![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com
ফরেষ্ট গাম্প মুভির শুরুতে একটি ডায়লগ ছিল. এরকম
"Life is like a box of chocolates. You never know what you're gonna get."
আমি চকলেট পছন্দ করি না। চকলেট খেলে প্রথমত দাঁতের সমস্যা দেখা দেয়।দাঁত ক্ষয় হয়,দাতে পোকা,অথাত্ জীবানুর আক্রমন ঘটে।ডায়বেটিস
এবং উচ্চরক্ত চাপের রোগীদের চকলেট খাওয়া উচিত নয়।গর্ভবতী মায়েদেরকেও চকলেট থেকে দূরে থাকা উচিত। কারন এটি গর্ভপাতের ঝুঁকি সম্পন। আমার ডায়াবেটিস নেই আবার আমি গর্ভবতীও না, তারপরও চকলেট আমার ভালো লাগে না। হয়তো চকলেট খেলে দাতের চিপায় যায়া আটকিয়ে থাকে তাই খাই না। তবে তন্দ্রা চকলেট খুব পছন্দ করতো। আমার ধারণা ও রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চকলেটের স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখার সময় ঠোঁটের কোণায় হয়তো এক চিলতে হাসি লেগে থাকতো। এখনো হয়তো হাসে, তবে আমি হয়তো দেখার সুযোগ পাচ্ছি না...
তবে জীবন যদি সত্যিই 'বক্স অব চকলেট ' হয়ে থাকে, তাহলে বলতে হবে আমিও ছিলাম তন্দ্রার কাছে একটা চকলেটের মতো। হয়তো ছিলাম ১ টাকা দামের 'মিস্টার ম্যাংগো ' চকলেটের মতো, যা কিনা মানুষ আগ্রহ করে কিনার বদলে দোকানদার থেকে ১ টাকার খুচরা পাওয়ার অভাবে নিয়ে থাকে। সেইসব এক টাকা দামের চকলেট বেশীরভাগ সময় পরে থাকে জিন্সের প্যান্টের পকেটের চিপায় যার শেষ ঠাই হয় আস্তাকুরে।
তন্দ্রার এখন হয়তো ১ টাকা দামের চকলেট কিনে খাওয়ার প্রয়োজন পরে না। সে খায় ৩০০ চারশ টাকার ক্যাডবারি চকলেট। আর আমি এদিকে অপেক্ষা করি সেই টোকাইয়ের জন্য যে কিনা আমাকে আস্তাকুরে থেকে তুলে স্বযতনে নিজের পোটলাতে রাখবে। যা আরো অনেক ময়লার প্যাকেট এর সাথে পুড়িয়ে করবে নেশা আর না হয় বেচেঁ দিবে ভাঙ্গারির কাছে...
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
ত্রিভকাল বলেছেন: আমি পাই না...
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
শিশির সিন্ধু বলেছেন: মি: ম্যাংগো চকলেট না..ঐটা লজেন্স
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২
ত্রিভকাল বলেছেন: ভুল হইয়া গেছে ভাইডি, খিয়াল ছিল না
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার বড় ছেলেটা চকোলেট ভীষণ পছন্দ করে
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
ত্রিভকাল বলেছেন: আমার ভালো লাগে না
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রত্যাখ্যান এবং চকলেট - সুন্দর লিখেছেন তো!
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
ত্রিভকাল বলেছেন: প্রোফেসর সাহেব, আপনার কমেন্ট দেখার পর মনে হলো 'প্রত্যাখ্যান এবং চকলেট' টাইটেল দেওয়া উচিত ছিল..
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চকোলেট ভালা পাই!
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
ত্রিভকাল বলেছেন: আমারও একসময় খুব ভালো লাগতো...
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: Life is like a box of chocolates. হলে মন্দ হতো না ! সব খারাপ কিছুতেই মিষ্টি ফ্লেভার পাওয়া যেতো
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
ত্রিভকাল বলেছেন: Life is like a box of chocolates... কথাটি সত্য, তবে মাঝে মাঝে আমরা তেতো স্বাদের কিছু চকলেট পেয়ে যাই আরকি..
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
মশিকুর বলেছেন:
ভাল কথা আমি চকলেট ভাল পাই।