![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য় পর্ব পরিপূরক পরীক্ষায় শূন্য নম্বর পাওয়া শিক্ষার্থীদের পাশের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কতিপয় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর ও শিক্ষকদের উপর হামলা চালায়। হামলায় 3জন শিক্ষক গুরুতর আহত হন। আহত শিক্ষকেরা হলেন মোঃ সিদ্দিকুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর, মেকানিক্যাল, মোক্তার আহম্মেদ, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স, মোঃ ছাইফুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, সিভিল। ২য় পর্ব পরিপূরক পরীক্ষায় সিভিল টেকনোলজির ২ জন ফেল করা শিক্ষার্থীর পাশের দাবিতে এ্ই দিন কতিপয় শিক্ষার্থীরা শিক্ষকদের উপর হামলা চালায়। উক্ত ২জন শিক্ষার্থী ১২০ নম্বরের পরীক্ষায় যথাক্রমে ০ ও ৪ নম্বর পায়। শিক্ষার্থীদের ব্যাপক ভাংচুরের এক পর্যায়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রতিরোধ করতে গেলে তারা শিক্ষকদের উপর চড়া হয় এবং ইট পাটকেল মারতে থাকে
উদ্ভূত পরিস্থিতিতে ইনস্টিটিউট কর্তৃপক্ষ জরুরী বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ৭/১/২০১৩ ইং তারিখ সকাল ৮ টার মধ্যে ইনস্টিটিউটের সকল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের ছাত্রাবাস/ছাত্রীনিবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
সুখী চোর বলেছেন: স্যার পাস করায়া দেন, ফাও গ্যাঞ্জাম কইরা কি লাভ..!!! যে হারে জে এস সি, এস এস সি, এইচ এস সি এ+ পাইতাছে ...!!! তাতে বুঝা্ যাইতাছে দেশের শিক্ষা ব্যবস্থার কি হাল..... আপনারা পাশ করায়া দেন, আপনাগো রেজাল্ট দেইখা ও মাননীয়া প্রধানমন্ত্রী খুশী হইবো