![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা আমার লেখা লিছু লাইন,
যাতে মানি নাই আমি কোন আইন।
বলেছি তাতে আমার না বলা যতো কথা,
আমার চাওয়া পাওয়া আর অজানা সব ব্যথা।
কবিতা তাই, মাতা যার কলম, আর পিতা তাঁর কালি,
জন্মস্থান তাঁর কাগজ, যে ততো টাই সহজ।
যতটা বোঝাতে পারে কবিকে - কে কার আপন।
সবাই বলে - প্রেমে পরে নাকি হয় কবি,
আর লেখে কত শত কাব্য -
প্রশ্ন সবার, তাতে কি পাবি?
হয়তোবা আমিও তাদের একজন,
স্বভাবও তেমন যেমন বলে লোকজন।
হয়তোবা আমিও তাদের একজন।
হয়তোবা না,
কেননা, কত কবি - কত কাব্য কত কবিতা,
কত পদ্য লিখে কত কাগজ কালি ফুরিয়েছেন,
তাঁরা কি আসলে জগতে কিছু পেয়েছেন ?
তাঁরা কি ছিল সফল ? তাঁরা কি ছিল সচল?
এখানে, যেখানে অর্থের কাছে সবাই অচল।
আর কি কেউ হতে চায় কবি,
কেউ কি আর লিখবে কবিতা ?
নাকি বলে দেয়া যায় সমাপ্তি হয়েছে সবার ভাবনার।
কেউ আজ ভাববে না, ভালবাসবে না,
কবিতায় তা প্রকাশ ও হবে না।
হেঁড়ে যাবে সব কবি আর তাদের কবিতা।
জগতে কি কেউ তাদের কিছুই বলবে না?
তাঁরা কি কোন সাড়া পাবে না?
হয়তোবা পাবে - হয়তোবা না।
তাই বলে এই না, থাকবে না আর কোন কবিতা,
সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু থামবে না কবিতা।
কবিতা ছিল, আছে আর থাকবে ততদিন - যতদিন,
জগতে থাকবে তাদের জন্য প্রতিক্ষা !
তৌকির আজাদ - ০২/০৭/২০০৮।
©somewhere in net ltd.