![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপন কথা রহিবে না গোপনে
"দেয়ালের ও কান আছে" এই চিরাচরিত প্রবাদ বাক্যটিকে এ্যাত্তদিন আমি খুব একটা পাত্তা দেই নাই। যেহেতু তার কোন মুখ নেই শুধু কান আছে। সে যাই শুনে থাকুক অন্য কাউকেতো আর বলতে পারবে না। তাই সব সময় দেয়ালের কাছে গিয়েই শুধাতাম আমার যত রাগ-ক্ষোভ, মান-অভিমান যত না বলা কথা।
আজ সকালে অফিসে আসার সময় আমার সে ধারণা ভুল প্রমানিত হল। দেখলাম রাস্তার দু পাশে বিরোধী দলীয় জোটের মানব দেয়াল। যে দেয়াল কথা বলছে। শুধু কথা না রীতিমত দেয়ালগুলো চিৎকার করছে। একদিক থেকে আওয়াজ আসছে "জিয়া-খালেদা, খালেদা-জিয়া" আরেকদিকে আওয়াজ আসছে "...ডাইরেক্ট এ্যাকশান, শিবির-(একটি নির্দ্দিষ্ট তালে হাত তালি)শিবির"।
গাড়ীর অভাবে প্রায় ৩.৫ কিলো হেঁটে আসলাম পুরো পথ জুড়ে মানব দেয়াল এর সমস্বরে চিৎকার থেকে তাদের লক্ষ-উদ্দেশ্য কিছুই বুঝতে পারলাম না। অবশ্য চিৎকারের ফাঁকে কপালে ইসলামী ছাত্রশিবির লেখা কিছু লোক আমার হাতে কয়েকটি লিফলেট ধরিয়ে দিল। বাকী পথ পড়তে পড়তেই আসলাম। বুঝলাম তারা কথিত ক্যাঙ্গারু কোর্টে তাদের নেতাদের বিচারের নামে প্রহসন বন্ধ করতে চান। কিন্তু আমার প্রশ্ন আল্লার উপর অবিচল আস্থায় বিশ্বাসী একটি দল কি সত্যি সত্যি আল্লাহর উপর অবিচল আস্থা রাখতে পারছে? তাদের নেতাদের পরিণতি কি হবে এ বিষয়ে মহান আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটা দেখার মত ধৈর্য কি তারা দেখাতে পেরেছে? নাকি তার আগেই প্রতিক্রিয়াশীল আচরণ শুরু করেছে। নারায়ে তাকবীর-আল্লাহু আকবার শুধু মুখে বললেই হয়না। মর্ম উপলব্দি করে সেটা ধারণ করতে হয়। আল্লাহু আকবার মানে হল আল্লাহ সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমান আল্লাহ আওয়ামী সরকার এবং তার কথিত বিচারালয় থেকে অনেক অনেকগুণ ক্ষমতাবান। ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্র তার কাছে দৃশ্যমান। তিনি সর্বজ্ঞ। তিনি চাইলেই দৃশ্যমান অনেককিছুই মুহুর্তে পরিবর্তন করে দিতে পারেন। আমরা তাঁর উপর আস্থাশীল।
জামায়াত-শিবিরের উচিৎ মাঠে শারিরীক শক্তি প্রদর্শন না করে বুদ্ধিভিত্তিক জায়গাটাকে স্ট্রং করা। আত্মার সাথে পরমাত্মার আধ্যাত্বিক রিলেশান বিল্ডআপ করা। জ্ঞানের পরিধিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই সীমাবদ্ধ না রেখে বাস্তবতার আলোকে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রসার করা।
©somewhere in net ltd.