নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
মুর্হুমুহু শ্লোগানে প্রকম্পিত চারিদিক
এক দফা এক দাবী
মানতে হবে মেনে নাও।
সংস্কার চাই-সংস্কার চাই।
কারো মাথায় পট্টি বাধা
কারো পাঞ্জাবি ঘামে লেপটে আছে শরীরে
কারো বা ছেড়া হাতা, ময়লা পোশাক
আলাদা প্রত্যেকে পোশাক-চেহারা-শরীরের গঠনে।
আলাদা বয়স সবার। কেউ টগবগে তরুণ,
কেউবা মাত্র কৈশোর পেরুনো দুরন্ত, আবার কেউ শ্বেতশুভ্র শ্মশ্রু মণ্ডিত।
প্রত্যেকের চোখে আগুন, শ্লোগান দীপ্ত শপথে তাদের, ঘুম ভেঙ্গে দেখছে রাতের আকাশ
আবার উত্তাল শাহবাগ।
কি দাবী নিয়ে এসেছে এরা?
শাহবাগের চেনা এই মুখগুলো
মোহগ্রস্ত নয় কিংবা কারো বশংবদ।
এরা মুক্তি চাইতে আসে,
ন্যায় বিচার চাইতে আসে। এরা ভেঙ্গে ফেলতে আসে গতানুগতিক ধারা।
মুক্তির মন্ত্রে দীক্ষিত এরা নতুন প্রজন্মের সেনা।
এরা এসেছিল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবী নিয়ে,
এসেছিল ছাত্র রাজনীতির মুক্তির দাবী নিয়ে।
আবার এসেছে বঞ্চনা মুক্তির দাবী নিয়ে।
বঞ্চিতের সহায় এরা জানতে চায়...
এত অসঙ্গতি কেন এখানে?
কেন এত দাবী ওঠে শাহবাগে?
কেন শাসকের এক চোখা নীতি, অতিষ্ঠ প্রজন্ম?
নির্লজ্জ আপোষে আপনার ভুল স্বীকার কেন অবিবেচকের?
অতন্দ্র প্রহরী এই সেনা দল শাহবাগ ঘিরে বোনে নতুন স্বপ্নের জাল।
বার বার ফিরে যায়, আসবে বলে আবার।
প্রতিশ্রুতি দেয় নতুন শ্লোগানে আবার প্রকম্পিত হবে শাহবাগ।
একদিন মুছে দেবে বৈষম্য-বিভেদ ঐ মুষ্টিবদ্ধ হাত। জেগে থাক শাহবাগ।
==========================
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শাহবাগ এবারও জয়ী হয়েছে এটাই বড় কথা! শাহবাগের জয় হোক। অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১
আবু আফিয়া বলেছেন: কবিতার লাইনগুলো বেশ ভাল হয়েছে, আসলে ভাল লেগেছে
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ আবু আফীয়া, শাহবাগের জয় হোক। অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫
তারেক ফাহিম বলেছেন: দেশ পুণরায় স্বাধীন করতে কার সাথে যুদ্ধ করতে হবে?
পুণরায় দেশ স্বাধীন করে যুদ্ধে অংশগ্রহণ করে কোটাভুক্ত হতে চাই
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শাহবাগ এবারও জয়ী হয়েছে এটাই বড় কথা! শাহবাগের জয় হোক। অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এসব দাবি করলেই রাজাকার! সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে!!
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শাহবাগ এবারও জয়ী হয়েছে এটাই বড় কথা!
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪
Sujon Mahmud বলেছেন: আরো একবার দেশ স্বাধীন করতে হবে
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।
"সংস্কার চাই, দিতে হবে
কোটা রাজনীতি বন্ধ করতে হবে।
এটা চরম বৈষম্যমূলক। একটি
স্বাধীন দেশে সবার সমান সুযোগ
নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শাহবাগ এবারও জয়ী হয়েছে এটাই বড় কথা!
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোটা নিয়ে কিছু বললেই তো রাজাকার ট্যাগ দিচ্ছে!
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এবার তারা কী বলবেন? শাহবাগ এবারও জয়ী হয়েছে এটাই বড় কথা! শাহবাগের জয় হোক। অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
৮| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: শাহবাগ জেগে জেগে মার খাক।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শাহবাগ এবারও জয়ী হয়েছে !! রাজীব। শাহবাগের জয় হোক। অতন্দ্র প্রহরীর মত শাহবাগ জেগে থাক।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
চোরাবালি- বলেছেন: কোটা ধারীদের পাশ মার্ক ৫০
মেধাবীদের ৮০।
দারুন আমাদের সমাজ ব্যবস্থা।
যত ইচ্ছে মুক্তিযোদ্ধা ও তার বংশানুক্রমে সকলকে ভাতা দিক। কোটা প্রথার অবসান চাই।
মুক্তিযোদ্ধারা দেশের স্বার্থে যুদ্ধ করেছিল নিজেদের আখেরের জন্য না। অবশ্যই মুক্তিযোদ্ধারা কোটার বিপক্ষে থাকবে যদি তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়ে থাকে।