![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা আকাশ চেয়েছিল , পেজা
তুলোর মতো তুলতুলে সাদা মেঘ সহ
নীল একটা আকাশ । মেয়েটা আকাশ
পেয়েছিল তবে আকাশে সাদা
মেঘেরা খুশি মনে ঘুরে বেড়াতো
না বরং সেখানে ছিল আকাশজোড়া
ঘন কালো মেঘ ।
মেয়েটা পাখি হতে চেয়েছিল ,
মুক্ত আর স্বাধীন । হুম মেয়েটার
পাখা ছিল কিন্তু সে তা লুকিয়ে
রাখতে বাধ্য ।
মেয়েটা বৃষ্টি চেয়েছিল , ঝুম
বৃষ্টি …
বৃষ্টি তো ছিলই তবে সেখানে
ভেজাটা আর হয়ে ওঠেনি ।
মেয়েটা একটা কাঁধ চেয়েছিল ,
নির্ভর করার মতো একটা কাঁধ
যেখানে মন খারাপের মুহুর্তে
নির্দ্বিধায় মাথা রাখা যাবে ,
কি জানি আশাটা হয়তো একটু বেশিই
ছিল , বিশ্বাসটাও ভেঙে ছিল খুব
সহজেই
২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:১৪
আরণ্যক রাখাল বলেছেন: মেয়েটার আর দুঃখ বেশি দিন থাকছে না| কারণ ওর লাইফে এন্ট্রি নিচ্ছি| পাগলু থোরাছা কারলে রোম্যান্স
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ রাত ৯:৩৩
শাহেদ সাইদ বলেছেন: ভালো লাগলো