নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকের ইথিকস

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রকাশ্যে ধূমপান নিয়ে প্রথম আলোর মত পত্রিকাগুলো যেভাবে সরব হয়েছে লিড নিউজ করেছে। তার শতভাগের একভাগও যদি তার বদান্যতা নিয়ে করত এই সব সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানাতাম না।

থিক একইভাবে ছোট্ট দুই শিশু কামিলের ব্লাড ক্যান্সার আর লাবণীর হার্টের ভাল্বের চিকিৎসার ব্যয়ভার বহনের খবরটিও আসতে পারত পত্রিকার শিরোনাম হয়ে। হয়নি, কেন হয়নি তাও সহজেই অনুমেয়। সমাজ কল্যাণ মন্ত্রী সমাজ সেবার কথা যা একটু এসেছে তা ফেসবুকেই।

অথচ এই ধরনের মানুষেয় সমাজসেবার খবর অন্য অনেক সামর্থ্য বানদেরও সমাজসেবায় উৎসাহিত করে।
সবচেয়ে অবাক হয়েছি, যখন আজকের প্রথম আলোতে তন্ন তন্ন করে খুঁজেও এই মানুষটির মৃত্যু সংবাদটা পর্যন্ত দেখতে পেলাম না। এটা সংবাদ পত্রের কই ধরনের ইথিকস?
আর এরাই আবার সারাদিন ধরে নীতিবাক্য শোনায়!

[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

ছটিক মাহমুদ বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন আপনি বলেছেন “আজকের প্রথম আলোতে তন্ন তন্ন করে খুঁজেও এই মানুষটির মৃত্যু সংবাদটা পর্যন্ত দেখতে পেলাম না। এটা সংবাদ পত্রের কই ধরনের ইথিকস?”। কোন বিষয়ে ১০০ ভাগ নিশ্চিত না হয়ে মন্তব্য করা সাঠিক না। কারণ সকল প্রথম আলোসহ সকল মিডিয়াতেই খবরটি এসেছে। দেখুন: Click This Link এবং ডেইলি স্টারে Click This Link
একজন সমাজকল্যাণ মন্ত্রীর মূল কাজই সমাজসেবা। ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সংশোধনিঃ প্রথমত ক্ষমা চাইছি প্রথম আলোর ভেতরের পাতা গুলোর গুরুত্বহিন ছোট ছোট কলামগুলি আরো ভালো ভাবে লক্ষ করিনি বলে দ্বিতীয়ত ক্ষমা চাইছি একজন একটিং মন্ত্রির মৃত্যু সংবাদ প্রথম পাতায় না হলেও অন্তত শেষের পাতায় স্থান পাওয়ার প্রত্যাষা করে. এই খবরটির স্থান যে চার পাতার পাচ এর কলামে তা মাথায় না আসায় অারেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

ছটিক মাহমুদ বলেছেন: “একটিং মন্ত্রির মৃত্যু সংবাদ প্রথম পাতায় না হলেও অন্তত শেষের পাতায় স্থান পাওয়ার প্রত্যাষা করে”---গালিব আপনার সাথে একমত। আবারো ভুল এজন্য যে ডেইলি স্টারে কিন্তু প্রথম পাতায় এসেছে। অন্যান্য পত্রিকাতেও http://www.esamakal.net/# তাই। এভাবে ঢালাও মন্তব্য করে সকলকে এক কাতারে ফেলা কি ঠিক? ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ছটিক মাহমুদ, আমি কিন্তু একটি পত্রিকার রেফারেন্সে কথা বলেছি তার মানেটা এই নয় যে আমি সবাইকে এক কাতারে ফেলছি। সবাইকে এক কাতারে ফেললে তো কোন পত্রিকার নাম উল্লেখ করতাম না। আর আপনি বারবার ডেইলি স্টার এর কথা বলছেন আমি জানি পত্রিকা দুটি একই হাউজের। তার মানে নিশ্চয়ই এই না যে, একটি পত্রিকার ত্রুটি আরেকটি পত্রিকার ত্রুটিহীনতায় মুছে যায়, তাই না মাহমুদ ভাই।
এত কথা আসত না যদি না এটা প্রথম আলো হত। প্রথম আলো এ দেশে সংবাদ জগতে যে স্থানটি নিয়ে আছে সেখানে খুব স্বাভাবিকভাবেই তার ত্রুটিগুলি তাদের পাঠককে বিচলিত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এ জন্য আপনিও নিশ্চয়ই সমকালের মত পত্রিকাগুলোকে সাধুবাদ জানাবেন। আর তাই যদি হয় তাহলে প্রথম আলোর এই ভূলটা কেন মেনে নিবেন না ভাই?
সমকাল, যায় যায় দিন এ সব পত্রিকার প্রথম পাতায় আবার যুগান্তরের শেষের পাতায় খবরটি ঠাই পেয়েছে সেটা নিয়ে তো কিছু বলছি না। আপনাকে আরেকবার ধন্যবাদ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

ছটিক মাহমুদ বলেছেন: "সাংবাদিকের ইথিকস", "প্রথম আলোর মত পত্রিকাগুলো", "এই সব সাংবাদিকের বিরুদ্ধে" --প্রভৃতি প্রপঞ্চগুলো কোন একটা পাত্রিকা বা গোষ্ঠীকে নির্দেশ করেনা। সাংবাদিকের ইথিকস --অর্থাৎ সকল সাংবাদিক নিয়ে শিরোনাম হয়েছে।

“প্রথম আলো এ দেশে সংবাদ জগতে যে স্থানটি নিয়ে আছে সেখানে খুব স্বাভাবিকভাবেই তার ত্রুটিগুলি তাদের পাঠককে বিচলিত করে।” ধন্যবাদ গালিব আপনার এ স‍ুন্দর যুক্তির জন্য।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: খারাপ দিকগুলোই তুলে ধরে পত্রিকাগুলো, ভালোগুলো তোলে ধরেনা । কারণ, খারাপ বিষয়গুলোর কাটতি বেশি । অনলাইন পোর্টালগুলোতে তো চটি জাতীয় খবরই বেশি ছাপা হয় ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অনলাইন পত্রিকাগুলোর বিজ্ঞাপনের বিষয় দেখলে সত্যি লজ্জা পেতে হয়। এরাও সাংবাদিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.