নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচাইতে বড় পরিচয় আমি মানুষ আপাতত এর বেশি বলতে জানি।

তৌকির আজাদ

জানলে লিখবো।

তৌকির আজাদ › বিস্তারিত পোস্টঃ

মা এক

০৮ ই মে, ২০১৬ ভোর ৪:০১

আমার নানু আমাকে কোন এক সময় বলেছিলেন, "একটা মায়ে তাঁর জীবনে তিন রকম ভূমিকা পালন করে থাকেন।

প্রথমত সে কারো 'মেয়ে', তারপরের জীবনকালে সে হয় কারো না কারো সহধর্মিণী - সেখান থেকে তৈরী হয় জগত সংসারের মাঝে একটা নতুন সংসার - তারপর শুরু নতুন পথযাত্রা - সেই ছোট্ট মেয়েটি তারপর মুখোমুখি হয় সৃষ্টিকর্তার কঠিন কিন্তু অসাধারন বাস্তবতায় - তিনি উপনীত হন একজন - মা, জননী, জন্মদাত্রী, গর্ভধারিণী বা মা মনি ইত্যাদি উপসর্গে - এরপরের পরিণতি কমবেশি আমদের সবাই জানা।

তাই, মেয়ে থেকে মা পর্যন্ত রূপান্তরিত হওয়ার যে পথ সেটা আমাদের সমাজে সহজ না!
প্রয়োজন সামাজিক সচেতনতা।

শুভকামনা রইলো সবার জন্য - শুভ হোক আমাদের সবার সামাজিক, জাতীয় এবং ব্যক্তি জীবন। অবোধ আমরা কেউ না - অপেক্ষা এখন অনুধাবনের।"
,
প্রজনিকা, খুব কষ্ট দিয়েছি মা, দিয়েছি অনেক ব্যথা,
প্রতিটি ক্ষণ মনে পড়ে শুধু তোমারি কথা,
ক্ষমা করো, ভালো থাকো, মা তুমি রও যেথা।।

'মা' দিবসে পৃথিবীর প্রতিটি মাকে জানাই অনেক অনেক শুভেচছা এবং অনেক অনেক শুভকামনা।

ভালবাসি মা তোমাকে!

( আমার মা মনি কে নিয়ে একবারে লিখে শেষ করা আমার পক্ষে সম্ভব না, সময় হলে একটু একটু করে লিখবো, দোয়া রাখবেন। ধন্যবাদ।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ ভোর ৪:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।ভালো লাগল।
চমৎকার পোষ্ট।

০৯ ই মে, ২০১৬ রাত ১২:৩৮

তৌকির আজাদ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:২৭

অবনি মণি বলেছেন: এই তিন রকম ভূমিকা পালন করতে পারবো তো!!

৩| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৫৬

তৌকির আজাদ বলেছেন: মানুষ চাইলে কি না পারে - আপনি অবশ্যই পারবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.