নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমা এবং আমার নামের তাৎপর্য

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

বাংলা সিনেমা দেখে আপনি আপনার বিষয়ে অনেক কিছু খুব ভালোভাবে জানতে পারবেন। এই যেমন ধরেন, আমার ডাক নাম যে ‘সাগর’ এই বিষয়টি আজকে সকালে অফিসে আসার সময় আবার টের পেলাম। আমার এই নামটিতে আমার খুব কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না, আর আমিও তাদের কে জানাই না। জানাতে যে খুব লজ্জা লাগে আমার। আজীবণ যে বাংলা সিনেমার নায়কের নাম ‘সাগর’ দেখে এসেছি :P। তাই কেউ জিজ্ঞাসা করলে জেমস বন্ড স্টাইলে বলি, আমার নাম ‘আহমেদ, সাব্বির আহমেদ’। জেমস বন্ড স্টাইলে বললেও কেউ যখন আমার ডাক নাম জানতে চায় তখন থতমত খেয়ে যাই কিছুটা, আধুনিক পোলাপাইন এর ভাষায় বললে বলতে হবে ‘খিঁচ খাইয়া যাই’।



আজকেও সকালে রেস্টুরেন্টে বসে নাস্তা করার সময় ‘খিঁচ খাইয়া’ গেছিলাম। নিরিবিলি দেখে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তার অর্ডার দিয়েছিলাম ‘দই-চিড়া-কলা’র। ইদানিং রাত জাগার কারনে পেটে গ্যাস জমতেছে দেখে ভাবলাম দই চিড়া খেয়ে ঢাকা শহরের বায়ু দূষণটা একটু কমানোর চেষ্টা করার যাক। হাজার হোক দেশটাতো আমাদেরই, তাই না ? তো যাই হোক ‘দই-চিড়া-কলা’ মুখে দেওয়ার পর পরই নারী কন্ঠে কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে উঠলো,



“না সাগর না, এ হতে পারে না...”



কিছুটা অস্বস্তি নিয়ে আমার টেবিল হতে বাম কোনা বরাবর ৬৫ ডিগ্রী (প্রায়) উপরে তাকাতেই দেখলাম শাবনূর কান্না করছে বৈশাখী চ্যানেলে আর বলছে



“না সাগর না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না... আকাশকে আমি বিয়ে করতে পারবো না”



ডায়লগ শুনে বুঝলাম, সিনেমাতে আরেকজন কম্পিটিটর আছে আমার, যে কিনা নায়িকা শাবনূর কে নিয়ে বিয়ের পর কাবাডি খেলতে চায়। আর যার নাম কিনা ‘আকাশ’। দই চিড়া কলা খেতে খেতে শার্লক হোমস অথবা ফেলুদার মতো ভাবতে লাগলাম কে হতে পারে এই ‘আকাশ’! ফ্যাক্টস হিসেবে আমার কাছে আছে তিনটি তথ্য...



১। সিনেমায় ‘সাগর’ চরিত্রে অভিনয় করছে ‘রিয়াজ’,

২। ‘কাজল’ চরিত্রে অভিনয় ‘শাবনূর’,

এখন দেখার বাকি ‘কে এই আকাশ’



মান্না হওয়ার সম্ভবনা অনেক ক্ষীন, কারণ মান্না ত্রিভুজ প্রেমের সিনেমাতে খুব কম অভিনয় করেছে। রবেল হবে না, কারণ ‘সাগর’ এর কম্পিটিটর হিসাবে রুবেল যায় না :p । সালমান শাহ হওয়ার তো প্রশ্নেই আসে না, কারণ সালমান শাহ রিয়াজ আসার আগেই মারা গিয়েছে। আলেকজান্ডার বো, মেহেদি, শাহিন সুমন, হওয়ার সম্ভাবনা নেই। কারণ ‘শাবনূর’ তাদের সাথে কোনো সিনেমা করেনি। তাহলে কে হতে পারে ‘সাগর’ এর কম্পিটিটর ‘আকাশ’ ? কার এতো বড় বুকের পাটা ?



এসব ভাবতে ভাবতে যখন কলায় কামড় দিচ্ছি, তখন বাংলাদেশ বিমান আকাশের বুক চিঁড়ে আকাশকে নিয়ে ল্যান্ডিং করেছে বাংলাদেশে। আস্তে আস্তে ‘আকাশ’ এর অবয়ব ফুটে উটতেই বুঝলাম এ আর কেউ নয়... এ হচ্ছে আমাদের কিং খান, সাকিব খান। আর সিনেমাতে এই পর্যায়ে এসে আমার একটা বিখ্যাত ঐতিহাসিক উক্তি মনে পড়লো। সেটা হচ্ছে...



‘নিরো যখন বাঁশী বাজাচ্ছিল, রোম তখন পুড়ছিল’



আর আমাদের ‘আকাশ ভাই’ যখন ল্যান্ডিং করলো তখন ‘সাগর ভাই’ রমনা পার্কে শাবনূর আপার লগে বাদাম খাইতেছিল। আমি জানি এরপর কি হবে সিনেমাতে। এই পর্যন্ত বাংলা সিনেমায় ‘সাগর’ নামের নায়কের কাছ থেকে কোনো অপশক্তিই নায়িকাকে ছিনেয়ে নিতে পারেনি, এবারও পারবে না। হোক সে ‘আকাশ’ বা ‘পাতাল’ বা ‘বাতাস’... কিছুতেই পারবে না কেউ... সাগর তার কাজলকে কখনোই হারিয়ে যেতে দেয়নি, দেবেও না... এ কখনোই হতে পারে না...



তবে বাস্তবতা ভিন্ন, এখানে ‘সাগর’ নামে শুধু মায়ের মুখের ডাক শুনতেই খুব ভালো লাগে কারো কারো। যে নামটি কিনা একজন মা সমুদ্রের তীরে বসে আনমনে ঠিক করে রেখেছিল তার আগত সন্তানের জন্য...



যাইহোক আমার নাস্তা খাওয়া ততোক্ষণে শেষ। সিনেমাটা আরো কিছুক্ষণ দেখার ইচ্ছে ছিল, কিন্তু কি করবো বলেন, খেটে খাওয়া মানুষ আমি... অফিসে দেড়ি করলে কি চলে ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২

জাগ্রত ফ্র্যাঙ্কেস্টাইন বলেছেন: ভালো লিখেছেন জনাব।। " এই পর্যন্ত
বাংলা সিনেমায় ‘সাগর’ নামের নায়কের
কাছ থেকে কোনো অপশক্তিই
নায়িকাকে ছিনেয়ে নিতে পারেনি,
এবারও পারবে না।"" এইটুকু ভালো লেগেছে সবচেয়ে বেশী

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

সংগ্রামী বালক বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.