নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তছলিম উদ্দিন

আমি তছলিম উদ্দিন। আমি ভালবাসি আমার দেশকে। লেখালেখি, পড়াশুনা, ঘুরে বেড়ানো আমার শখ।

তছলিম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সরকারি কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবীতে আবারও আন্দোলনে যাচ্ছে পলিটেকনিক শিক্ষকেরা

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

গত 8 জানুয়ারি’12 ও 16 এপ্রিল’12 বিপর্যস্থ পলিটেকনিক রক্ষার্থে 8 দফা দাবী আদায়ের লক্ষ্যে যথাক্রমে আন্দোলনের প্রাথমিক ও ২য় পর্যায়ের কর্মসূচী ঘোষণা করা হয়। 1বছর আন্দোলনের বিভিন্ন কর্মসূচী পালন করার পরও অদ্যবধি ৮দফা দাবী বাস্তবায়নের তেমন কোন অগ্রগতি সাধিত হয়নি।



পলিটেকনিক শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে গত 27/05/12 তারিখ 8দফা দাবী পর্যালোচনান্তে সরকারের নিকট সুপারিশ উপস্থাপনের লক্ষ্যে অতিরিক্ত শিক্ষা সচিব (উন্নয়ন) জনাব্ ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠন করা হয়। কমিটি গঠন হবার পর গত 29/5/12 তারিখ অতিরিক্ত শিক্ষা সচিব (প্রশাসন) জনাব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ নের্তৃবৃন্দের সাথে একটি য়ৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে আন্দোলনের কর্মসূচী 1 মাসের জন্য স্থগিত রাখা ও 2/6/12 তারিখ থেকে ঘোষিত কর্মবিরতিতে না যাবার অনুরোধ করা হলে পলিটেকনিক শিক্ষার স্বার্থে তা মেনে নেওয়া হয়।



8 দফা দাবী পর্যালোচনান্তে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি প্রায় ২ মাস ধরে একাধিকবার সভা/আলোচনান্তে দফাওয়ারী সুপারিশ প্রণয়ন করে গত 5/7/2012 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। কিন্তু অদ্যবধি উক্ত সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।

গত 7-8 নভেম্বর’10 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী পলিটেকনিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের মযাদা বৃদ্ধির জন্য জুনিয়র লেকচারার-লেকচারার-প্রফেসর প্যার্টানের চাকুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আইইবি’র 52তম কনভেনশন এবং গত 14 জুলা্ই’12 আ্ইডিইবি’র ও 24 জুলা্ই’11 আইইবি’র নবনির্বাচিত কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতকার অনুষ্ঠানেও জুনিয়র লেকচারার-লেকচারার-প্রফেসর প্যার্টানের চাকুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।এ বিষয়টি আ্ইডিইবি মাননীয় প্রধানমন্ত্রীকে পত্র দিয়ে সমাধানের অনুরোধ করলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিবকে চিঠি দিয়ে বাস্তবায়নের জন্য বলা হয়। (প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা 03.001.000.00.00.01.2012-218, তারিখ : 19/04/2012)



পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার এ্ই ক্রান্তিকালে শিক্ষকেরা আর চুপ করে বসে থাকতে পারে না।

সরকারি কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবীতে আন্দোলনের নতুন কর্মসূচী অনুযায়ী 5 থেকে 10 জানুয়ারি’2013 পূর্ণ দিবস কর্মবিরতি দেশের সকল সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে।



এরপরও যদি সরকারি কমিটির সুপারিশ বাস্তবায়িত না হয় তবে ২৬ জানুয়ারি’২০১৩ থেকে অবিরাম কর্মবিরতি পালন করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.