নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাপেরও কষ্ট আছে; নষ্ট হাতে পিষ্ঠ হতে- নোনা জলে

তরুন

তরুন › বিস্তারিত পোস্টঃ

রুডইয়ার্ড কিপলিং- এর একটি কবিতার অনুবাদ

১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৫

যদি তুমি নিজের মাথা ঠান্ডা রাখতে পার যখন তোমার

কারণে অন্যেদের ক্ষতিবৃদ্ধি হতে থাকে আর তোমাকেই দোষারোপ করা হতে থাকে

যদি তুমি নিজের উপর বিশ্বাস অটুট রাখতে পার যখন সকলেই তোমাকে সন্দেহ করে

আর তুমি তাদের সন্দেহবাতিককে গ্রহণ কর



যদি তুমি অপেক্ষা করতে পার আর অপেক্ষিত হতে হতে ক্লান্ত না হও

কিম্বা, মাটির সাথে মিশে যেতে যেতেও মিথ্যার আশ্রয় না নাও,

কিম্বা, ঘৃণিত হওয়াতেও যদি ঘৃণার পথ বেছে না নাও

তারপরও সাধুর বেশ ধারণ না কর, কিম্বা বিজ্ঞের মত বক্তব্য না দাও,



যদি তুমি স্বপ্ন দেখতে পারো কিন্ত স্বপ্ন তোমাকে না পেয়ে বসে

যদি তুমি চিন্তা করে থাকতে পার কিন্ত চিন্তা করাই তোমার লক্ষ্য না হয়

যদি তুমি বিজয় ও ধ্বংসকে মোকাবেলা করতে পার

আর এ দুই বিপরীতকে একই মত গ্রহণ করতে পার,



যদি তুমি যে সত্য উচ্চারণ করেছিলে তা শুনতে পাও বিকৃতভাবে

যেভাবে কোনো সুযোগসন্ধানীর ফাঁদে পড়ে বোকার দল,

অথবা যাকিছু অঞ্জলী তুমি দান করেছিলে এ জীবনে তা যদি দেখতে পাও ভেঙ্গে গেছে সব

আর সেগুলিকে আবার তুলতে ও গড়ে নিতে পার বহুব্যবহৃত তোমার নিজস্ব হাতিয়ার দিয়ে,



যদি তুমি বাজী ধরতে রাজী থাক শুধুমাত্র একটি দানে

তোমার সমস্ত সঞ্চয়,

আর সব হারিয়ে শুরু থেকে আবার আরম্ভ করতে হয়

এবং তবুও তুমি হয়ে যাওয়া ক্ষতি নিয়ে একটিও দীর্ঘশ্বাস না ফেল,



যদি তোমার হৃদয়, তন্ত্রী আর কর্তব্যবোধ তোমাকে

বাধ্য করে নিজের কাজ চালিয়েই যেতে যখন অন্যেরা গেছে বিশ্রামে

আর তাই তুমি চালিয়েই যাও যখন তোমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই

শুধু “চালিয়ে যাও” এ ইচ্ছাশক্তির জোরটুকু ছাড়া,



যদি তুমি জনতার মাঝে কথা বল তবু নিজের সততা থাকে অটুট

কিম্বা রাজার সঙ্গ পেয়েও তুমি সাধারণত্ব হারাও না,

যদি শত্রু কিম্বা প্রাণের বন্ধু কেউই তোমাকে আহত না করতে পারে,

যদি সব লোকই তোমায় গণ্য করে কিন্তু খুব বাড়াবাড়িতে নয়;



যদি তুমি অকরুণ সময় তোমার তুলনায় নিতে পার

দূর যাত্রার মানদন্ডে যাটটি সেকেন্ড সময়ের মত

এ পৃথিবী তোমারই বৎস, আর এর মাঝে যা সবকিছু আছে;

তারচে বড়, তুমিই হলে মানব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪১

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল

১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৮

তরুন বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৫

পরট্যাবল বলেছেন: যারা পহেলা বৈশাখ পালন করলো তাদের জীবনের সব নেক আমল বরবাদ হয়ে গেছে!!

৩| ১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫১

এ.এ.এম বিপ্লব বলেছেন: কবিতাটি সরাসরি প্রিয়তে নিলাম । আসলেই অসাধারন অনুপ্রেরনা জাগানো কবিতা । আমি এই কবিকে চিনতাম না । এই প্রথম পড়লাম । ভালো লেগে গেছে । আপনার কাছে যদি আর কোন অনুবাদ থাকে তবে তা পোষ্টানোর অনুরোধ রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.