![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি এক অদ্ভুদ সুন্দর ঘটনার সঙ্গী হলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রতিদিন অফিসে এসে গুলশান - ১ এ নাভানা টাওয়ারের পিছনে চা খেতে মোল্লা নামের একজনের চায়ের দোকানে যাই। তার সম্পর্কে একটু জানাচ্ছি আপনাদের- ওখানে ফুটপাতে অনেক চায়ের দোকান আছে, কিন্তু মোল্লা এর ব্যবহার অন্য সব দোকানদার থেকে আলাদা। ওর ভাল একটা নাম আছে কিন্তু মোল্ল্া নামে ওকে সবাই চেনে। ওর রেগুলার কোন কাস্টমার যদি বেশ কিছুদিন ওর দোকানে চা খেতে না যায় তাহলে ও ফোন করে খোজ নেয় কেনো চা খেতে যায় না তার দোকানে। ফোন না থাকলে পরিচিত এর মাধ্যমে যাওয়ার জন্য বলে। এ কারণে তার কাস্টমার সংখ্যা অনেক এবং আসে পাশের সবগুলো অফিসের লোক তার দোকানে চা খেতে যায় এবং ও সব লোকর নাম ও জানে। এমনকি যে সব লোক ওর দোকানে চা খেতে যায় না সে তাদের ও নাম জানে এবং তার সামনে দিয়ে যাওয়ার সময় সে সালাম দিয়ে খোজখবর নেয়। আজকে ১লা জানুয়ারি ২০১৪, আমি যখন তার দোকানে চা খেতে গেলাম তখন সে আমাকে সালাম দিয়ে হাতে একটা সুন্দর সেন্টার ফ্রেশ চকোলেট দিয়ে বলল হ্যাপি নিউ ইয়ার ভাই। আমি তার এই সুন্দর ব্যবহারে একটু হতবাকই হলাম! আমি ভাবলাম মনে হয় ও আমাকেই শুধু দিয়েছে। কিন্তু কিছুক্ষণ চা খেতে খেতে দেখলাম যে আসছে সবাই কে সালাম দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানায়ে চকোলেট দিচ্ছে। তার এই ঘটনা আমার এতটাই ভাল লাগলো যে আমি তার একটি ছবি তুলে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। বাম পাশের দাড়িয়ালা ঐ লোকই হচ্ছে চায়ের দোকানদার মোল্লা। একটা চকোলেট এর দাম ২ টাকা। সে চা বিক্রি করে কতইবা লাভ করে, তাছাড়া কিছুদিন পরপর দোকান এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হচ্ছে পুলিশের তাড়া খেয়ে। তার উদার মনের এই দৃষ্টিভঙ্গি আমাকে সত্যি মুগ্ধ করেছে। আজ আমাদের এই দেশ রাজনৈতিক ভাবে বিপযর্স্ত। যদি আমরা এই চায়ের দোকানদার এর ব্যবহার থেকে ভাল কিছু নিয়ে মনটা একটু ভালো করতে পারি। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং ঐ চায়ের দোকানদার এর সুরে সুর মিলিয়ে বলছি “হ্যাপি নিউ ইয়ার-২০১৪”।
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
ট্রু৬৭২ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনাকে এবং উনাকে শুভ নববর্ষ!!
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০
ট্রু৬৭২ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার অফিসও নাভানা টাওয়ারের কাছেই... মোল্লা ভাইকে সম্ভবত দেখেছি ।
যদিও আমি তেমন চা পান করি না, তবুও ভাবছি একবার যাব আজ
আপনি কখন আসেন ওখানে ?
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭
ট্রু৬৭২ বলেছেন: ভাই আমি সকাল ১১ টার দিকে ও বিকাল ৩ টার দিকে যাই। আপনি আসলে এই নাম্বারে কল দিতে পারেন-০১৭১২৫৯৫২৪৬
৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
আমিনুর রহমান বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ ...
হ্যাপ্পি নিউ ইয়ার ...
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
ট্রু৬৭২ বলেছেন: ধন্যবাদ ভাই “হ্যাপি নিউ ইয়ার
৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
মামুন রশিদ বলেছেন: দারুণ ব্যাপার!
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগলো জেনে ।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice hoyeche!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
বেলা শেষে বলেছেন: good Peoples are allways good.
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
বেলা শেষে বলেছেন: আরকিছু পারি আর না পারি আপনার Blogs গুলো মনদিয়ে পড়তে পারবো ।
ভালো লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
পথহারা নাবিক বলেছেন: মজা লাগলো!!