![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com
থাবা বাবাকে নিয়ে সব জায়গাতেই ব্যাপক আলোচনা, সমালোচনা চলছে। তাকে নাকি শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। এতে একটা গুষ্ঠি চরম নারাজ। আমিও কিছুটা তাদেরই দলে ... কিন্তু আমার কিছু কথা আছে।
শহীদ কথাটার অর্থ কিন্তু এক এক গুষ্ঠির কাছে এক এক রকম। একাত্তুরের যুদ্ধে আমাদের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করে যারা মারা গিয়েছে তাঁরা আমাদের কাছে শহীদ হিসেবে পরিচিত। আবার পাকিস্থানের যেসব সৈনিক মারা গিয়েছে, তারা আমাদের কাছে ঘৃণার বস্তু বলে বিবেচিত হলেও পাকিস্থানিদের কাছে ‘শহীদ’। তার মানে একই ব্যাক্তি দুটি দলের কাছ থেকে দুই রকম উপাধি পাচ্ছে। এখানে দেখার বিষয় হচ্ছে এই দুই পক্ষের স্বার্থের সাথে জড়িত নয় অন্যান্য বেশীর ভাগ ব্যাক্তিরা ঐ ব্যক্তিটাকে কি উপাধি দিচ্ছে। যদি বেশীর ভাগ লোক ‘থাবা বাবা’ কে ‘শহীদ’ উপাধি দিতে চায়, তাহলে ধরে নিতে হবে সে আসলেই ‘শহীদ’। তবে আমি ‘থাবা বাবা’ কে মানুষ হিসেবে বিবেচনা করতেই বেশী পছন্দ করবো, শহীদ হিসেবে নয়।
বাক স্বাধীনতা সবারই আছে, তাই বলে খিস্তি দেওয়ার অধিকার কারোরই নেই। আমিও নাস্তিক, তাই বলে আমি কখনোই কোনো ধর্মকে ছোট চোখে দেখি না। দুঃখজনক হলেও এই কথা সত্যি যে ‘থাবা বাবা’ বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মকে চূড়ান্তভাবে অপমানিত করেছে। তাই বলে কি তাকে জবাই করে মেরে ফেলতে হবে ? একটা মানুষের জীবণ কি এতোই সস্তা !! আর ইসলামের ভিত্তি কি এতই দূর্বল যে, একজন তুচ্ছ ব্যাক্তির অপরিপক্ক বাক স্বাধীনতার কারণে নির্মমভাবে মেরে ফেলতে হবে !! আমি অন্তত তাই মনে করি না। আমি আবারও বলছি, আমি কট্টরভাবে নাস্তিক। কিন্তু আমি আজও বিশ্বাস করি ইসলাম সত্যিকার অর্থেই শান্তির ধর্ম। এই ধর্মটাকে অস্ত্র বানিয়ে ইসলামকে আর ছোট করবেন না। আর কারো প্রাণই ছেলের হাতের পুতুল নয় যে ভেংগে আবার জোড়া লাগতে পারবেন। যতই হোক না সে উন্মাদ নাস্তিক... সে আপনার স্রষ্টারই তৌরি করা একজন মানুষ। আর আপনি যদি সত্যিই একজন আস্তিক হয়ে থাকেন তাহলে কখনোই এই নির্মম হত্যাকান্ডকে সমর্থন করতে পারেন না... কখনোই না... কিছুতেই না...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
ত্রিভকাল বলেছেন: Click This Link
আমি জানি না, এগুলো আসল থাবা বাবার পোষ্ট নাকি অন্য কেউ, তবে প্রোপিক আর ডেটওয়াইজ দেখলে মনে হচ্ছে ওনারই কাজ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
শিশু বিড়াল বলেছেন: ভাল বলেছেন... এইকথা এখন মানুষের মাথায় ঢুকলে হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ত্রিভকাল বলেছেন: সহমত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
ইন্সিত বলেছেন: শিশু বিড়াল বলেছেন: ভাল বলেছেন... এইকথা এখন মানুষের মাথায় ঢুকলে হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ত্রিভকাল বলেছেন: সহমত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
ছোট্ট নদী বলেছেন: আপনি নাস্তিক হতে পারেন কিন্তু ধর্ম কে নিয়ে কটাক্ষ বা কৌতুক করার অধীকার আপনের নাই
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
ত্রিভকাল বলেছেন: কারোরই নেই।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
