![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
"শিরোনামটা দেখে অনেকেই হয়ত বুঝেন নাই,
আমি কি বলতে চাচ্ছি!!
অনেকের মনে হয়ত, অনেক প্রশ্ন ও জেগেছে...
এটা ও কি সম্ভব? তাই আসুন বলছি.....
একটা জিনিস ভাবলে আমার খুব আশ্চর্য্য লাগে। আমরা
কখনই বর্তমান দেখতে পাই না। যা দেখি সবই অতীত!
কিভাবে?
সেটা জানতে হলে প্রথমেই জানতে হবে আমরা কেন
দেখতে পাই। সূর্য্যের আলো বা অন্যকোন আলো যখন
কোন বস্তুর উপর পড়ে তখন আলো সেখান থেকে
প্রতিফলিত হয়। সেই প্রতিফলিত আলো যখন আমাদের
চোখে পড়ে তখন আমরা সেই বস্তু আমরা দেখতে পারি।
আলো আল্লাহ তায়ালার এক বিস্ময়কর সৃষ্টি। এর
গতিবেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
পৃথিবী থেকে সূর্য্যের দূরুত্ব প্রায় ১৫ কোটি
কিলোমিটার। সেকেন্ড ৩ লক্ষ কিমি বেগে সূর্য্য
থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় ৮
মিনিট ২০ সেকেন্ড। তারমানে কি? মানে হল সূর্য্য
উদয় হবার প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড পর আমরা
দেখতে পাই সূর্য্য উদিত হয়েছে। চাঁদ, তারকার
ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। মহাবিশ্বে এমনও নক্ষত্র
(তারা) আছে যার আলো লক্ষ লক্ষ বছর পর পৃথিবীতে
পৌছায় বা এখনো পৃথিবীতে পৌছায় নি।
আমাদের চোখের সামনে যে বস্তু আছে সে বস্তু হতে
প্রতিফলিত আলো আমাদের চোখে আসতে কিছু সময়
লাগে। আবার চোখের নার্ভ থেকে মস্তিষ্কে
দেখার অনুভূতি তৈরি হতে আরো কিছু সময় লাগে। এই
মোট সময়ের পরিমান অত্যন্ত ক্ষুদ্র বলে আমরা কিছুই
বুঝতে পারি না। তাই বলা যায়, অতীতই আমরা দেখি,
বর্তমান দেখি না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যবান মন্তব্যের জন্য....
ভালো থাকবেন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
আইএমওয়াচিং বলেছেন: লেখাটিতে ভাববার উপাদান আছে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, ভাবনা থেকেই এ লেখা টা....
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার
মূল্যবান মন্তব্যের জন্য....
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিষয়টা আপেক্ষিক, আমার সাপেক্ষে যা বর্তমান তা কারো সাপেক্ষে অতিত আবার কারো সাপেক্ষে ভবিষ্যৎ। এটা লক্ষ্য বস্তুর সাথে দর্শকের অবস্থানগত দুরত্বের উপর নির্ভরশীল। স্টিফেন হকিন্সের "এ ব্রিফ হিস্টরি অব টাইম" পড়লে পরিস্কার বুঝতে পারবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বিষয়টা আপেক্ষিক সেটা জানি,
এটা শুধুইই আমার মতামত.....
ওকে ভাই, আমি বই গুলাহ পড়ব....
তবে ওদের অনেক লিখাই আমি পড়ছি..
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
কালের সময় বলেছেন: ভালো লাগল লেখাটি ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার
মূল্যবান মন্তব্যের জন্য....
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে লেখা।
++++