নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

পাগলেরা যবলীগ নেতা হয় নাকি যুবলীগ নেতারাই পাগল হয়।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

পাগলেরা যবলীগ নেতা হয় নাকি যুবলীগ নেতারাই পাগল হয়।

প্রশ্ন হচ্ছে ঠিক এই সময়ে কেন যুবলীগ নেতা পাগল হলেন। পাগল হলেন ভাল কথা, তাই বলে আর কিছু পেলেন না শুধু শহীদ মিনারই ভাংতে গেলেন কেন তাও আবার আলীয়া মাদ্রাসার শহীদ মিনার। সাথে ১০/১২ জন অনুসারী নিয়েছিলেন কথিত পাগল যুবলীগ নেতা।

শহীদ মিনার ভাঙ্গার কারণে আমারও কান্না আসে তবে সেটা একচোখা দালাল, ভাঁড়দের মত মায়াকান্না না।



আমি হলফ করে বলতে পারি, আজ যদি শেরপুরের শহীদ মিনার ভাংতে গিয়ে যুবলীগ নেতা তবিবুর রহমান টিপুর পরিবর্তে মাহবুবুল আলম হানিফও গ্রেফতার হতেন, পুলিশ ঠিকই তাকে পাগল বলে কিছুক্ষণ পরই ছেড়ে দিতেন।



নিকুচি করি তথাকথিত দেশ প্রেমের। ওয়াক থুহ্.....।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

একরামুল হায়দার বলেছেন: বিশজিত হত্যার মতো ওই হীন যুবলীগ নেতারও বিচার হবে একদিন|
এই সরকারের আমলেই হবে

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

জ্ঞানপিপাসু বলেছেন: আমার মনে হয় জামাত-শিবির ঐ যুবলীগ নেতাকে উষ্কে দিয়েছে। একাজ কখোনোই স্বাধীনতার চেতনার লোকেরা করতে পারে না। পারে? আপনারা কি বলেন? পারেনা.....

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

একরামুল হায়দার বলেছেন: আমার একটা বেক্তিগত বেক্ষা >> আলীয়া মাদ্রাসা যদি জামাত অধুষিত হয় তবে ওখানে শহীদ মিনার থাকার বেপারটা এমন যে বিধর্মী ঘরের উপাশানলয় এর মধ্যে একটা ধর্মের কিতাব, এজন্য হয়তো বেচারা পাগল এটা সহ্য করতে পারেনি ঃ হায়রে পাগল

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১

সালটু বলেছেন: আরে এই টা জামালীগের কাম।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

মুহাম্মাদ মেহেদী বলেছেন: পাগলামী!

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

ShusthoChinta বলেছেন: জটিল প্রশ্ন! মুরগি আগে না ডিম আগে? এই প্রশ্নের জবাব বের করেন আগে,তারপর ওটা আপনা আপনিই বের হয়ে যাবে।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২

সজিব ইসলাম বলেছেন: আগে ঐ যু লীগ নেতাকে গরম ডিম্ব থ্যারাপি দেওয়া হোক সাথে ওইসব মিডিয়াকে যারা এই খবরটাকে লুকিয়েছে। আসুন সবাই রাজাকারের নাতী ই সরকারের সুরে সুর মিলিয়ে বলি - য তে যুবলীগ তুই রাজাকার তুই রাজাকার।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
মাদ্রাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা টিপুকে ধরে পুলিশে দিয়েছ?
জামায়াত-শিবির তাকে ধরে পুলিশে দিল?
এটাও বিশ্বাস করতে হবে?

যে জামায়াত-শিবির তার আগের দিন পুলিশ মাইরা তান্ডোব চালাইল!
এখন সুবোধ বালকের মত একজনকে পুলিশের হাতে তুলে দিল!

পুলিশ তাদের বন্ধু হয়েগেল?

এইসব আবর্জনা নিয়ে আবার পত্রিকায় লিখে?
দিন দুপুরে সাদা-হলুদ চক্রান্ত!

জামাতিদের সাদা করার জন্য কত না কষ্ট!

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: হাসান কালবৈশাখী সব বলে দিয়েছে !

১০| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ShusthoChinta বলেছেন: @কালবৈশাখি, যেহেতু শহীদ মিনারটা মাদ্রাসায়,সো মাদ্রাসার শহীদ মিনার ভাঙতে আসলে আগে বাধা দিবে কারা? আপনার বাপেরা? ঐ মাদ্রাসার ছাত্ররাই তো বাধা দিবে,এটাই তো স্বাভাবিক! এই সহজ জিনিসগুলোও আপনাদের মতো পা চাটা কুত্তাগুলোর দৃষ্টি এড়িয়ে যায়,নাকি ইচ্ছা করেই প্রোপাগান্ডা চালান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.