নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

একখন্ড পোড়া স্মৃতি...

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮



একটা মটোরসাইকেল এর দাম কত হবে, ৭০ হাজার ? ১.৫ লাখ ? ২.৩ লাখ ? সর্বোচ্চ ৩ লাখ ?



তাই না ?



এখন আমাকে বলেন একগুচ্ছ স্মৃতির দাম কত হতে পারে ?

যে স্মৃতিতে থাকতে পারে প্রথম মটোরসাইকেল কিনার দিনটির কথা... বয়ষ্ক মাকে যেদিন জোড় করে হোন্ডায় চড়িয়ে ৫ গজের মতো চালাতে পেরেছিল আবদুল মতিন। আর তা দেখে তার ভাই বোনদের সে কি হাসা হাসি...



বা সেই স্মৃতিটির কথা যেদিন সে প্রথমবারের মতো হোন্ডার পিছনে চড়িয়েছিল তার জীবনসঙ্গিনীকে। লু বাতাসের উড়ন্ত এলোমেলো চুলের সেই স্মৃতির দিনটির কথা কি ভোলা যায় ?



বা সেই স্মৃতিটির কথা যেদিন নিজের আদরের আটকিয়ে আটকিয়ে কথা বলার চেষ্টা করা ছোট্ট মেয়েটিকে হোন্ডায় চড়িয়ে নিয়ে গিয়েছিল কোন এক বৈশাখী মেলাতে। ছোট্ট সেই মেয়েটি হয়তো তার আলতো দুটি হাত দিয়ে চেপে ধরে রেখেছিল তার বাবাকে। আর তার বাবা একনিষ্ঠ ভাবে ধরে রেখেছিল সেই হোন্ডার দুটি হ্যান্ডেল। চোখের সামনে বড় হয়ে যাওয়া সেই মেয়ে হয়তো গতকাল সকালেও নাস্তার টেবিলে আবদার করেছিল এবারের বৈশাখী মেলাতে নিয়ে যাবার জন্য...



সবই এখন স্মৃতি... একখন্ড পোড়া স্মৃতি...



গতকাল মটরসাইকেলটি নিজের চোখের সামনে পোড়ার সময় হয়তো সেই স্মৃতির দৃশ্যগুলোই ঝাপসা চোখে বার বার ভেসে আসছিল আবদুল মতিনের... কি কষ্ট... কি কষ্ট...

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

এন ইউ এমিল বলেছেন: স্মৃতির দাম টাকা হয় !

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অসাধারণ একটি পোস্ট!

পোস্টে +++++++++

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: সত্যই খারাপ লাগার মত ব্যাপার...এই ভাবে পোড়ানো উচিত নয়।

আমরা ও এইরকম একটা ঘটনা আছে...অনেক স্বপ্ন নিয়ে শেয়ার ব্যাবস গেছিলাম...কিন্তু চোরেরা আমার ৮-৯ লক্ষ টাকা মেরে দিছে।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

আহলান বলেছেন: এটাই আমাদের স্বাধীনতার দাম, যা এখনো আমরা চুকাচ্ছি ...

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

ধলা বিলাই বলেছেন: স্মৃতি...++++

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

মেশকাত মাহমুদ বলেছেন: ++++

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

মুক্তকণ্ঠ বলেছেন: অসাধারণ একটি পোস্ট! চোখে পানি এসে গেছে ভাই!

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

কান্টি টুটুল বলেছেন:

এত সুন্দর একটা লেখায় প্লাস ১টা,অনেকেই বাটনে ক্লিক করতে ভুলে গেছেন!

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

এম এম কামাল ৭৭ বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.