| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের সামনে আকাশ কিন্তু আমি দেখতে পাইনা,
আমার নাকের কাছে বাতাস তাও আমি গন্ধ পাইনা।
প্রতিবন্ধক দেয়াল না, দালান
না হয় হবে আমার ওই অবচেতন খামখেয়াল।
হৃদপিণ্ডের স্পন্দনের গতি
আর চারপাশ থেকে ছুটে আসা
অজস্র শব্দাবলীর সামঞ্জস্যে খোঁজার থেকে
এই খেয়ালি মন আর কতই বা খারাপ হতে পারে?
এখনো তো ফুল ফোটা বন্ধ হয় নি,
এখনো তো শ্বাস বন্ধ হয় নি,
এখনো তো বেদনার আকাশে কা কা শোনা যায়,
হোক শেষে দীর্ঘশ্বাস - তাও এখনো তো সময় কাটে যায়।
তবু,
আমার চোখের সামনে আকাশ কিন্তু আমি দেখতে পাইনা,
আমার নাকের কাছে বাতাস তাও আমি গন্ধ পাইনা।
পাইনা যা আমি চাইনা।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
তৌকির আজাদ বলেছেন: কবিতা শুধুই কবিতা - "সো" ব্যথিত হওয়ার দরকার নেই।
ধন্যবাদ।
২|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
ফারিহা নোভা বলেছেন: অনেক চমৎকার আপনার লেখা।
৩|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
তৌকির আজাদ বলেছেন: ধন্যবাদ। ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৯
গেম চেঞ্জার বলেছেন: অপ্রাপ্তি অধ্যবসায়ের পথে ঠেলে দেয়, সো না পাওয়ার বেদনায় নিজেকে ব্যথিত করে তোলার দরকার নেই।