![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু:সম্পর্কের কয়েকজন কাজিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম । আর এইদিকে ব্লগে ঘোরাঘুরি করছিলাম। হঠাত এক কাজিন বলে উঠলো
-তুই সবসময় ফোনে কি করিস? যখনই দেখি হাত চলতেই থাকে?
*এইতো হাতের ব্যয়াম করি।
-সবসময় তোর ফাইজলামি। কি করিস সেইটা বল। নয়ত বক্সিং মারবো ।
বক্সিং খাওয়ার ভয়েই হয়ত বললাম
*এইতো ব্লগে ঘোরাঘুরি করি।
-ব্লগ কি?
*তোর মাথা, তুই বুঝবি না।
-বোঝালেই বুঝবো। তাড়াতাড়ি বোঝা ।
*ব্লগার নাম শুনেছিস?
-হ্যা শুনেছি।
*ব্লগে ঘুরে আমি ব্লগার দের লেখা পড়ি। পরীক্ষার্থীরা যেমন পরীক্ষার খাতায় লেখে ব্লগার রা তেমনি ব্লগে লেখে ।
-তুই লিখিস?
*কয়েকটা লিখেছি
-কি তুই ব্লগার! তুই এতো খারাপ হয়ে গেছিস! আগে তোকে অনেক ভাল জানতাম। ছিহ
*আমি আবার খারাপ কি করলাম? :-o
-ব্লগার করে তুই বলছিস আমি কি করেছি! জানিস না ব্লগার কত খারাপ? তুইও তার মানে খারাপ খারাপ কথা লিখিস। নামাজ কালাম তো কিছু পড়িসই না উল্টা নাস্তিক হয়ে যাচ্ছিস
*আমি নাস্তিক মানে? কিসব আজেবাজে কথা বলছিস?
-ব্লগার মানে নাস্তিক জানিস না ?
।
কথাগুলো বড় কাজিন টার সাথে হচ্ছিল। ছোটগুলোও মাঝে মাঝে সায় দিচ্ছিল। আমি অনেক্ষন তাকে বোঝানোর চেষ্টা করলাম ব্লগার মানে নাস্তিক না, ব্লগার ধারনা টা মোটেও খারাপ নয়। তারা গল্প লেখে কবিতা লেখে, বিভিন্ন ভ্রমণ কাহিনী লেখে।
তবুও তাদের ধারনা থেকে বিন্দুমাত্র সরাতে পারিনি। এমন ধারনা শুধু আমার এই কাজিনদের না, সারা দেশে এমন হাজার হাজার মানুষ আছে, এই ফেসবুকে হাজার হাজার মানুষ আছে যারা মনে করে ব্লগার মানে খারাপ কিছু। সেইদিনই একজন মেসেজ দিল
-ভাই আপ্নেরে আগে খুব ভাল জানতাম।
*এখন খারাপ জানেন? কেন?
-এইযে কি সব ব্লগার টগার করেন।
*এতে খারাপের কি?
-ভাই ব্লগার ছাইড়া ভালো হইয়া যান। এইসব করলে গুনাহ হয় ।
*আগে কন কি কারনে গুনাহ হয় তারপর ছাড়বো
-ভালো উপদেশ দিছিলাম। শুনলি না। যা *****চ****
অত:পর ব্লকিত । এইটুকু বুঝলাম
ব্লগার একটা গালি …
[উল্লেখ্য: আমি কোনো ব্লগার নই। আমার কাজিন রা আমাকে ভুল করে ব্লগার ভেবেছে]
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
টিসেলিম বলেছেন: ব্লগার হইতে গেলে অনেক সাধনার দরকার আছে।
২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
সাজিদ ঢাকা বলেছেন: হা হা হা ইরাম কত ঘটনা হইলো
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
টিসেলিম বলেছেন: হুম গ্রামে গেলে এমন ঘটনার মুখোমুখি বেশি হতে হয়
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
হুমায়ুন তোরাব বলেছেন: golpo to valoi likhsen..
nije golpo likhe sotto bole chalaye den ken ?
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
টিসেলিম বলেছেন: হুমায়ন ভাই, মানুন আর না মানুন, এই ঘটনাটা গতকাল আমার সাথেই ঘটেছে .। আপনি হয়ত এমন পরিস্থিতির স্বীকার হননি বলে বিষয়টা অসত্য মনে হতে পারে
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯
এন ইউ এমিল বলেছেন: [উল্লেখ্য: আমি কোনো ব্লগার নই। আমার কাজিন রা আমাকে ভুল করে ব্লগার ভেবেছে]
কেন ভাই ব্লগার পরিচয় দিতে লজ্জা লাগে?
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
টিসেলিম বলেছেন: না ভাইয়া, আসলে ব্লগার হতে হলে অনেক সাধনা লাগে। ব্লগে একটা একাউন্ট থাকলেই ব্লগার হওয়া যায় না। আমার সেই যোগ্যতা এখনো হয়নি। ধন্যবাদ মন্তব্য করার জন্য
৫| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: দুঃখজনক!! আসলেই, আমরা না জেনে-শুনে মন্তব্য করতে পছন্দ করি।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
টিসেলিম বলেছেন: আসলেই দুঃখজনক
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
আমিনুর রহমান বলেছেন:
খুব দুঃখজনক হলও এটা সত্য অনেকেই ভাবে আমরা নাস্তিক। ঘটনাটা রাজীবের মৃত্যুর ২/১ দিন পরের ঘটনা আমার অফিসের এমডি জানলেন আমি ব্লগার তিনি আমাকে ডাকলে তার রুমে এবং বললেন তুমি নাকি ব্লগার ! তোমরা এইসব কি বাজে বাজে কথা লিখো ধর্ম নিয়ে। আমি তখন খুব ঠাণ্ডা মাথায় স্যার কে সব কিছু বুঝিয়ে বলার পর স্যার আমাকে বুঝলেন। সবাইকে বুঝাতে হবে খুব শান্তভাবে। খালেদা জিয়া আর মাহমুদুর রহমান আমাদের পচাইয়া দিছে
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
টিসেলিম বলেছেন: বিষয়টা এমন হয়ে গেছে ব্লগার নাস্তিকের প্রতিশব্দ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
সাইবার অভিযত্রী বলেছেন: ব্লগার একটা গালি …
[উল্লেখ্য: আমি কোনো ব্লগার নই।