নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

নিভে যাচ্ছে আমাদের বাতিঘরগুলো!

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫


করোনার ক্ষত বহুমুখী। অর্থ-শিক্ষা-স্বাস্থ্য সকল ক্ষেত্রেই করোনা বিশ্ব ব্যাপী যে ক্ষত সৃষ্টি করে চলেছে তার পুনরুদ্ধার করতে এ বিশ্বের অনেক সময় লেগে যাবে। তবু হয়ত এক সময় বিশ্ববাসী এ ক্ষতি সামলে উঠতে সক্ষম হবে। কিন্তু করোনা সবথেকে বড় যে ক্ষতিটা করে যাচ্ছে তাঁর পুনরুদ্ধার কখনোই সম্ভব হবে না।
সারা বিশ্ব এই সময়ে হারিয়েছে অগুনতি গুণীজন। যারা প্রত্যেকেই ছিলেন স্ব স্ব ভু খন্ডের এক একজন আলোক বর্তিকা সরূপ। যাদের কোন প্রতিস্থাপন কোনদিনই সম্ভব হবে না। আমরা যদি একটু লক্ষ করি তাহলে দেখব। যাদেরকে আদর্শ ধরে আমরা বাঁচতে চাই। যাদেরকে অনুপ্রেরণার প্রতিমূর্তি হিসেবে দার করিয়ে আমরা সামনে এগোই। প্রকৃত পক্ষে তাঁরা সকলেই গত। কেউ হাজার হাজার বছর আগে কেউ বা শত শত বছর আগে এই নশ্বর পৃথিবী থেকে চলে গেছেন। ক্ষনজন্মা সেই মানুষগুলি চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন আদর্শ, অনুপ্রেরণা। রেখে গেছেন দিক নির্দেশনা। সমসাময়িক বিশ্বে তাদের সমকক্ষ একজন মানুষও খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয় তাদের কর্মের ব্যাখ্যা প্রদানকারীর সংখ্যাও এখনকার সময়ে নেহায়েতই নগণ্য।

সমসাময়িক বিশ্বে পূর্বেকার সেই সব আদর্শবানদের যারা ধারণ করার চেষ্টা করেন। যারা তাদের মহৎ কর্ম যজ্ঞকে আমাদের সামনে তুলে ধরে পথ দেখানোর চেষ্টা করেন। এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রজন্মের পর প্রজন্মকে। আমরা তাদেরকে তুলনা করি বাতিঘরের সাথে।
সত্যিই তো, তাঁরা একেকজন গভীর অন্ধকারে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে থাকেন বিভ্রান্ত জাতীকে দিকনির্দেশনা দানের জন্য। বাংলাদেশে এই মহান দায়িত্বটি স্বাধীনতার পূর্ব থেকেই যে কয়েকজন প্রথিতযশা বুদ্ধিজীবীরা দিনের পর দিন ধরে করে আসছিলেন এই করোনা কালীন সময়ে আমরা তাদের অনেক কজনকে হারিয়ে ফেলেছি। নিভে যাচ্ছে একের পর এক আমাদের সেই বাতিঘরগুলো! এটাই অমোঘ নিয়ম। সকলকেই এক সময় চলে যেতে হয়। কিন্তু সমস্যাটা হল যখন খুব অল্প সময়ের মধ্যে অনেকজন চলে যান তখন এক বিশাল শুন্যতার সৃষ্টি হয় যা এক একটা জাতিকে গভির অন্ধকারে নিমিজ্জিত করে। যেমনটা স্বাধিনতা্র ক্ষনপূর্বে বুদ্ধিজীবি নিধনের মাধ্যমে একবার ঘটানো হয়েছিল। যার কুফল এ জাতি আজো ভোগ করে চলেছে। এই করোনা যেন আরেকবার সেই অভিশাপ হয়ে আমাদের কাছে এল!

কিন্তু এখানে তো আমাদের কিছু করার নেই আমরা পারি তাদের রুহের মাগফিরাত কামনা করতে। আর মহান রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করতে তিনি যেন আমাদের আর অন্ধকারে ডুবিয়ে না দেন। ভাল থাকুক আমাদের আলোকিত গুণীজনেরা। সচল থাকুক জাতীর বিবেক বলে পরিচিত আমাদের বাতিঘরগুলো।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের এই বাতিঘরগুলো শেখ হাসিনার সরকারকে টিকা কিনতে চাপ দিয়েছিলেন?
এঁরা টিকা কেনার ব্যাপারে জাতিকে কোনভাবে সতর্ক করেছিলেন, টিকা কেনা নিয়ে এঁরা কোথায়ও লিখেছিলেন?

২| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


এঁরা টিকার অভাবে প্রাণ হারায়েছেন, এখন আপনি দোয়া করেন যেন, মৃত্যুর পর ভালো থাকতে পারেন কমপক্ষে।

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপনার সাথে মির্জা সাহেবের অদ্ভুত মিল ভাই!

৩| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

কামাল১৮ বলেছেন: প্রকৃতির নিয়মেই তারা এসেছে,প্রকৃতির নিয়মেই তারা চলে গেছে।সমাজের অনেক বিষয়ে তাদের অবদান অবশ্যই আছে কিন্তু এই চলে যাওয়া বিলম্বিত করার জন্য টিকার প্রয়োজন ছিলো,সেখানে তাদের অবদান আমরা দেখি নাই।

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: একবার বলছেন প্রকৃতির নিয়মেই তারা এসেছে,প্রকৃতির নিয়মেই তারা চলে গেছেন আবার বলছেন, এই চলে যাওয়া বিলম্বিত করার জন্য টিকার প্রয়োজন ছিলো। কথাটা পরস্পরবিরোধী হয়ে গেল না?

৪| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপনার সাথে মির্জা সাহেবের অদ্ভুত মিল ভাই!

-মির্জা সাহেব আপনার থেকে ভালো পজিশনে আছেন; আপনার সাথে আমার মিল থাকলে, সেটাই আমার জন্য দুর্ভাগ্যের বিষয় হবে।

২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপনাকে তো উপরেই রাখলাম(!)

৫| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: মানুষ তার প্রচেষ্টা দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রন করে।মানুষের প্রচেষ্টা না থাকলে প্রকৃতি তার কাজ করবেই এখানে পরস্পরবিরোধী বক্তব্য কোথায় দেখলেন।

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: না ভাই প্রকৃতিকে নিয়ন্ত্রন করা যায় না। নিজেদের ক্ষতি কমানোর চেষ্টা করা যায় মাত্র। আর মৃত্যু, তা তো ঠেকানোর প্রশ্নই ওঠে না। সে কারনেই পরস্পরবিরোধী বক্তব্য বলেছি।

৬| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:১৯

বিটপি বলেছেন: এরা তো সবাই বুড়ো হয়ে গেছিলেন, আর কত বাঁচবেন? দুনিয়া খালি করা দরকার। আরো যেসব বুড়ো মানুষ অপরের বোঝা হয়ে বেঁচে আছেন, তারা যেন দ্রুত মরে যায় - সেই কামনা করি।

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিটপি, বুড়োরা বুঝি বোঝা? আমি তো জানতাম ছাতা।

৭| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনায় বাতিগুলি নিভেছে তাড়াতাড়ি। তাই নতুন বাতি খুঁজতে হবে।

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বাতি তাঁর স্বকিয়তায় নিজেই প্রতিভাত হয়।

৮| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:২৭

রেজাউল করিম ফকির বলেছেন: বাতিঘরগুলো থেকে দু'জন আছেন, যারা জাতীয় অধ্যাপক সম্মানে ভূষিত হয়েছিলেন। কিন্তু একজন জাতীয় অধ্যাপক হতে হলে তাঁকে প্রথমত ভালো অধ্যাপক হতে হয়। ভালো অধ্যাপকের সূচক হলো বিশ্বমানের গবেষণা। কিন্তু তাঁদের কারো ভালো মানের ছিলো না।

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: জাতি গঠনে কম বেশি ভুমিকা সকলেরই থাকে আদর্শিক ভিন্নতার কারনে আমরা তা স্বিকার করতে চাই না।

৯| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯

শেরজা তপন বলেছেন: প্রত্যেকের বিদেহী আত্মার শান্তি কামনা করছি- দেশ গঠনের পেছনে এদের সবারই নুন্যতম অবদান আছে

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: একদমই তাই, দেশ গঠনের পেছনে এদের সবারই কম বেশী অবদান আছে

১০| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

কামাল১৮ বলেছেন: আমি মৃত্যু ঠেকানোর কথা বলিনাই,বলেছি বিলম্বিত করার কথা।

১১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: মৃত্যু ঠেকানো যায় না। তবে টিকা পেলে মৃত্যুর সংখ্যা কমে যেত।

১২| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এঁদেরকে ধারণ করার মতো যোগ্যতা এ জাতির কখনো ছিল না।

১৩| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: প্রয়াত সকলের মাগফিরাত কামনা করছি। নতুন বাতিঘরের সন্ধান করা হউক, রাষ্ট্র তাদেরকে লালন করুক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.