![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
ওগো রহস্যময়ি একবার দেখা দিবে কি???
আমি যে তোমার রহস্যের বেড়াজালে বন্দি।
তোমার প্রাণজ্ব্যল হাসির ঝঙ্কার যে এখনও
আমার কানে বাজে,
এই পিপাসা কাতর নয়ন আজও যে তোমার ওই
রূপ দেখার জন্য ব্যাকুল।
.
.
হাসিয়া কহে রহস্যময়ি,
.
.
আমি যে রহসময়ি, রহস্যই আমার ধর্ম, এই
রহস্যতেই যে আমার অস্তিত্য,
যার বেড়াজালে তুমিও আবদ্ধ।
যে দিন এই রহস্যে মিশে যাবে, সেই দিন হবে
দেখা আমাদের।
.
.
এক বুক আকুলতা নিয়ে এই পথিক আবারও,
অপেহ্মায় থাকে। ওগো রহস্যময়ি তোমার
রহস্যের শেষ হল না।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।