ওয়ানিলা বলেছেন: আপনি, কুরআন ও হআদিসের আলোকেই জানতে পারবেন কাকে শহীদ বলে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
ত্রিভকাল বলেছেন: জ্বি হ্যা কুরআন আর হাদিসের আলোকে জানতে পারবো 'শহীদের' অর্থ, আর উকিপিডিয়ার থেকে জানতে পারবো Martyr এর অর্থ, চাইলে আপনিও দেখতে পারেন
http://en.wikipedia.org/wiki/Martyr
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
একিউমেন বলেছেন: ভাল লিখেছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
ত্রিভকাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
shomoyerdam বলেছেন: সরকারের বিরুদ্ধে কথা বলে দেখে সরকার "বাঁশেরকেল্লা", "vision2021" বন্ধ করে দেয়। অথচ মহান আল্লাহ তা'আলা আকাশ, জমীন, পৃথিবী সকল কিছু যে নবীর নামে উৎসর্গ করেছেন সেই নবীকে অপমান করে যখন হাজারো কুরুচিপূর্ন কথা বলে, নবীর ব্যাঙ্গচিত্র একে ব্লগ তৈরী করে তখন সরকার সে ব্লগতো বন্ধ করেইনা, তাদের কিছু বলেওনা। এর দ্বারা প্রমান হয়েছে সরকার মহানবীকে (সাঃ) অপমান করাকে সমর্থন করে।
আইন পাশ করে আমরা এইসব ঘৃনিত নাস্তিক-মুরতাদদের প্রকাশ্যে ফাঁসি কামনা করি এবং যারা এসব মন্ত্রনালয়ে থেকে জেনেও কিছু বলছেন না তাদেরও কঠোর শাস্তি কামনা করি। যারা মহানবীকে (সাঃ) অপমান করে কথা বলে তাদের বাংলাদেশের জমীনে থাকার কোন অধীকার নেই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
ত্রিভকাল বলেছেন: আমাদের দেশে আন্দোলন ছাড়া কোনো কিছুই কখনো বন্ধ করে না। মন্ত্রণালয়ের লোকজন কম্পিউটার চালাতে পারে কিনা তাতেও আমার সন্দেহ আছে।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
উড়োজাহাজ বলেছেন: আপনার শেষ কথাগুলো কে যদি সত্যি বিশ্বাস করেন তবে আমি শিওর আপনি নাস্তিক নন। আপনি সন্দেহবাদী। এই টা একটা ফ্যাসন। সত্যিকার নাস্তিক দুনিয়াতে খুব একটা নাই। আসলে সবাই নাস্তিকতার ভান করে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
ত্রিভকাল বলেছেন: আপনার কথা আমি অস্বিকার করবো না। আমি গতকালকেও ৩ ওয়াক্ত নামাজ পড়েছি। তবে হ্যাঁ আমি সন্দেহবাদী। নামাজ পড়ছি মনকে সুশৃঙ্খল করবার আশায়, অন্য কোন কারণে নয়।
৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২২
উড়োজাহাজ বলেছেন: নামায পড়লে মন সু শৃঙ্খল হয় তা আপনাকে কে বলেছে?
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ত্রিভকাল বলেছেন: কেউ বলে নাই, আমি বিশ্বাস করি। আর আমি আরো বিশ্বাস করি, বিশ্বাসে মিলায় বস্তু... তর্কে বহুদূর।
আর কিছু হাস্যকর হাস্যকর নিজস্ব অভিমত বা বিশ্বাসও মানুষকে দেখিয়ে দিতে পারে একটি অন্ধকারাচ্ছন্ন রুমে এক চিলতে আশার আলো, বা আলোকজ্জল রুমে অন্ধকারের ছায়া। মিলিয়ে দিতে পারে জটিল রোগ থেকে মুক্তি বা বাড়িয়ে দিতে পারে আরো কিছু রোগ। আর মনকে করতে পারে প্রশান্তিময় বা করে তুলতে ভারাক্রান্ত। এখন আপনি 'বিশ্বাসের' সংজ্ঞা কিভাবে নিবেন তা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
রিনকু১৯৭৭ বলেছেন: এখনকার ভ্যারচুয়াল জগতে কোনটা বিশ্বাস করবো আর কোনটা অবিশ্বাস করবো তা বোঝা বেশ মুশকিল। অনেকে বলছে যেসব সাইটে থাবা-বাবার আপত্তিকর লেখা দেখা যাচ্ছে সেগুলো নাকি তা কে হেয়প্রতিপন্ন করার জন্য তার যারা শত্রু তারা করেছে। কোন টা বিশ্বাস করবো।