নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে অনেক কঠিন কাজের মধ্যে একটা বিশেষ ধরনের কঠিন কাজ হল, \"সাধারণ মানুষ হওয়া\"। এই সাধারণ মানুষ হওয়া মানে অতি সাধারণ জীবন- যাপন করা। অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ আর হয়ে উঠতে পারছিনা |

তৌফিকুর রহমান বিডি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

তৌফিকুর রহমান বিডি › বিস্তারিত পোস্টঃ

জীবনের রূপ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

১.
হাতের সিগেরেটে আরেকটা টান দেয় রূপম। আর ভাবছে মানুষ কীভাবে এত স্বার্থপর হয়। ভেবেছিল এই বছর ভার্সিটি স্কলারসীপ পাবে ওই। কিন্তু স্কলারশীপটা পেল নিলয়, শুধু এই একটা কারনে তিন বছরের সম্পক টা নিশি বিচ্ছিন্ন করে গেল। বুকের বাম পাশ টা কেমন চিনচিন করছে। নিজের অজান্তেই চোখ থেকে দু ফোটা নোনা জল গড়িয়ে পড়ে।

2.
রেজিস্ট্রি অফিসের সামনে লাল শাড়ি পড়া একটি মেয়ে দাড়িয়ে আছে। ওর নাম মেঘা, বাড়ি থেকে পালিয়ে এসেছে, সুমনের সাথে নতুন জীবন শুরু করবে বলে। ভাবতেই অবাক লাগছে এই তো সেই
দিন সুমনের সাথে পরিচয় মেঘার আর আজ ওরা বিয়ে করছে। কিন্তু সারা দিন দাড়িয়ে থাকার পরও যখন সুমন আসল না তখন বুঝতে পারল, মানুষএর
সব স্বপ্ন পূরন হয় না।

৩.
মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রির আজ প্রথম ক্লাশ। সবাই কলেজে এসেছে, কলেজের বাইরে বিস্কিটের দোকান থেকে এক জোড়া চোখ গেটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ গুলো হারূনের, অত্যন্ত
মেধাবী হওয়া সত্তেও সামান্য কটা টাকার জন্য পড়ালেখা চালিয়ে যেতে পারেনি, স্বপ্ন ছিল হবে ডাক্তার, আর হয়েছে........

৪.
আফজাল সাহেব আজ বেতন পেয়েছে, শুধু উনি একা নোন অফিসের সবাই আজ বেতন পেয়েছে। সবার মুখে হাসি থাকলেও আফজাল সাহেবের মুখে নেই। কেননা সামান্য এঈ কোটা টাকা দিয়ে পরিবারের কোন চাহিদা মেটাবে?? অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করাবে না, ছেলে মেয়ের স্কুলের
বেতন দিবে না দেনা পরিশোধ করবে। নিজের জীবনকে নিজের কাছেই বোঝা মনে হচ্ছে।
.
.
.
.
.
কি মনে হচ্ছে কোন সিনেমার কাহিনী তুলে
ধোরেছি না। এটা বাস্তবতা, এরকম হাজার বাস্তবতা মানুষের জীবনে ঘটে যায় কিন্তু আমরা তাকেই বাস্তবতা হিসেবে মেনে নিই, যা আমাদের সাথে ঘটে আর বাকি সব সিনেমাটিক। কিন্তু আমরা ভুলে যাই বাস্তবতা সিনেমার চেয়েও সিনেমাটিক। কখনো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার আলোকে নিজের মনকে প্রশ্ন করুন সিনেমা কি উত্তর পেয়ে যাবেন, আপনার জীবনে প্রতিচ্ছবি মাত্র, প্রশ্ন করুন গল্প কী, উত্তর পেয়ে যাবেন, আপনার জীবনে ঘটে যাওয়া মাত্র একটি ঘটনার বর্ণনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

মুখ ও মুখোস বলেছেন: ভাই রে সর্বনাস হইয়া গেসিলো। আপনার নামের শেষে আছে বিডি। আমি ডি এর বদলে পড়ছিলাম চি :-*

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

খোলা হাওয়া বলেছেন: নিশি রুপমের সম্পক্কটা টিক্লনা ব্যথা পেলাম।জিবনটা দারুন সিনেমাটিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.