললাম এজন্য যে, যাকেই দমনের চেষ্টা হোক না কেন, লাভ নেই। কারণ, দমন নীতির কারণে সে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আর দমন না করলে সে কোন এক সময় বিলীন হয়ে যেতেও পারে। আমরা ইহুদিদের লক্ষ্য করলে বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পারব। তাদেরকে পাইকারী হারে হত্যা করা হয়েছিল। ফলশ্রুতি কি হল? আজ ইহুদিরাই বিশ্বের নিয়ন্ত্রক। বাংলাদেশেও এমনই হবে। যাদেরকে আজ দমন করা হচ্ছে, এরাই এক সময় এদেশকে নিয়ন্ত্রণ করবে। ইতিহাসের শিক্ষা এটাই। দমননীতিতে কোন সুফল নেই। সাময়িক মানসিক প্রশান্তি হয় তো হবে। কিন্তু দীর্ঘমেয়াদী অশান্তি বয়ে নিয়ে আসবে।
©somewhere in net ltd.