নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে অনেক কঠিন কাজের মধ্যে একটা বিশেষ ধরনের কঠিন কাজ হল, \"সাধারণ মানুষ হওয়া\"। এই সাধারণ মানুষ হওয়া মানে অতি সাধারণ জীবন- যাপন করা। অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ আর হয়ে উঠতে পারছিনা |

তৌফিকুর রহমান বিডি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

তৌফিকুর রহমান বিডি › বিস্তারিত পোস্টঃ

SORRY

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

কলেজে ঢুকতেই নিলয়ের সাথে দেখা হল মেঘার ।
কেমন একটা অসহ্য লাগছে ওর । হ্যা মেঘা জানে
নিলয় খুব ভালবাসে ওকে । কিন্তু এই মিথ্যা
ছলনার আশ্রয় নিয়েও নিজের বুকের ভেতর জমে
থাকা কষ্ট থেকে মুক্তি পাচ্ছে না মেঘা ।
হঠাত্ নিলয় কথা বলে উঠল,
মেঘা
_হুম বল
তোমার কি মন খারাপ ???
_কই নাতো
হুম হবেও বা কেন আমি যে আছি পাশে একদম
তোমার কাছে,চল আজ কোথাও ঘুরতে যাই ।
_না আসলে শরীর টা ভাল নেই, বাসায় যাব ।
কথা গুলো বলে নিলয়ের উত্তরের অপেক্ষা না
করেই বাড়ি চলে আসে মেঘা । খুব অসহ্য লাগছিল
ওর কথা গুলো । কিন্তু নিলয়ের কোন দোষ নেই
। নিলয় জানে মেঘাও ওকে একি ভাবে ভালবাসে ।
যদি নিলয় কখনো জানতে পারে এই সব কিছুই
ছিল মেঘার ছলনা, তখন সে কি করবে? ঘৃনা
করবে? ছেড়ে চলে যাবে? যাক চলে যাক। এখন
আর হারানো কে ভয় পায় না মেঘা যাকে
ভালবেসেছিল তাকেই ধরে রাখতে পারেনি আর
যাকে কখনো ভালবাসেনি, জায়গাই দিতে পারে নি
মনের কোনো জায়গায়,তাকে আটকে রাখবে
কিভাবে? হঠাত্ ফোন টা বেজে উঠল, চমকে উঠে
ফোনের দিকে তাকাল মেঘা । নিলয়ের ফোন ।
কিন্তু ফোনটা রিসিভ করল না । প্রায়ি এমন করে
মেঘা, সব সময় এড়িয়ে চলতে চায়, একদম কথা
বলতে চায় না ওর সাথে কিন্তু নিলয়টাও অনেক
বোকা কিছু বুঝতেই পারেনা ।
আজ কেন জানি সেই দিনটার কথা বার বার মনে
হচ্ছিল মেঘার, যে দিনকে জীবনের সবচেয়ে খুশির
দিন হিসাবে মনে রাখতে চেয়েছিল মেঘা । কলেজে
প্রথম দিন থেকেই খেয়াল করেছিল মেঘা ছেলেটা
শুধু ওর দিকেই চেয়ে থাকে । যেন চোখের
ইশারাতেই বলতে চায় অনেক কথা । কিন্তু কাছে
এসে আবার ফিরে যায় । সকলের অগোচরেই
ছেলেটার সাথে কেমন একটা সম্পর্ক হয়ে ওঠে
মেঘার । কিন্তু কখনও কথাই হয়নি ওদের । কিন্তু
ছেলেটি বার বার যেন কাছে আসতে চায় বলতে চায়
অনেক কথা । কিন্তু পারে না । হঠাত্ একদিন কথা
হয় ওদের । ওর নাম আদনান । কিন্তু ও যে
এভাবে মেঘাকে ছেরে যাবে কখনও ভাবেনি মেঘা ।
মূলত এই কষ্ট টাকে ভোলার জন্যই নিলয়ের
সাথে এই ছলনার কথাটি খেলছে মেঘা । এই জন্য
নিজেকে খুব ছোট মনে হচ্ছে ওর । না আর ভাবতে
পারছে না মেঘা । আর ভাবতেও চায় না ও । সব
ছেরে এখন নিলয়ের কাছে ধরা দিবে ও । যে শুধু
মেঘাকেই ভালবাসে । কিন্তু মন যে মানতে চায় না
। হঠাত্ আবার ফোন আসে , নিলয়েরই ফোন ,
এবার ফোনটা রিসিভ করল মেঘা ।
_হ্যালো
এতক্ষন ফোনটা ধারছিলে না কেন ??
_এমনি, আচ্ছা কাল একটু সময় দিতে পারবা??
আমার সব সময় তো তোমারি, এটা আবার বলতে
হয় ।
_আচ্ছা কাল কথা বলি ।
কথাটা বলে ফোনটা কেটা দেয় মেঘা । কাল সব
কথা বলে দিবে মেঘা নিজের কথা , নিজের
অতীতের কথা সব । এসব ভাবতে ভাবতেই কখন
যেন ঘুমিয়ে পড়ে মেঘা ।
কলেজের গেটা থেকেই খুব ভয় হচ্ছিলো মেঘার ,
যদি সব জানার পর নিলয় ওকে ঘৃণা করে, ছেরে
চলে যায় ওকে ।
হঠাত্ করেই ১ টা পরিচিত আওয়াজ মেঘা বলে
ডেকে উঠে,যেই আওয়াজ টা শোনার জন্য এত
দিন ব্যাকুল হয়ে ছিল মেঘা। পিছন ফিরতেই
অনেক টা কাছে চলে এল আদনান, চোখে সেই
মায়াবি চাহনি, আদনান আবার হাত টা বাড়াচ্ছে
মেঘার দিকে,কেন জানি সকল রাগ, অভিমান মুছে
যাচ্ছে। নিজের অজান্তেই হাত টি বাড়িয়ে
দিল,মেঘা। আর নিলয়? সেও একটা উপহার
পেয়েছিল সেদিন,ছোট্ট একটা শবদ "SORRY"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.