![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
রাত হলেই শহরের ওলিতে গলিতে এক ধরনের
মেয়ের আওয়াজ শোনা যায় "সাহেব যাবেন মাত্র
২০০ টাকা হলেই হবে " । হ্যা আমি তাদের কথাই
বলছি যাদেরকে আমাদের সমাজ পতিতা বলে
আখ্যায়িত করে থাকে । উচ্চ সমাজের ভাষায়
বলতে গেলে কল গার্ল (call girl) ।হ্যা এদের
ভাড়ায় পাওয়া যায় , খেলা করা যায় এদের শরীর
নিয়ে , মেতে উঠা যায় অশ্লিল খেলায় । কিন্তু
যেই মেয়েটি পতিতা হিসাবে আপনার সাথে থাকে
তার শরীর টাই শুধু আপনার সাথে থাকে । ২০০
টাকার বিনিময়ে আপনি মেয়েটার শরীরটাই শুধু
কিনতে পারেন মনটা নয় । কখনও ভেবে দেখেছেন
কি পতিতা হিসেবে যে মেয়ে আপনার সাথে থাকে
তার পতিতা হওয়ার পেছনে একটি ইতিহাস রয়েছে
। একটি পতিতা কিন্তু জন্ম সূত্রে পতিতা নয় ।
সেই মেয়েটিও একদিন সাধারন নারী হতেই বেড়ে
উঠছিল , তারও কিছু আশা ছিল, ছিল কিছু সপ্ন
কিন্ত সমাজের কিছু নষ্ট পরিবেশ তাকে বাধ্য
করেছে । মেয়েটির পতিতা হওয়ার সময় তার
কোমরে হাত রাখা মানুষ হয়ত অনেক পেয়েছে
কিন্তু মাথায় হাত রাখা একটিও মানুষ পায়নি
বলেই সে আজ একজন পতিতা । যাদের আমাদের
সমাজ সম্পূর্ণ আলাদা ভাবে দেখে । কিন্তু
আশ্চর্যের বিষয় হচ্ছে যে সকল মানুষ সেই
পতিতার পতিতা বৃত্তির ব্যাবহার করে তারা
সমাজে মাথা উচু করেই বেচে থাকে । এইতো কিছু
দিন আগেই একটা খবরের কাগজে পড়লাম একটি
পতিতা নারী মারা যাওয়ার পর তার জানাযা হয়েছে
না তাকে কবরস্থানে জায়গা দেওয়া হয়েছে ।
তাকে দূরে কোথাও এক জায়গাতে পুতে রাখা
হয়েছে । এখন প্রশ্ন = যে সকল পুরুষ সেই
পতিতার পতিতা বৃত্তির ব্যাবহার করল তাদের
কেউ কি পুতে রাখা হবে । উত্তর কখনও না ।
কেননা একটি পুরুষ অনেক মেয়ের সাথে সঙ্গমে
থাকলেও সমাজ তা দেখেও না দেখার ভান করে ।
একটি পুরুষ নিজেকে সংজত করলে সহজ ভাবে না
হলেও তাকে মেনে নেয় । কিন্তু একটি নারীকে
সমাজ কখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে
দেয় না । আর এটা সমাজের প্রায় নিয়ম হয়ে
দারিয়েছে .............
©somewhere in net ltd.