![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ" হঠাত করেই ফোনে গান টা বেজে উঠল। আসল ঘটনা এটা আমার ফোনের রিংটোন। রিংটোন টা ২ বছর ধরে আছে। ফোন থেকে ফেসবুক চালাচ্ছিলাম। হঠাত সেজো খালার ফোনে একটু বিরক্ত হলাম। তার উদ্দেশ্য আম্মুর সাথে কথা বলবে। আমিও বিরক্তি নিয়ে আম্মু কে ফোন টা দিলাম। তারা কি কথা বলল তা শুনলাম না। বড়দের কথা শুনতেও হয়না। অপেক্ষায় আছি তারা কখন তাদের বিরক্তিকর গুরুত্ত্বপূর্ণ কথা শেষ করবে।
কথা শেষ করার পর আম্মু অগ্নিচক্ষু নিয়ে আমার সামনে দাঁড়ালেন। আমি তার এমন চোখ দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছি। খালা আবার আমাকে নিয়ে কিছু বলল নাতো?? না না তা হবে কেন? খালা কখনো আমার নামে খারাপ কিছু বলবে না। আম্মুর ভয়ংকর চোখের দিকে তাকিয়েই বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করছিলাম ।
আম্মু ফোন টা আমার দিকে এগিয়ে দিয়ে বলল "সারাদিন এসবই করা হয়?"
আমি ফোন টা হাতে নেয়ার পর আসল ঘটনা বুঝতে পারলাম।
খালা ফোন দেয়ার আগে নিউজ ফিডে নিম্নোক্ত ঘটনা গুলো ঘটেছিল।
১। এক মেয়ে(সন্দেহ আছে) স্ট্যাটাস দিয়েছে "I love u frnd"। (খাইছে আমারে! এই মধুর কথাটা এখন বিষের চাইতেও মারাত্মক)
২। এক অতি মাত্রার ময়দা মাখা সুন্দরী ললনা তার ঘেডি বাকা করা বাথরুম থেকে তোলা পিক টাকে প্রোফাইল পিক করেছে। সুন্দরী ললনার পিক আমার ফোনে। (প্রোফাইল পিক চেঞ্জ করার আর টাইম পাইলি না ? বিশ্বাস কর আম্মু, এই ঘাড় ত্যাড়া মাইয়া তোমার বউমা না)
৩। এক সেলিব্রেটি আপু অতি সুন্দর সুন্দর গালি দিয়ে তার স্ট্যাটাস টিকে ১৮+ বানিয়ে দিয়েছেন। (আমি এখনো ১৮- বাচ্চা মানুষ। এইসব গালিগালাজ বুঝিনা
)
শাস্তি স্বরুপ দুই সপ্তাহের কারাদন্ড প্রাপ্ত হয় আমার ফোন .। দুই সপ্তাহ আধুনিক বিশ্বের চুলকানী কামড়ানী থেকে বঞ্চিত থাকায় নিজেকে আদিম যুগের প্রানী মনে হচ্ছিল .।
মনের ভিতর খালি একটা কথায়ই ঘুরছিল
যখনই আম্মু ফেসবুকার, মাইয়ারা তখনি মারে অফার।
যখনই আম্মু চালায় ফেসবুক, ললনারা দেখায় তাদের মুখ।
আম্মু যখন দেখে সেলিব্রেটিদের স্ট্যাটাস, তখনই সেগুলো হয়ে যায় ১৮ প্লাস।
..
২| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
টিসেলিম বলেছেন: ধইন্যবাদ .। ভালো থাকা হোক
৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
টিসেলিম বলেছেন: ধইন্যবাদ .। ভালো থাকা হোক
৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
টিসেলিম বলেছেন: ধইন্যবাদ .। ভালো থাকা হোক
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
আরজু পনি বলেছেন:
মাঝে মাঝে ফেসবুক থেকে দূরে থাকার প্রয়োজন আছে ।
ফেসবুক বিরম্বনা মজার হয়েছে ।।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬
টিসেলিম বলেছেন: ধন্যবাদ আপু .। ফোন থেকেও দেখি জবাব দেয়া যাচ্ছে
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭
টিসেলিম বলেছেন: ধন্যবাদ পনি আপু, ব্লগে মজা পেয়ে গেছি, তাই এখন আর ফেসবুকে বেশি থাকিনা .। মন্তব্য পেয়ে ভাল লেগেছে
৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ফেসবুক খারাপ ||
৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২
টিসেলিম বলেছেন: মাঝে মাঝে প্যাচ বাধিয়ে ফেলে
৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
টিসেলিম বলেছেন: মাঝে মাঝে প্যাচ বাধিয়ে ফেলে
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মামুন রশিদ বলেছেন: ফেসবুক বিড়ম্বনা মজা হৈছে ।