নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে অনেক কঠিন কাজের মধ্যে একটা বিশেষ ধরনের কঠিন কাজ হল, \"সাধারণ মানুষ হওয়া\"। এই সাধারণ মানুষ হওয়া মানে অতি সাধারণ জীবন- যাপন করা। অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ আর হয়ে উঠতে পারছিনা |

তৌফিকুর রহমান বিডি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

তৌফিকুর রহমান বিডি › বিস্তারিত পোস্টঃ

নারী

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

॥নারী সকল ধংসের মূল॥ এমন কথা আমি
অনেকবার অনেকের মুখে শুনেছি । কিন্তু এটাও
শুনেছি কোন এক মহাপুরূষ বলেছেন যে সকল
মানুষের উন্নতির পেছনে একজন নারীর হাত
রয়েছে । হতে পারে সে নারী কোন মা, বোন,
প্রেমিকা যে কেউ। আমি দুই মতবাদকেই মিথ্যা
বলব না, আবার সত্যও বলব না । কেননা যখন
কোন মায়ের দেওয়া শিক্ষাতে কোন মানুষ
উন্নতি করে তখন সে মা একজন নারী হয় এবং
মানুষের মুখে থাকে তার জয় জয়কার ধ্বণি ।
আবার যখন কোন ছেলে ছলনাময়ি নারীর মোহে
নিজের জীবন নষ্ট করে তখন সেও নারী হয়, এবং
তখন আবার সেই মানুষেরাই নারীর বদনাম করে ।
অর্থাৎ মানুষ নারীকে যে ভাবে জীবনে স্থান দিবে
নারী সেই রূপ ধারণ করবে । এরপরও যদি বলেন
নারী সকল নষ্টের মূল । তাহলে বলব সব কাজে
নারীকে ডাকার দরকার বা কি ? না ডাকলেই পারেন
। আমি যে আমার লিখায় পুরুষকে দোষারোপ
করছি তা না , আমি অনেক মহিলাকেও দেখেছি
নারী হয়েই নারীকে সকল নষ্টের মূল বলে,
নারীর এই আবস্থার জন্য নারীরাও অনেকটা দায়ী
। সুতরাং আমার এই লিখা সমাজের সেই
সকল হীন মন মানসিকতা সম্পন্ন মানুষের
বিরুদ্ধে যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলে
। সবশেষে বলতে চাই অন্যকে দোষারোপ করার
আগে নিজের মনকে বদলান । সবকিছু আপনা
আপনি বদলাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.